রাজ্য

সুশান্ত কাণ্ডে গুলজারকে টাকা দিল কে? খুঁজছেন গোয়েন্দারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শাসকদলের কাউন্সিলার সুশান্ত ঘোষকে খুনের জন্য সুপারি ছিল ৫০ লক্ষের। ঘটনায় অভিযুক্ত গুলজার ওরফে আফরোজ ওরফে ইকবাল পুরো টাকাটা নিজেই ব্যবস্থা করেছিল, নাকি অন্য কেউ তাকে টাকা দিয়েছিল এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে তদন্তকারীরা জেনেছেন পুরো টাকার বরাত ইকবাল পেয়েছিল অন্য একজনের কাছ থেকে। তবে শর্ত ছিল, খতম করতে হবে সুশান্তকে। তবেই মিলবে পুরো টাকা। আগের দু’টো চেষ্টায় সুশান্তকে নিকেশ করতে না পারাতেই এহেন ‘কড়া’ শর্ত চাপিয়েছিল খুনের সুপারি দেওয়া সেই ব্যক্তি। কিন্তু ওই ব্যক্তির এতে নিজের স্বার্থটা ঠিক কী ছিল, সেটা খুঁজছেন তদন্তকারীরা।  
ধৃত ইকবাল ওরফে আফরোজকে জেরা করে তদন্তকারীরা জানতে পারছেন, গুলশন কলোননি এলাকায় সরকারি জলাজমি দখল ও তোলাবাজি সে  করতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় হায়দার আলি। হায়দার তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে কয়েকমাস আগে। তখনই সে পরিকল্পনা করে হায়দারের ‘গুরু’ অর্থাৎ সুশান্তকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। সুশান্তকে হটাতে পারলেই গোটা এলাকার দখল নেওয়া যাবে। বরো চেয়ারম্যানকে খতমের পরিকল্পনা পরপর দু’বার ভেস্তে গেলেও, হাল ছাড়েনি আফরোজ। এবার সে নতুন করে যোগাযোগ করে বিহারের গ্যাংস্টার দীনেশ ওরফে পাপ্পু চৌধুরি গ্যাংয়ের সদস্য ইকবালের সঙ্গে যোগাযোগ করে। ঠিক হয়, ৫০ লক্ষ টাকার ‘সুপারি’ আফরোজ দেবে ইকবালকে। শার্প শ্যুটার আনা হবে বিহার থেকে। আফরোজ জানায়, টাকা দেওয়ার পরেও সুশান্তকে খতমের দুটি অপারেশন ভেস্তে গিয়েছে। তাই ইকবালকে জানায়, অল্প কিছু টাকা অগ্রিম দেওয়া হলেও পুরো পেমেন্ট মিলবে অপারেশন সফল হওয়ার পর। তাতে রাজি হয় ইকবাল। গোয়েন্দাদের প্রথমে সে জানায়, টাকার ব্যবস্থা সে নিজেই করেছে। পরে বলে, এ কাজের জন্য ধার হিসেবে তাকে একজন অর্থ দিয়েছে। সুশান্তকে খতমের জন্য টাকাটা দেওয়া হচ্ছে, সেটা ওই ব্যক্তি জানতেন কি না, প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। 
তদন্তে উঠে আসছে, দলে থাকা চার সদস্যের মধ্যে তিনজন ছিল শার্প শ্যুটার। সকলের বিরুদ্ধে বিহারে অপহরণ লুট, তোলাবাজি, খুল মিলিয়ে ৪০টির বেশি অভিযোগ রয়েছে। হাওড়ায় নামার পর লঞ্চ পেরিয়ে বাবুঘাটে আসে। সেখান থেকে ভাড়া গাড়িতে চড়ে লেক টাউনের কালিন্দি এলাকায় পৌছয়। সেখানে একটি দোকান থেকে তারা মদ কেনে।  ওই দোকান থেকে মেলা সিসি ক্যামেরার ফুটেজ আফরোজকে দেখানো হলে, সে চারজনকেই চিহ্নিত করেছে। তিনজন শার্প শ্যুটার ভাড়া করা হলেও, কেন অপারেশনে আনকোরা যুবরাজ সিংকে পাঠানো হল, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। বাকি অভিযুক্তদের খোঁজে বিহারে তল্লাশি চলছে। গুলশন কলোনি নিয়ে সুশান্ত ঘোষের বক্তব্য, আমি এই ওয়ার্ডে মাত্র আড়াই বছরের কাউন্সিলার। দীর্ঘদিন ধরে চলা অনিয়মের দায় কেন  নেবে? ওই এলাকায় জলাভূমি ভরাট আটকে দিয়েছি। সুশান্তর চ্যালেঞ্জ, আমি আসার পর জলাভূমি-ভেড়ি ভরাট হয়েছে, এমনটা খুঁজে বের করে দিন।  এই ঘটনা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কিছু ক্রিমিনাল এ ঘটনা ঘটিয়েছে।  হামলার মুহূর্তের ছবি।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা