কলকাতা

দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই বাতিল করা হচ্ছে আধার কার্ড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই আধার কার্ড বাতিল করা হয়েছে। যাদের কাছ থেকে এদেশের নাগরিক হওয়ার মতো পর্যাপ্ত নথি মেলেনি, তাদের আধার বাতিল করা হচ্ছে। দেশে বেআইনি ভাবে থেকে যাওয়া বিদেশি নাগরিকদের জন্য এই পদক্ষেপ করা হয়েছে। আধার কার্ড বাতিল হওয়াকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় হলফনামা দিয়ে এমনটাই জানাল কেন্দ্র। 
বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কিন্তু এর কোনও সঠিক কারণ পাওয়া যাচ্ছে না। যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘জয়েন্ট ফোরাম এগেইনস্ট এনআরসি’ নামে একটি সংগঠন। মামলায় তাদের তরফে দাবি করা হয়, আইনের যে ধারায় আধার কার্ড বাতিল করা হচ্ছে, সেই আইনের গ্রহণযোগ্যতা নেই। উল্টে জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানায় কেন্দ্র। মৌখিক শুনানির পর কেন্দ্রকে বিষয়টি নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় প্রধান  বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। সেই মতো এদিন হলফনামা জমা দিয়ে কেন্দ্র দাবি করেছে, প্রাথমিকভাবে আধার ডেটাবেস থেকেই শনাক্তকরণের কাজ চলছে। যারা বেআইনি ভাবে এদেশে বসবাস করছেন, তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছে, তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ। শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা