বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বদলি নর্দার্ন রেলের ডিআরএম, পদপিষ্টের ঘটনার জের!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নর্দার্ন রেলের দিল্লি ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুখবিন্দর সিংকে (ডিআরএম) মঙ্গলবার বদলির সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। এদিনই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পুষ্পেশ আর ত্রিপাঠি। প্রসঙ্গত, নিউদিল্লি রেলওয়ে স্টেশন এই দিল্লি ডিভিশনেরই আওতাভুক্ত। ফলে মনে করা হচ্ছে যে, পদপিষ্টের ঘটনার প্রেক্ষিতেই এহেন ট্রান্সফার হয়ে থাকতে পারে। অর্থাৎ, রেলের তরফে গাফিলতিও কার্যত মেনে নেওয়া হচ্ছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, শুধুমাত্র একজন সিনিয়র আধিকারিককে বদলি করে দিয়েই কর্তব্য শেষ করে ফেলছে রেলমন্ত্রক? বিষয়টি নিয়ে অবশ্য মঙ্গলবার রাত পর্যন্ত সরকারিভাবে কোনও মন্তব্য করেনি রেল বোর্ড। তবে মন্ত্রকের শীর্ষ সূত্রে দাবি করা হয়েছে, এর সঙ্গে ১৫ ফেব্রুয়ারি নিউদিল্লি স্টেশনের ঘটনার কোনও সম্পর্ক নেই। এটি একেবারেই ‘রুটিন’ বদলি। পদপিষ্টের ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেলের কোনও কর্মী-আধিকারিককেই শাস্তিমূলক বদলির প্রশ্ন নেই।
রেলের চরম অব্যবস্থার জেরে গত ১৫ ফেব্রুয়ারি রাতে ‘হাই প্রোফাইল’ নিউদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছিল। তারপরেই তড়িঘড়ি দুই সদস্যর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে রেল বোর্ড। কিন্তু উচ্চ পর্যায়ের সেই কমিটির তদন্ত রিপোর্ট অনেক দূর কি বাত! পদপিষ্টের ঘটনার ১৭ দিন পরেও এর সিসি ক্যামেরার ফুটেজ পুরোপুরি খতিয়ে দেখতে পারলেন না ওই তদন্তকারী কমিটির সদস্যরা। এখনও সংশ্লিষ্ট রেল কর্মীদের বয়ান নেওয়ার কাজই শেষ করে উঠতে পারেনি ওই কমিটি। এরপর রয়েছে ১৫ ফেব্রুয়ারি রাতে নিউদিল্লি স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ। সেটি আরও বেশি সময়সাপেক্ষ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, এই ঘটনার তদন্ত রিপোর্ট কি আদৌ পেশ হবে? নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার তদন্ত রিপোর্ট নিয়ে ধোঁয়াশা তাই অব্যাহতই রয়েছে। 
নর্দার্ন রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তদন্ত প্রক্রিয়া পুরোদমেই চলছে। কোথাও কোনও গড়িমসি হচ্ছে না। সব পক্ষের বক্তব্য শুনে, যাবতীয় তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই রিপোর্ট দেবে দু’জন সদস্যর উচ্চ পর্যায়ের কমিটি। পুরোটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা