রাজ্য

আর জি কর: আরও ৫টি ডিভিআর, হার্ডডিস্ক ফরেন্সিকে পাঠাল সিবিআই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে খুন ও ধর্ষণ মামলায় আবার পাঁচটি ডিভিআর ও পাঁচটি হার্ডডিস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাল সিবিআই। এই পরীক্ষার রিপোর্ট হাতে এলে সাক্ষীদের জেরা করা হবে। সোমবার আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে এমনটাই দাবি করেছে এজেন্সি। জেল হেফাজত শেষে এদিন শিয়ালদহ আজালতে ভার্চুয়ালি হাজির করানো হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও হাসপাতালের প্রাক্তন অক্ষ্যক্ষ সন্দীপ ঘোষকে। তাঁরা জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে ফের তাঁদের জেল হেফাজতে পাঠায়। একইসঙ্গে এদিন এই মামলার বিচার পর্বে, সুরতহালে হাজির থাকা ম্যাজিস্ট্রেট, এক চিকিৎসক ও ভিডিওগ্রাফি করা ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করে আদালত।  তদন্ত দ্রুত শেষ করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার দাবি করে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে সিবিআই অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন আর জি করে সাফাই  অভিযান করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এতে অংশ নেন স্বাস্থ্যকর্মী ও জুনিয়র ডাক্তারদের একাংশ। 
আর জি করে খুন ও ধর্ষণ মামলার দুই অভিযুক্তের জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে সিবিআই জানায়, ঘটনার আগে সন্দীপ ও অভিজিতের কোনও যোগাযোগ ছিল কি না জানা প্রয়োজন। বৃহত্তর ষড়যন্ত্র খুঁজে বের করতে এই তথ্য জানা দরকার। কারও প্রতি ব্যক্তিগত আক্রোশ বা ক্ষোভ সিবিআইয়ের নেই। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে যখন প্রমাণ পাওয়া গিয়েছিল, তখন তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।  তদন্ত চলছে সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে।  তদন্তকারীকে সময় দেওয়া হোক। কেস ডায়েরি দেখলে স্পষ্ট হবে তদন্ত কতদূর এগিয়েছে। সুপ্রিম কোর্টে ছ’টি স্টেটাস রিপোর্ট দমা দেওয়া হয়েছে। একইসঙ্গে যে ডিভিআর ও হার্ড ডিস্ক পাঠানো হয়েছে সেগুলির ফরেন্সিক রিপোর্ট পাওয়া না গেলে জানা যাবে না, কী কী তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে। 
অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, ৬৫ দিন হয়ে গিয়েছে। কোনও চার্জশিট জমা পড়েনি। তাঁদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের কোনও অভিযোগ নেই। শুধু তথ্য-প্রমাণ লোপাটের কথাই বলা হচ্ছে। ৬০ দিন পেরনোয় অভিযুক্তরা জামিন পেতেই পারেন। আর নতুন কোনও ধারা যুক্ত করা হয়নি। এমনকী, তাঁদের জামিন দিতে বারণ করেনি উচ্চ আদালতও। খালি মনে হওয়ার ভিত্তিতেই কাউকে আটকে রাখা যায় কি? তথ্য-প্রমাণ লোপাটের প্রমাণ সিবিআই এখনও দেখাতে পারেনি। 
সওয়াল শেষে আদালত জানায়, যদি তথ্য-প্রমাণ লোপাটের জন্য আলাদা মামলা হতো তাহলে তাঁরা জামিন পেতে পারতেন। কিন্তু মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে তাঁদের। তাই জামিন পেতে গেলে উচ্চ আদালতেই যেতে হবে। 
আর জি কর দুর্নীতি মামলাতেও এদিন সন্দীপসহ বাকিদের ভার্চুয়ালি হাজির করানো হলে ২ ডিসেম্বর পর্যন্ত সকলকেই জেল হেফাজতে পাঠানো হয়। এদিকে সঞ্জয় রায় প্রকৃত কয়েদির মর্যাদা পাচ্ছে না, এই অভিযোগ তুলে আজ, মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন আদালত বান্ধব তথা আইনজীবী তাপস ভঞ্জ।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা