বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ইছামতীর ৩২ কিমি সংস্কার নতুন  করে, সমীক্ষা রিপোর্ট যাচ্ছে নবান্নে

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ইছামতী নদীর ১৫ কিলোমিটার সংস্কারের ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। এবার আরও ৩২ কিলোমিটার সংস্কারের জন্য তথ্য সংগ্রহের কাজ করল সেচদপ্তর। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, সেচদপ্তরের বসিরহাট ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কিংশুক মণ্ডলরা স্পিড বোডে এলাকা ঘোরেন। তেঁতুলিয়া থেকে সংগ্রামপুর পর্যন্ত নদীপথ ঘুরে রিপোর্ট সংগ্রহ করা হয়। নতুন করে ইছামতী সংস্কারের জন্য এই সমীক্ষা রিপোর্ট জমা পড়বে নবান্নে। তারপর রাজ্য সরকারের নির্দেশ মতো সংস্কার হবে নদী। সমীক্ষায় জলের নীচে একাধিক ঢিপি ও পলিস্তূপের হদিশ মিলেছে। ওই ঢিপি ও পলি সরানোকেই মূল লক্ষ্য করেছে সেচদপ্তর।
বনগাঁ ও বসিরহাটের জল নিকাশির অন্যতম মাধ্যম হল ইছামতী। বর্ষায় ইছামতীর জল উপচে বন্য পরিস্থিতি তৈরি হয়। ভয়ঙ্কর অবস্থা হয় স্বরূপনগরেও। ঘরবাড়ি ছেড়ে সরকারের ত্রাণ শিবিরে আশ্রয় নেয় মানুষ। জমা জলে খেতের ফসল নষ্ট হয়। ঠিক হয়, এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ১৫ কিলোমিটার নদীপথ সংস্কার করবে জেলা প্রশাসন। এর ছাড়পত্র মিলে গিয়েছে। নতুন করে ৩২ কিলোমিটার সংস্কারের জন্য তোড়জোড় শুরু হল। এনিয়ে সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, এই ৩২ কিলোমিটার রাস্তা স্পিড বোটে যেতে সময় লাগল তিন ঘণ্টারও বেশি। কারণ, পলিতে নদীপথ ভরে গিয়েছে। মাঝে মাঝে ঢিপিও হয়েছে। এই সমীক্ষা রিপোর্ট জমা পরবে মুখ্যমন্ত্রীর কাছে। কেন্দ্রের ভরসা না করে আগেরবারের মতো এই প্রস্তাবেও মুখ্যমন্ত্রী ছাড়পত্র দেবেন বলেই আশা রাখি। এর ফলে নতুন করে প্রাণ পাবে আমাদের গর্বের ইছামতী।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা