বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

চলন্ত ট্রেনের কামরায় আগুন,  বড় দুর্ঘটনা থেকে বরাতজোরে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ফের চলন্ত ট্রেনের কামরায় আগুন! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। এদিন টাটানগরগামী বক্সার-টাটানগর এক্সপ্রেস পুরুলিয়ায় ঢোকার মুখে ট্রেনের কামরায় আগুন লাগে। ট্রেনটি ছররা স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে। কামরা থেকে নেমে পড়েন যাত্রীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রেলের পদস্থ আধিকারিকরা। খবর দেওয়া হয় দমকলেও। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপর ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা শাখার সিনিয়র ডিসিএম (ডিভিশনল কমার্শিয়াল ম্যানেজার) বিকাশ কুমার এদিন বিকেলে বলেন, ‘সামান্য একটি ঘটনা ঘটেছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই কামরাটিকে বাদ দিয়ে ট্রেনটি ফের টাটানগর স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছে।’ 
রেল সূত্রের খবর, বুধবার ভোর চারটে নাগাদ বিহারের বক্সার থেকে ঝাড়খণ্ডের টাটানগরের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। দুপুর দুটো ৪০ মিনিট নাগাদ পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশনে এসে পৌঁছয়। তার চল্লিশ মিনিট পরেই ট্রেনটির পুরুলিয়া স্টেশনে পৌঁছনোর কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে বিপত্তি। কুস্তাউর স্টেশনে প্রবেশের সময় ট্রেনের সাধারণ কামরার শৌচাগার থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ওই কামরার জানালা দিয়ে আগুনের সঙ্গে গলগল করে ধোঁয়া বের হতে থাকে। যাত্রীর আতঙ্কে ট্রেনের চেন টানেন। ছররা স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার আগেই ট্রেনটি দাঁড়িয়ে যায়। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। সূত্রের খবর, সাধারণ কামরায় আগুন লাগলেও ট্রেন চলন্ত অবস্থায় থাকায় পিছনের কামরাগুলিতেও ধোঁয়া ঢুকতে থাকে। সেইসব কামরার যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা আরও পিছনের দিকে যেতে থাকেন। ট্রেনের ডি-৪ কামরার কয়েকজন যাত্রী বলেন, ‘হঠাৎ দেখি ডি-৩, ডি-২ কামরার যাত্রীরা এদিকে ছুটে আসছেন। তাঁরা বলেন, ট্রেনের কামরায় আগুন লেগেছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি সামনের জেনারেল কামরা থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা চেন টেনে ট্রেন থামাই।’ এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ যাত্রীরা। যাত্রী মুকেশ তিওয়ারি, সঞ্জয় কুমাররা বলেন, ‘গত কয়েক বছর ধরে ট্রেন দুর্ঘটনা বেড়েই চলছে। যাত্রীদের নিরাপত্তা বলে কি কিছু নেই? সাধারণ মানুষের জীবন নিয়ে আর কতদিন ছিনিমিনি খেলবে রেল?’ 
আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষতিগ্রস্ত কামরাটি ট্রেন থেকে খুলে ফেলা হয়। সাড়ে পাঁচটার পর ট্রেনটি ফের যাত্রা শুরু করে। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।  নিজস্ব চিত্র
10h 10m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা