রাজ্য

বিশ্বে প্রথম, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্রেইল ম্যাপ তৈরি করে তাক লাগালেন ২ পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দৃষ্টিহীন শিক্ষক এবং শিক্ষার্থীরা এবার হাতে ছুঁয়েই মানসচক্ষে দেখে ফেলবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সৌজন্যে বিশ্বের প্রথম হাতে তৈরি ব্রেইল ম্যাপ। এমনই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন ইংরেজি বিভাগের দুই পড়ুয়া অস্ত্যর্থা দাস এবং রামেশ্বর চক্রবর্তী। পাঁচ ফুট দীর্ঘ এই ম্যাপটি তৈরি করা হয়েছে কাঠের উপর ২০০০ স্ক্রু জুড়ে। দাবি করা হয়েছে, এদেশের কোনও বিশ্ববিদ্যালয়ে ব্রেইল ম্যাপ নেই। বিদেশের কিছু বিশ্ববিদ্যালয়ে থাকলেও সেগুলি মেশিনে তৈরি। সবদিক থেকেই অনন্য নজির তৈরি করল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
ঈশান চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। তিনি দৃষ্টিহীন। এর আগে তাঁর পড়ুয়ারা যাদবপুর ক্যাম্পাসে ব্রেইল গ্রাফিতি করে তাক লাগিয়েছিলেন। এটিও ছিল কোনও বিশ্ববিদ্যালয়ে প্রথম। অস্ত্যর্থা এবং রামেশ্বর তাঁরই ছাত্রছাত্রী। স্নাতকোত্তরের বিষয় হিসেবে এই দু’জন বেছে নিয়েছিলেন ভারতীয় সাহিত্যে প্রতিবন্ধকতা বা ডিজেবিলিটি ইন ইন্ডিয়ান লিটারেচার বিষয়টি। ঈশানবাবুর কথায়, ‘ওদের বলেছিলাম, পেপার লেখার চাইতে এমন কিছু করো, যেটা সবার কাজে লাগে।’ সেখান থেকেই উঠে আসে ব্রেইল ম্যাপের ভাবনাটি। প্রথমে দু’জন প্লাইউডের ছোট ব্লকে একটি নমুনা তৈরি করে নিয়ে আসেন। সেটি অধ্যাপকের পছন্দ হওয়ায় তৈরি হয় আসল কাজ। অস্ত্যর্থা, রামেশ্বর জানান, গুগল ম্যাপের সাহায্য নেওয়া হয়েছে ঠিকই। তবে, দু’জনকেই গোটা ক্যাম্পাস ঘুরে ঘুরে বিল্ডিংগুলির দূরত্বের আনুমানিক হিসেব করতে হয়েছে। এরপর বড়বাজারের বিশেষ দোকান থেকে কিনে আনা হয় ছোট ছোট স্ক্রু। সেটা দিয়েই তৈরি হয়েছে ম্যাপটি। অধ্যাপক এবং অন্যান্য ছাত্রছাত্রীদের কথায়, রীতিমতো আর্কিটেকচার বিভাগের ছাত্রছাত্রীদের তাক লাগাতে পারে সাহিত্য বিভাগের দুই পড়ুয়ার তৈরি এই ম্যাপটি। চার নম্বর গেটের কাছে ইউজি আর্টস বিল্ডিংয়ের একতলায় ম্যাপটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। যে কোনও শিল্পকর্মের মতো দূর থেকে দেখে নয়, স্পর্শেই পূর্ণতা পাবে সেটি। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা