রাজ্য

সাড়ে ৭ কোটির ব্যবসা, রাজ্য খাদি মেলায় পাঁচ বছরে রেকর্ড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত পাঁচবছরের মধ্যে এবার রেকর্ড গড়ল রাজ্য খাদি মেলা। ব্যবসা হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকার। রাজ্য খাদি বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, আম জনতার মধ্যে খাদি সামগ্রীর চাহিদা বাড়ছে। এই সংক্রান্ত ব্যবসায়িক অঙ্কেই তা স্পষ্ট। গত ১৪ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ কলকাতার তালতলা মাঠে রাজ্য খাদি মেলার আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। মেলা শেষে পর্যদের পক্ষ থেকে একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, এবছর খাদির বিভিন্ন সামগ্রী বিক্রি হয়েছে ৭ কোটি ২৮ লক্ষ টাকার। পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হলে টাকার এই অঙ্কের পরিমাণ আরও বাড়তে পারে। এই বিপুল পরিমাণ বিক্রি এবছর রাজ্য খাদি মেলায় সর্বাধিক বলেই জানিয়েছেন পর্ষদ কর্তারা। তাঁদের মত, গত পাঁচবছরে বিক্রয়ের অঙ্ক ঘোরাফেরা করেছে ৬ কোটি টাকার আশেপাশে। সেখানে অঙ্কটা এবার প্রায় সাড়ে সাত কোটি টাকা, নিঃসন্দেহে এক রেকর্ড! 
খাদির জামাকাপড়ের সঙ্গে এবার মেলায় সিল্কের শাড়ির চাহিদা ছিল তুঙ্গে। বহু সিল্কের শাড়ি বিক্রি হয়েছে। এছাড়াও তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ চাল এবং কাচের বোতলে ৫০০ গ্রাম ওজনের নলেন গুড়ের বিক্রিও ছিল বিশেষ উল্লেখযোগ্য। রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ বলেন, সাধারণ মানুষকে উন্নত মানের খাদির সামগ্রী তুলে দেওয়ার দিকে সবসময়ই আমাদের নজর থাকে। এবার রাজ্য খাদি মেলাতেও আমরা চেষ্টা করেছি সব বয়সিদের জন্য জামাকাপড় রাখতে। তাতে যা বিক্রি হয়েছে তা যথেষ্ট আশাব্যঞ্জক। পুরুলিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূমসহ কয়েকটি জেলাতেও খাদি মেলায় যথেষ্ট ভালো বিক্রি হয়েছে এবার। আগামী দিনে জলপাইগুড়িতে একটি খাদি মেলা করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা