রাজ্য

‘টাকা ঢোকেনি কেন’, হেল্পলাইনে ফোন করে নালিশ উপভোক্তাদের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘বাংলার বাড়ি’র টাকা ঢুকছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এই প্রক্রিয়া নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য হেল্পলাইন নম্বর চালু করেছিল পঞ্চায়েত দপ্তর। এক সপ্তাহের মধ্যেই  গোটা রাজ্য থেকে ১৩০০র বেশি অভিযোগ পেল তারা। এর মধ্যে বেশিরভাগ ফোন এসেছে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে নালিশ জানিয়ে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজন মতো পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন দপ্তরের আধিকারিকরা।
ইতিমধ্যে রাজ্যের ন’লক্ষের বেশি উপভোক্তা বাড়ি তৈরির প্রথম ধাপের টাকা পেয়ে গিয়েছেন। তারপরও অনেকে জানিয়েছেন, যোগ্য উপভোক্তা হলেও তাঁরা এখনও টাকা পাননি। এরকম প্রায় ১১০০র বেশি মানুষ হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানিয়েছেন বলে খবর। কমবেশি সবক’টি জেলা থেকেই এমন ফোন এসেছে। খতিয়ে দেখার পর তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। কেউ কেউ হেল্পলাইন নম্বরে ফোন করে জানিয়েছেন, যোগ্যদের তালিকায় থাকার পরও তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। কেউ আবার যোগ্য হওয়া সত্ত্বেও কেন  বাড়িতে এসে সমীক্ষা করা হয়নি, সেই প্রশ্ন তুলে ফোন করেছেন। উপভোক্তার কাছ থেকে এই টাকার অংশ চাওয়া হয়েছিল, এমন চারটি অভিযোগ এসেছে। এনিয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে পঞ্চায়েত দপ্তর।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা