বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কাউকে ‘মিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কাউকে মিঁয়া বা পাকিস্তানি বলা নিম্নরুচির পরিচয়। তবে তা গুরুতর অপরাধ নয়। সম্প্রতি একটি মামলায় এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই হরিনন্দন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। গত ১১ ফেব্রুয়ারি বিচারপতি বিভি নাগরত্ন ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানায়, ‘কাউকে মিয়াঁ-টিয়াঁ বা পাকিস্তানি বলা নিঃসন্দেহে নিম্নরুচির পরিচয়। কিন্তু তা ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো গুরুতর অপরাধ নয়।’ এক সরকারি কর্মীকে তাঁর ধর্ম নিয়ে হরিনন্দন কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ। ওই কর্মী তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।  
ঘটনার সূত্রপাত ঝাড়খণ্ডের বোকারোতে। কয়েক বছর আগে তথ্যের অধিকার আইনে বোকারোর অ্যাডিশনাল কালেক্টর কাম ফার্স্ট অ্যাপেলেট অথরিটি থেকে কিছু তথ্য জানতে চেয়েছিলেন হরিনন্দন। কিন্তু প্রথমবার যে তথ্য তাঁকে দেওয়া হয়, তাতে সন্তুষ্ট হননি তিনি।  তাই ফের আবেদন করেন। এই আরটিআইয়ের ব্যাপারে তথ্য দিতে হরিনন্দনের বাড়িতে গিয়েছিলেন সংশ্লিষ্ট কার্যালয়ের আরটিআই দপ্তরের উর্দু অনুবাদক। সেই সময় হরিনন্দন ওই সরকারি কর্মীকে মিঁয়া-পাকিস্তানি বলে অপমান করেন বলে অভিযোগ। এরপরই তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর করেন ওই সরকারি কর্মী। শুরু হয় মামলা। অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হন হরিনন্দন। কিন্তু প্রথমে নিম্ন আদালত ও পরে হাইকোর্টে তাঁর আর্জি খারিজ হয়ে যায়। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা