বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ব্যাপক ফলনের আলু হিমঘরে মজুত  হচ্ছে কম দামে, স্বস্তি পাবেন ক্রেতারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবছর রাজ্যে আলুর প্রচুর ফলন হয়েছে। তাই গতবারের তুলনায় কম দামেই নতুন আলু হিমঘরে মজুত হচ্ছে। আগামী দিনে বাজারে এর ইতিবাচক প্রভাবই পড়বে। মনে করছেন রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যরা। টাস্ক ফোর্স সদস্য কমল দে জানান, এবার আলু হিমঘর থেকে বেরনোর পর গতবছরের তুলনায় কম দামেই বাজারে মিলবে। ব্যবসায়ীদের সংগঠনও তাই মনে করছে। 
তবে বাজারে সম্ভাব্য দাম নিয়ে টাস্ক ফোর্স ও ব্যবসায়ীদের মধ্যে মতপার্থক্য আছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি লালু মুখোপাধ্যায় জানান, এবার যা পরিস্থিতি তাতে হিমঘর থেকে বেরনো জ্যোতি আলুর দাম খুচরো বাজারে ২৫ টাকার বেশি হওয়া কথা নয়। কমলবাবু অবশ্য মনে করেন, তার দাম খুচরো বাজারে ২০  টাকার আশপাশে থাকার সম্ভাবনা আছে। কারণ এবার অন্যান্য রাজ্যেও আলুর ফলন ভালো ফলন হয়েছে। তাই পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে আলু এবার কমই যাবে। গতবছর খুচরো বাজারে জ্যোতি আলুর দাম কেজিতে ৩৬-৩৭ টাকায় পৌঁছেছিল। তখন দাম কমাতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় স্বয়ং। পুজোর পর ভিন রাজ্যে আলু পাঠানোর উপর প্রশাসনিক বিধিনিষেধ জারি করা হয়। এতে দাম কিছুটা কমেছিল।
চলতি মার্চের শুরুতেই রাজ্যের হিমঘরগুলিতে আলু মজুত শুরু হয়েছে। সরকারি ও ব্যবসায়ী সংগঠন সূত্রের খবর, হিমঘরে জ্যোতি আলু মজুত করার সময় প্রতি কেজিতে খরচ পড়ছে ১১ টাকার মতো। চাষিরা এখন কেজিতে সাড়ে ৯ টাকা থেকে ১০ টাকা দাম পাচ্ছেন। গতবছর ফলন কম হওয়ায় চাষিরা বেশি দাম পেয়েছিলেন। তখন হিমঘরে আলু ঢুকেছিল কমবেশি ১৬ টাকা দরে। অধিক দরে মজুতের কারণে, হিমঘর থেকে বেরনোর সময় আলুর দামও সারা মরশুম জুড়ে চড়া ছিল। 
ব্যবসায়ী সংগঠনের বক্তব্য, এবার যে দামে আলু মজুত হয়েছে তাতে হিমঘরের ভাড়া ও অন্যান্য খরচ নিয়ে বেরনোর সময় তার দর থাকবে ১৮ টাকার আশপাশে। হিমঘর থেকে বেরনোর পর একাধিক হাত ঘুরে ও পরিবহণ খরচ জুড়ে খুচরো বাজারে আলু পৌঁছয়। এতে দাম কিছুটা বাড়ে। মে মাস থেকে হিমঘরের আলু বাজারে আসতে শুরু করে। মার্চ-এপ্রিল মাসে মাঠ থেকে ওঠা আলু সরাসরি বাজারে আসার জন্য দাম কম থাকে।
10h 10m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা