কলকাতা

হাবড়ায় স্ত্রী ও মেয়েকে নৃশংস  খুন, দোষীর যাবজ্জীবন সাজা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাতবছর আগে মেয়ে ও স্ত্রীকে খুনের অভিযোগে হাবড়া থানার পুলিসের হাতে গ্রেপ্তার হয় শেখর দেবনাথ। সোমবার অভিযুক্ত শেখরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালতের বিচারক। ১০ হাজার টাকার জরিমানাও হয়েছে তার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানার মছলন্দপুর বিশ্বাসহাটির শেখর দেবনাথের পোশাকের কারখানা ছিল। সেটি ২০১৭ সালে বন্ধ হয়ে যায়। আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। অনেকের কাছে টাকা ধার নেন। স্ত্রী মিঠু দেবনাথ ও ১৫ বছরের মেয়ে পূজাকে নিয়েই ছিল সংসার। ২০১৮ সালের ১৯ মার্চ বিকেলে বাড়িতে ছিল পূজা। মেয়ে ও বাবা ঘরেই ছিল। মা মিঠু পাশের দোকান থেকে কিছু কিনতে যান। সেই সময় মেয়ের মাথায় কাঠের ভারী কিছু দিয়ে আঘাত করে শেখর। মেঝেতে লুটিয়ে পড়ে পূজা। কিছুক্ষণ পরে ঘরে আসেন মিঠু। তখন তাঁকেও মাথায় মারা হয়। মৃত্যু নিশ্চিত করতে দু’জনের গলায় দড়ির ফাঁস লাগিয়ে দেয় সে। দুর্গন্ধ যাতে বেশি না ছড়ায়, সেজন্য দেহ দু’টি প্লাস্টিকে জড়িয়ে খাটের নীচে রেখে দিয়েছিল। খুনের পরের দু’দিন বাড়িতেই ছিল শেখর। দেহের সামনে সে মদ আর বিরিয়ানি খেয়েছিল। 
মিঠুকে দেখতে না পেয়ে পড়শিদের সন্দেহ হয়। পরে পূজার বন্ধুরা পরীক্ষা দিতে যাওয়ার জন্য ডাকতে এলে রহস্য প্রকাশ্যে আসে। শেখর জানায়, আমার মেয়ে ও স্ত্রী আর নেই! মছলন্দপুর ফাঁড়ির পুলিস এসে খাটের নীচ থেকে মা ও মেয়ের জোড়া দেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে খুন সহ তথ্য প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করে পুলিস। মামলা চলে বারাসত আদালতে। এই ঘটনার তদন্তে কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর শেখর দেবনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিস। অবশেষে ২৬ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সোমবার সাজা ঘোষণা হল। এ নিয়ে সরকারি আইনজীবী মৃণালকান্তি দাস বলেন, দোষীর সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড সহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের জেল হয়েছে। এছাড়া একবছর সশ্রম কারাদণ্ড সহ ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দু’মাসের অতিরিক্ত জেল হেফাজতের নির্দেশ হয়েছে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা