কলকাতা

বারুইপুরে আদি গঙ্গার পাড়ে সেচদপ্তরের জায়গা দখল করে একের পর এক দোকান

সংবাদদাতা, বারুইপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সরকারি জায়গা কোনওভাবেই দখল করা যাবে না। কিন্তু বারুইপুরে আদি গঙ্গার পাড়ে সেচদপ্তরের জায়গা দখল করে গজিয়ে উঠেছে একের পর এক দোকান। এমনকী অধিকাংশ দোকানে বৈদ্যুতিক মিটারও দিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, খোদ ব্লক প্রশাসন, বিদ্যুৎ দপ্তর, পঞ্চায়েত সদস্যকে জানিয়ে এই কাজ হয়েছে। অনেক দোকান এমনভাবে নির্মাণ হয়েছে যে, পিছনের অংশে বাঁশ গঙ্গার উপরেই পোঁতা হয়েছে। এর ফলে পাড়ের মাটি আলগা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শাসকদলের এক অংশের মদতেই এই কাজ হচ্ছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে বসে। এই প্রসঙ্গে স্থানীয় শিখরবালি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান সুজয় সাফুই বলেন, এই নির্মাণ আমার সময়ে হয়নি। তবে বিষয়টি দেখা হবে। এই ব্যাপারে মগরাহাট ড্রেনেজ ডিভিশনের অতিরিক্ত বাস্তুকার বলেন, এই ব্যাপারে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি দ্রুত দেখা হবে।  
বারুইপুরের বংশী বটতলা থেকে শাসন পর্যন্ত বাইপাস এলাকায় গেলে এই চিত্র নজরে পড়বে। টিনের ছাউনি দিয়ে ছোট-বড় দোকান জমিয়ে বসে গিয়েছে। এমনকী, কিছু জায়গায় বাঁশের কাঠামো রেডি করে রাখা হয়েছে দোকান নির্মাণের জন্য। ব্যাগের দোকান থেকে শুরু করে চায়ের দোকান, মোটর বাইক সারানোর দোকান– সব দোকানই মিলবে এই এলাকায়। ৩০টির বেশি দোকান নির্মাণ হয়েছে। একটি চায়ের দোকানের মালিক বৃদ্ধা আশালতাদেবী বলেন, যে যার মতো আমরা দোকান করে নিয়েছি। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ব্লক প্রশাসনকে জানিয়ে এই দোকান বসিয়ে দিয়েছিলেন। বিদ্যুৎ অফিস থেকে মিটারও দিয়েছে। আমার থেকেই অন্যরাও মিটার করে নিয়েছে। আর এক দোকানদার দেবাশিস প্রামাণিক বলেন, পঞ্চায়েত সদস্য আমার কাকিমা হন। কাকিমাই আমাকে বসিয়ে দিয়েছেন। এই দোকানের আয় থেকেই আমার চলে। একটি ব্যাগ দোকানের মালিক অজয় মণ্ডল বলেন, আমরা সবাই স্থানীয় বাসিন্দা। পঞ্চায়েত সদস্য, ব্লক প্রশাসনকে জানিয়ে আমরা এই জায়গায় দোকান করে বসেছি।
নিজস্ব চিত্র
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা