রাজ্য

হাইকোর্টে মামলার তালিকা পুস্তক আর বিনামূল্যে নয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর বিনামূল্যে পাওয়া যাবে না কলকাতা হাইকোর্টের নিত্যদিনের মামলার তালিকা সংক্রান্ত পুস্তক। সূত্রের খবর, অর্থ ও কাগজের অপচয় ঠেকাতেই এই পদক্ষেপ। রীতি অনুযায়ী প্রতিদিনের মামলার তালিকা সংক্রান্ত (অ্যাপিলেট সাইড ও অরিজিনাল সাইড) বই ছাপানো হতো। ওই বই হাইকোর্টে তিনটি আইনজীবী সংগঠন বা বারের সমস্ত আইনজীবীর মধ্যে বিতরণ করা হতো বিনামূল্যেই। পুস্তকটি এবার থেকে আর বিনামূল্যে মিলবে না। 
সম্প্রতি বিষয়টি নিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মধুরেশ প্রসাদের বিশেষ কমিটি বৈঠকে বসে। সেখানে আইনজীবীদের তিনটি বারের সদস্যরাও ছিলেন। তাঁদের সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ফেব্রুয়ারি থেকে। ওই বই যাঁরা কিনতে চান ডিসেম্বরের মধ্যেই তাঁদের ফি জমা দিতে হবে। অ্যাপিলেট সাইডের নিত্যদিন ও মাসিক মামলা সংক্রান্ত বই পেতে প্রতিমাসে দিতে হবে যথাক্রমে ১৬১৬ টাকা ও ২৮৮ টাকা (করসহ)। এছাড়া  অরিজিনাল সাইডের নিত্যদিন ও মাসিক মামলা সংক্রান্ত বই পেতে প্রতিমাসে দিতে হবে যথাক্রমে ২৫৬ টাকা ও ৩৬.৪০ টাকা (করসহ)। উল্লেখ্য, হাইকোর্টের প্রতিদিনের মামলা ওয়েবসাইটেও দেওয়া থাকে। ফলে, তা যে কেউ দেখতে পাবেন। 
26d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা