বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

পানাগড় কাণ্ডে নতুন মোড়, সুতন্দ্রার গাড়ির চালক ধৃত

নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, মানকর: পানাগড় দুর্ঘটনা কাণ্ডে আবার নতুন মোড়। এবার গ্রেপ্তার হলেন সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা। হুগলির ভদ্রেশ্বর এলাকা থেকে কাঁকসা থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার অভিযুক্তকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিসের দাবি, রাফ ড্রাইভিং করার অভিযোগ যেমন বাবলু যাদবের বিরুদ্ধে রয়েছে একই অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে রাজদেও শর্মার বিরুদ্ধেও। প্রাথমিকভাবে সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিসের দাবি, আগেই গ্রেপ্তার হওয়া বাবলু যাদবকে নিয়ে একবার ঘটনার পুননির্মাণ করা হয়েছে। সেখানে বহু নতুন তথ্য সামনে উঠে এসেছে। রাজদেও শর্মাকে নিয়েও ঘটনার পুননির্মাণ করিয়ে বাবলুর দাবিগুলি যাচাই করা হবে। 
এসিপি সুমন জয়সওয়াল বলেন, রাজদেও শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আমরা সাতদিনের পুলিস হেফাজতের আর্জি জানিয়েছিলাম বিচারক চারদিন পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে পানাগড় বাজারের জিটি রোড যেন রেসিং ট্র্যাক হয়ে উঠেছিল  প্রথমে একটি সাদা ক্রেটা গাড়ি দ্রুত গতিতে জিটি রোড ধরে এসে রাইসমিল গলিতে ঢোকার চেষ্টা করে। সেই সময় পিছন থেকে অন্য গাড়িটি ঝড়ের গতিতে এসে তাঁদের গাড়িতে ধাক্কা মেরে পাল্টি খায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দ্বিতীয় গাড়িতে থাকা যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। প্রথমে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা দাবি করেছিল, ম্যাডামকে কটুক্তি করছিল ক্রেটা গাড়ির লোকজন। তাঁরা জাতীয় সড়কে একাধিক বার আমাদের গাড়িতে ধাক্কা দিয়েছে। যদিও পরবর্তী সময়ে বয়ান বদল করে রাজদেও। সে জানায়, সুতন্দ্রাই ক্রেটা গাড়িটির পিছনে ধাওয়া করতে বলেছিল। পুলিস আগেই দ্বিতীয় গাড়ির চালক তথা মালিক বাবলু যাদবকে গ্রেপ্তার করেছে। এরপর দ্বিতীয় গাড়ির চালককেও গ্রেপ্তার করল।  পুলিস দুই গাড়ির চালককে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করার পরিকল্পনা করেছে। 
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা