রাজ্য

প্রথম প্রজন্মের পড়ুয়াদের কথা ভেবে ফের রিভিউ সিলেবাসের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের সিলেবাস শহরমুখী, কলকাতা-কেন্দ্রিক। বিশেষ করে ইংরেজির সিলেবাস ঘিরে এমন অভিযোগ উঠছে। এছাড়া, নীরস, কঠিন এবং প্রসঙ্গবিহীন পাঠ্যাংশ এবং কবিতাও রয়েছে বলে শিক্ষকদের একাংশের দাবি। প্রত্যন্ত গ্রামের প্রথম প্রজন্মের পড়ুয়াদের কাছে এগুলি আকর্ষণীয় তো হবেই না। উল্টে তাদের মধ্যে ইংরেজি বিষয়টি নিয়ে বিরূপ মনোভাব তৈরি হবে। এছাড়াও, বাংলা বিষয়েও বেশ কিছু কবিতা, নাটক গল্প ঘিরেও নানা অভিযোগ রয়েছে। ইতিহাসের সিলেবাস ভীতিপ্রদ বলেও অভিযোগ উঠছে। এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে রিভিউ কমিটির সামনে সিলেবাসগুলিকে ফের পর্যালোচনার জন্য রাখা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
শিক্ষকদের একাংশের মতে, ইংরেজিতে ক্যাথরিন ম্যানসফিল্ডের ছোটগল্প ‘দ্য গার্ডেন পার্টি’ অথবা ‘অমরনাথ’, ‘দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়রশিপ’-এর মতো পাঠ্যাংশ থেকে রসাস্বাদন স্কুল স্তরের পড়ুয়াদের পক্ষে বেশ কঠিন। বিশেষ করে, ইংরেজি যাদের দ্বিতীয় ভাষা। শিক্ষকদের মতে, এগুলি বেশ গভীর, আধ্যাত্মিক পর্যায়ের। স্কুল পড়ুয়াদের পক্ষে বেশ কঠিনই। এছাড়া, বাংলা সিলেবাসে কলম্বিয়ার স্প্যানিশ লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটি গল্প একেবারে আক্ষরিক অনুবাদ করা হয়েছে, যাতে সেটির রসই হারিয়ে গিয়েছে। এছাড়াও রয়েছে অনেক ভুল। ইংরেজি ও বাংলা নির্বিশেষে অনেক বিস্তৃত সিলেবাসের জন্য বরাদ্দ রয়েছে অনেক কম নম্বর। রয়েছে বহু ভুলও। তাছাড়া, দ্বিতীয় সেমেস্টারে গল্প বা পাঠ্যাংশ অনেক বেশি রয়েছে। তা সময়ের মধ্যে শেষ করা কার্যত অসম্ভব বলেই মনে করছেন শিক্ষকরা। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে সিলেবাস পুনর্বিন্যাসের দাবি চিঠি আকারে জমা পড়েছে সংসদের কাছে। সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘সিলেবাসের কিছু অধ্যায়, গল্প, কবিতা অপ্রাসঙ্গিক, রসবিহীন। তাছাড়া, এর বিস্তৃতি ছাত্রছাত্রীদের উপর অনেকটাই চাপের সৃষ্টি করছে। সেই কারণে এই দাবি জানানো হয়েছে।’
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা