বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কাকদ্বীপ, সাগরে হাজারেরও বেশি ‘ভূতুড়ে’ ভোটার, নালিশ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কেউ মারা গিয়েছেন ১০ বছর আগে। কারও গত হয়েছেন বছর চারেক আগে। তবুও নাম রয়েছে ভোটার তালিকায়! পাশাপাশি দুই বিধানসভায় নাম রয়েছে, এমন ভোটারের খোঁজও মিলেছে। তালিকায় নাম রয়েছে, অথচ সংশ্লিষ্ট বিধানসভার বাসিন্দাই নয়—এমন বহু নামও সামনে আসছে। সাগর ও কাকদ্বীপ বিধানসভার ভোটার তালিকা নিয়ে এই ধরনের একাধিক অভিযোগকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের ৫৯ নম্বর বুথে ৩০ থেকে ৩৫ জন মৃত ব্যক্তি এবং এলাকার বাসিন্দা নন, এমন ২০ থেকে ২৫ জনের নাম ভোটার লিস্টে রয়েছে বলে অভিযোগ। কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। যেমন মিনতি রাণা নামে এক বৃদ্ধা বলেন, ‘চার বছর আগে স্বামী মারা গিয়েছেন। তাঁর নামের রেশন কার্ড জমা দিতে বলা হয়েছিল। অথচ দেখছি ভোটার তালিকায় তিনি এখনও জীবিত।’ একই বক্তব্য মৃত কাশীনাথ রাণার স্ত্রী বৈশাখী রাণার। তাঁর অভিযোগ, ‘১০ বছর আগে স্বামী মারা গিয়েছেন। সরকারি কাগজপত্র রয়েছে।  কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি। পঞ্চায়েতকে বিষয়টি বলার পরও ওরা কিছু করেনি।’ এ প্রসঙ্গে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক  সন্দীপ পাত্র বলেন, ‘ভোটার তালিকা স্ক্রুটিনি চলছে। মৃত ভোটারদের নাম অবিলম্বে যাতে বাদ দেওয়া হয়, সেই ব্যবস্থা করা হবে।’
এদিকে, কাকদ্বীপে হাজার খানেক ভুয়ো ভোটারের হদিশ মিলেছে বলে জেলা প্রশাসনের কাছে নালিশ জানানো হয়েছে। সূত্রের খবর, সেখানে এখনও পর্যন্ত প্রায় এক হাজার নাম পাওয়া গিয়েছে, যাঁরা এই বিধানসভার বাসিন্দাই নন। এ প্রসঙ্গে জেলায় নির্বাচনী বিভাগের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘প্রশাসনিক স্তরে তদন্ত করা হবে। অভিযোগ ঠিক হলে, তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে।’
20h 20m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা