রাজ্য

মুর্শিদাবাদে গোষ্ঠী  সংঘর্ষ, এনআইএ তদন্তের দাবিতে মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বহরমপুর: রবিবারের পর সোমবারও কমবেশি উত্তপ্ত রইল মুর্শিদাবাদের বেলডাঙা। এদিনও দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। তবে পুলিসি তৎপরতায় বড় কোনও হিংসার ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। এর মাঝেই মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেলডাঙায় বেগমবাড়ি সহ কয়েকটি এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ফের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু পুলিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এদিন জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের গাড়ির উপর হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার বেলডাঙায় কার্তিক পুজোর বিসর্জন ছিল। শোভাযাত্রা করে বিসর্জন সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। এদিনও একাধিক বিসর্জন রয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিশাল পুলিস বাহিনী মোতায়েন রয়েছে। 
আজ মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধের জন্য আগেই নির্দেশ জারি করা হয়েছিল। সেই নির্দেশের মেয়াদ আরও বাড়তে পারে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এডিজি সাউথ সহ পুলিসের উচ্চপদস্থ কর্তারা বেলডাঙাতেই রয়েছেন। পরিস্থিতির দিকে নজর রেখেছেন তাঁরা। যাতে আর কোনও হিংসার ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে পদক্ষেপ করছে পুলিস।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা