কলকাতা

বিহারে আক্রান্ত কেদারনাথ ফেরত বাঙালি পর্যটকরা 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। কেদারনাথ থেকে ফেরার পথে একদল বাঙালি পর্যটক ট্রেনের মধ্যেই ভয়াবহ আক্রমণের শিকার হলেন। তাঁদের মারধর করেই ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা, ছিনতাই করে নেওয়া হয়েছে তাঁদের জিনিসপত্রও। মঙ্গলবার হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত এস ৯ কামরায় এই ঘটনা ঘটে। মারধরে জখম হল শিশু সহ প্রায় ১০ জন যাত্রী। তাঁরা হাওড়ায় নেমে রেলের এই অব্যবস্থা ও দুষ্কৃতী হামলার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তীর্থ করে ফিরে আসার পথে এভাবে ট্রেনের মধ্যেই বিপদে পড়তে হবে, ভাবেননি কেউই। 
 ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, হৃষিকেশ থেকেই হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেসে উঠেছিল কেদারনাথ ফেরত পর্যটকদের দলটি। ট্রেন যখন বিহার দিয়ে আসছিল, সেই সময় কোনও একটি স্টেশনে আচমকা কয়েকজন উঠে সংরক্ষিত আসন দখলের চেষ্টা করে। তাদের কাছে কোনও টিকিট না থাকা সত্ত্বেও রীতিমতো গাজোয়ারি শুরু করে তারা। কয়েকজন যাত্রী প্রতিবাদ করলে আক্রান্ত হন। কামরার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে এই কাণ্ড চললেও রেল পুলিসের দেখা পাওয়া যায়নি।  বিশ্বজিৎ ভট্ট নামে এক জখম যাত্রীর মাথায় ব্যান্ডেজ করতে হয়। তিনি বলেন, ‘ট্রেনে উঠেই ওরা কয়েকজন ক্রমাগত আমাদের হুমকি দিতে থাকে। বলে, আমাদের সংরক্ষিত আসন তাদের জন্য ছেড়ে দিতে হবে। আমরা ওদের কথা না শুনে বসে থাকি। কিছুক্ষণ পরে আসে কুদরা স্টেশন। সেখানে ট্রেন থামতেই কয়েকজন ছুরি, লাঠি নিয়ে হামলা চালায় আমাদের উপর। আমাদের সবাইকেই বেধড়ক মারধর করা হয়। সঙ্গে থাকা ছ’বছরের শিশুকেও ছাড়েনি ওরা। এমনকী ট্রেনের মধ্যেও তারা ভাঙচুর চালায়। ট্রেনের জানালার কাচ ভেঙে দেওয়া হয়। বিশ্বজিৎবাবু আরও বলেন, ‘এই তাণ্ডবের ঘটনা আমরা রেলের নিরাপত্তাকর্মীদের জানাই। কিন্তু কোনওরকম সহায়তা পাইনি তখন। আমরা এক দুষ্কৃতীকে আটকানোর চেষ্টা করলে পুলিসই বরং তাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়।’ 
 জখম যাত্রীরা হাওড়া স্টেশনে নামার পর তারা জিআরপির কাছে অভিযোগ জানাতে যান। স্টেশনেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি নিয়ে পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে রেলের তরফে তদন্ত করা হচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা