কলকাতা

হৃদরোগে মৃত্যু তিমির, জানাল ময়নাতদন্ত, সাগরের সুমতিনগর

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সাগরদ্বীপে যে তিমির দেহ উদ্ধার হয়েছে প্রায় ১৩ দিন আগে তার মৃত্যু হয়েছিল হৃদরোগে। সোমবার ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এ কথা জানা গিয়েছে। এই স্তন্যপায়ী মাছটির দেহের দু’টি স্তরে পচন ধরে গিয়েছিল। দুর্গন্ধ ছড়াচ্ছিল। সে অবস্থায় ভেসে রবিবার চলে এসেছিল সুমতিনগরের নদীর চরে। কয়েকদিন আগে কুড়ি ফুট লম্বা একটি জীবন্ত তিমি চলে এসেছিল। সেটি ছিল বালিন প্রজাতির। মৃত তিমিটিও ওই একই প্রজাতির। তবে এটি শিশু। মাত্র আট ফুটের মতো লম্বা।
বনবিভাগ তিমির দেহ উদ্ধার করে পাঠিয়েছিল ময়নাতদন্তে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাণীটির শরীরের বাইরে বা ভিতরের অংশে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তার বিষয়ে আরও তথ্য জানতে দেহাংশের নমুনা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হবে। এছাড়াও বিস্তারিত গবেষণার জন্য দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পরপর দু’বার এই অঞ্চলে একই প্রজাতির তিমি চলে আসার ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়েছে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, এ বিষয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজন। এর আগেও বকখালি সমুদ্র সৈকতে অন্য এক প্রজাতির তিমির দেহ মিলেছিল। দিকভ্রষ্ট হয়েই কি এদিকে চলে আসছে তারা? তিমি বিশেষজ্ঞদের একটি অংশের বক্তব্য, বালিন তিমি সমুদ্রের গভীর জলের প্রাণী। কোনওভাবে অগভীর জলে ঢুকে পড়লে সমস্যায় পড়ে যায়। তখন জলের স্রোতই  হয় তাদের অন্যতম ভরসা। তাতে গা ভাসিয়ে দিকভ্রষ্ট হয়ে অন্যত্র চলে যায়। এক সমুদ্র থেকে ঢুকে পড়ে অন্য সমুদ্রে। এক্ষেত্রে সম্ভবত এমনই কিছু হয়েছে। তারপর দীর্ঘপথ যাত্রার কারণে অসুস্থ হয়ে পড়ে। তবে এসবই অনুমান। মৃত্যুর সঠিক কারণ জানতে বিস্তারিত গবেষণার প্রয়োজন। -নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা