বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ফুরফুরা শরিফে ইসালে সওয়াব উপলক্ষ্যে একাধিক পদক্ষেপ রাজ্যের

সংবাদদাতা, তারকেশ্বর: ফুরফুরা শরিফে ঐতিহাসিক ইসালে সওয়াব উপলক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা শোনালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এ বছর এই মেহফিলের ১৩৩ তম বর্ষ পূর্তি হচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু উদ্যোগ নিয়েছে। ৬-৮ মার্চ মূল অনুষ্ঠান হবে। ফলে প্রচুর জনাসমাগম হবে এখানে। একারণে পাঁচটি মেডিক্যাল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। ৫ মার্চ সন্ধ্যা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। রমজান মাস চলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। রোজা ভাঙার জন্য বিশেষ ছাউনি নির্মাণ করা হবে। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, জেলাশাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীণ জেলা পুলিসের সুপার কামনাশিস সেন সহ বিশিষ্টরা।
মন্ত্রী বলেন, ধর্মীয় সমাবেশের আগে এবং পরে পুকুর ও আশপাশের এলাকা জীবাণুমুক্ত করা হবে। এছাড়াও এই অনুষ্ঠানকে সামনে রেখে ৩০০টি অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করা হচ্ছে। সঙ্গে ২০টি সাব-মার্সিবল পাম্পও স্থাপন করা হবে। ফুরফুরার গ্রামীণ হাসপাতালে এই ক’দিন ২৪ ঘণ্টা খোলা রাখা হবে পরিষেবা দেওয়ার জন্য। ইতিমধ্যেই ফুরফুরা শরিফের বিভিন্ন স্থানে আটটি অস্থায়ী এবং দু’টি স্থায়ী র‍্যাম্প নির্মাণ করা হয়েছে। দমকল বিভাগ ও পুলিস প্রশাসনকে তৈরি থাকতে বলা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে গোটা এলাকায় ১২৮টি সিসি ক্যামেরা থাকছে। পরিবহণমন্ত্রী বলেন, ৪-৮ মার্চ ইসালে সওয়াব অনুষ্ঠানের জন্য বিশেষ বাস পরিষেবা থাকবে। বাসগুলি বারাসত, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, বসিরহাট থেকে ছাড়বে। এছাড়াও দু’ঘণ্টা অন্তর এসপ্লানেড, সাঁতরাগাছি থেকে ফুরফুরা শরিফ পর্যন্ত বাস পরিষেবা দেওয়া হবে।
10h 10m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা