বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

ব্রিটেন সফরে জয়শঙ্কর, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের প্রসারে গুরুত্ব
 

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ব্রিটেন সফরে ভারতের বাণিজ্যমন্ত্রী এস জয়শঙ্কর। ৪১০০ কোটি পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি। চিভিনিং হাউসে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে মুক্ত বাণিজ্য চুক্তি ও ইউক্রেন যুদ্ধের মতো অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে তাঁদের আলোচনা হবে। জয়শঙ্করের এই সফর নিয়ে অত্যন্ত আশাবাদী ল্যামি। আগামী ৭ ও ৮ মার্চ বেলফাস্ট ও ম্যাঞ্চেস্টারে দুটি নতুন ভারতীয় কনস্যুলেট খুলছে। দু’দেশের সহযোগিতার প্রসারে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন তিনি। এরফলে আর্থিক বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি আঞ্চলিক ভারতীয় লগ্নির পথ সুগম হবে বলেও মনে করছে ব্রিটেন। একইসঙ্গে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি ভারতীয় লগ্নির চুক্তি ব্যাপারে সমঝোতা হয়েছে। এই লগ্নি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আর্থিক বৃদ্ধিতেও গতি দেবে বলে মনে করা হচ্ছে। এরই প্রেক্ষাপটে মঙ্গলবার জয়শঙ্কর ব্রিটেনের ব্যবসায়িক সচিব জোনাথন রেনল্ডসের সঙ্গে দেখা করেছেন। দু’জনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। 
গত সপ্তাহেই এই বাণিজ্য চুক্তি নিয়ে ১৫তম দফার আলোচনার জন্য ভারতে এসেছিলেন রেনল্ডস। বিষয়টি নিয়ে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলেন তিনি। জয়শঙ্কর এদিন ব্রিটেনে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গেও বৈঠক করেন। তাঁদের মধ্যে প্রতিভার আদানপ্রদান, দুই দেশের নাগরিকদের মধ্যে বিনিময় এবং মানব পাচার ও জঙ্গি কার্যকলাপ রুখতে যৌথ প্রয়াস নিয়ে আলোচনা হয়। ভারতের বিদেশমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানিয়েছেন। তিনি ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে মঙ্গলবারের পর বুধবারও বৈঠকে বসবেন। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে দুই বিদেশমন্ত্রীর আলোচনা হবে। আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহায়তার প্রসার, প্রযুক্তিগত উদ্ভাবন ও জলবায়ু পরিবর্তন সহ আন্তর্জাতিক চ্যালেঞ্জের বিষয়গুলি তাঁদের আলোচনায় গুরুত্ব পাবে। ব্রিটেনের বিদেশমন্ত্রী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আর্থিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করেছেন। সরকারের ঘোষিত লক্ষ্য পূরণে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্বের কথাও তিনি তুলে ধরেছেন। অন্যদিকে, চিভিনিং হাউসে  চিভিনিং স্কলারদের সঙ্গে  বৈঠক করবেন জয়শঙ্কর।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা