রাজ্য

পঞ্চায়েতে দুষ্কৃতী হামলা: সরকারি সম্পত্তি ভাঙচুরে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি সম্পত্তি ভাঙচুর হলে যথাযথ পদক্ষেপ করতে হবে। কাউকেই রেয়াত করা চলবে না। সোমবার পঞ্চায়েত অফিস ভাঙচুর সংক্রান্ত একটি মামলায় এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। 
মালদহের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতে অর্থ তছরুপ মামলায় অভিযোগ, একদল দুষ্কৃতী পঞ্চায়েত অফিসে ঢুকে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধান। ওই ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরে হাইকোর্টে মামলা করেন রতুয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পেশায় স্কুল শিক্ষক আমিরুদ্দিন। তাঁর অভিযোগ, গতবছর সেপ্টেম্বর মাসে সন্ধ্যায় তাঁর অফিসে হামলা চালায় একদল দুষ্কৃতী। পরে পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে। অভিযোগ, ফের একবার তাঁকে বাঁশ দিয়ে প্রহার করা হয় এবং ভাঙচুর চালানো হয় তাঁর অফিসে। তাতে অফিসের কিছু সম্পত্তিও নষ্ট হয়। এরপরই তিনি পুলিসি নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন জানান। 
এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য ওঠে। তখন রাজ্যের তরফে জানানো হয়, পুলিস এই ঘটনার তদন্ত করেছে। তারা চার্জশিটও জমা দিয়েছে। কিন্তু সবটা দেখার পর বিচারপতি ঘোষ প্রশ্ন তোলেন, এক্ষেত্রে এতবড় অভিযোগ। তাও কেন সরকারি সম্পত্তি নষ্টের ধারা যোগ করা হল না? 
এরপরই বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, সরকারি সম্পত্তি নষ্টের ব্যাপারে উপযুক্ত ধারা যোগ করতে হবে। এক্ষেত্রে কাউকেই রেয়াত করা যাবে না। বিচার করা যাবে না কোনও রাজনৈতিক রং। এরপরই বিচারপতি তাঁর নির্দেশে জানান, উপযুক্ত ধারা যোগ করেই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করবে পুলিস। পরবর্তী শুনানি ১৭ জানুয়ারি।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা