বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

পাল্টা শুল্ক, ট্রাম্পকে প্রত্যাঘাত চীন-কানাডার, বিশ্ব বাণিজ্য-যুদ্ধের দামামা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কয়েক বছর আগে বই আকারে প্রকাশিত হয়েছিল একটি উপন্যাস। বিশ্বের অন্যতম বেস্টসেলার হিসেবে বিবেচিত সেই উপন্যাসের নাম, ‘২০৩৪’। বিষয়বস্তু— ২০৩৪ সালে মার্চ মাসে দক্ষিণ চীন সাগর থেকে শুরু হচ্ছে এমন এক সংঘাত, যেটা পরবর্তীতে রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধের। যুযুধান দুই প্রতিপক্ষ হবে চীন ও আমেরিকা। গোটা বিশ্ব হয়ে যাবে দু’ভাগ। চীনের পক্ষে একঝাঁক পশ্চিমি রাষ্ট্র চলে আসবে। আর সেই কাল্পনিক তৃতীয় বিশ্বযুদ্ধের ভরকেন্দ্র হবে বাণিজ্য। কিন্তু বাস্তবে ২০৩৪ সাল আসার অনেক আগেই তেমন এক পরিস্থিতির আভাস মিলছে। কারণ, বিশ্বযুদ্ধ না হলেও বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের দামামা বেজে উঠল মঙ্গলবার। এদিনই চীন, কানাডা এবং মেক্সিকোর উপর বর্ধিত আমদানি শুল্ক চালু হয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে কোনওরকম সমঝোতা অথবা আলোচনায় না গিয়ে পাল্টা আমেরিকার পণ্যের উপরও চড়া শুল্ক চাপিয়ে দিয়েছে কানাডা ও চীন। বেজিং আবার আরও একধাপ এগিয়ে একাধিক মার্কিন অস্ত্র কোম্পানিকে বুধবার থেকে চীনে প্রবেশ করতেই নিষেধ করেছে। মেক্সিকো জানিয়েছে, তারা তালিকা তৈরি করছে এবং দ্রুত আমেরিকার ছোট, বড়, মাঝারি সব সংস্থার পণ্যের উপর আমদানি শুল্ক চাপানো হবে। সোজা কথায়, ২৮ লক্ষ কোটি ডলারের ‘দানবিক’ অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিতে বিন্দুমাত্র পিছু হটছে না কেউ। বরং চীনের বরাভয়ে একের পর পশ্চিমি দেশও ইটের বদলে পাটকেল নীতিতে প্রত্যাঘাত করছে ট্রাম্পকে। 
এমনটা যে হতে পারে, সেই সম্ভাবনা ছিলই। এদিন ইউক্রেনকে দেওয়া সমস্ত অনুদান বন্ধের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে হোয়াইট হাউস। তৎক্ষণাৎ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার বলেন, ‘ইউরোপ নিজেদের তহবিল গড়ছে। আমরা সব রকমভাবে সহায়তা করব ইউক্রেনকে।’ দু’দিন আগেই ওভাল অফিসে ডেকে এনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তুলোধোনা করে কার্যত তাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। সরাসরি রাশিয়ার প্রতিই তিনি সমর্থন স্পষ্ট করেছেন। তারপর এই প্রথম মুখ খুলল ক্রেমলিন। বিশেষ বিবৃতিতে তারা বলেছে, ‘আমেরিকা অবশেষে আমাদের দৃষ্টিভঙ্গি ও নীতিতেই এসেছে।’ 
আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতাসীন হয়েই একের পর এক সিদ্ধান্তে বিশ্ব কূটনীতি এবং জিওপলিটিক্যাল ভারসাম্যকে সম্পূর্ণ নাড়িয়ে দিচ্ছেন ট্রাম্প। ‘আমেরিকা ফার্স্ট’ নীতি নিয়ে উগ্র জাতীয়তাবাদের ধুয়ো তুলেছেন। ভারত, চীন, কানাডা, মেক্সিকো সহ ইউরোপের উপর চড়া হারে আমদানি শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন। কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক বলবৎ করেছেন তিনি। চীনের পণ্যে ওই ২৫ শতাংশের পাশাপাশি ধার্য হয়েছে আরও ২০ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক। 
এরপরই এদিন প্রত্যাঘাত করেছে বেজিং। আগামী ১০ মার্চ থেকে আমেরিকার পণ্য চীনে প্রবেশ করলে অতিরিক্ত ১০-১৫ শতাংশ শুল্ক দিতে হবে। কানাডা ঘোষণা করেছে, ট্রাম্প যদি শুল্ক প্রত্যাহার না করেন, তাহলে পাল্টা ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে মার্কিন পণ্যে। বস্তুত চীনই এবার আমেরিকা বিরোধী বাণিজ্য যুদ্ধের নেতৃত্বে। নিজেদের স্বার্থেই এই সংঘাতে যোগ দিতে চলেছে ইউরোপ। ফলে বিশ্বের অর্থনীতি অনিশ্চিত হতে চলেছে। 
কিন্তু ট্রাম্প এভাবে এতকালের বন্ধুদের শত্রুতে পরিণত করছেন কেন? এই প্রশ্ন দুনিয়া জুড়ে তৈরি হয়েছে। আগামী দিনে আরও কী কী অপেক্ষা করছে? এমনকী  ট্রাম্পের দল এবং সমর্থক মহল বলতে শুরু করেছে রাষ্ট্রসঙ্ঘ, ন্যাটো, আইএমএফ, এসব থেকে আমেরিকা বেরিয়ে আসুক। আমেরিকার টাকায় এসব সংস্থা মাতব্বরি করে! তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি না অনিশ্চিত, কিন্তু বিশ্ব বাণিজ্য‌ যুদ্ধ শুরু হচ্ছে। মিত্রশক্তি কে? অক্ষশক্তি কে? অপেক্ষায় বিশ্ববাসী।
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা