কলকাতা

লক্ষ্য মতুয়া ভোট, ছক কষছে সব পক্ষ

সংবাদদাতা, বনগাঁ: লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই এসে পড়েছে উপ নির্বাচন। বাগদার মতো মতুয়া অধ্যুষিত অঞ্চলে এবারও রাজনৈতিক দলগুলির ‘টার্গেট’ মতুয়া ভোটই। সেই লক্ষ্যেই এগচ্ছে তৃণমূল-বিজেপির নির্বাচনী পরিকল্পনা। মতুয়া সম্প্রদায়ের ভোট নিশ্চিত করতে তৃণমূল প্রার্থী করেছে ঠাকুরবাড়ির সদস্যা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। মতুয়া মুখ বিনয়কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি। অপরদিকে, ফরওয়ার্ড ব্লকের গৌর বিশ্বাসকে প্রার্থী করে লড়াইয়ে নেমেছে বাম শিবির। তিনি ফরওয়ার্ড ব্লকের পাঁচবারের বিধায়ক কমলাক্ষী বিশ্বাসের ছেলে। গৌরবাবু বলেন, ‘ঠাকুরকে শ্রদ্ধা জানাই। তবে রাজনীতি আর ঠাকুরকে শ্রদ্ধার ক্ষেত্রটা আলাদা। ধর্ম ও রাজনীতি কখনওই মেলানো উচিত নয়।’ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাম প্রার্থী আরও বলেন, ‘বিগত দিনে বামেদের শক্ত ঘাঁটি ছিল বাগদা। গত কয়েকটি নির্বাচনে আমরা সেভাবে লড়াই করতে পারিনি। তবে এবার মানুষ আমাকেই জয়ী করবে বলে আমার বিশ্বাস।’
বাগদা বিধানসভায় প্রায় ২ লক্ষ ৮৬ হাজার ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় ৬০ শতাংশই মতুয়া সম্প্রদায়ভুক্ত। একসময় ‘মতুয়া গড়’ বাগদায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে বিজেপির প্রভাব-প্রতিপত্তি বাড়তে শুরু করে। সেবার লোকসভা ভোটে বাগদার মানুষের ব্যাপক সমর্থন পায় বিজেপি। তাদের প্রার্থী শান্তনু ঠাকুর মতুয়াদের সিএএ’র মাধ্যমে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনায়াসে মতুয়া-মন জিতে নেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও একই ইস্যুতে সাফল্য ধরে রাখে গেরুয়া শিবির। ২০২৪ সালে লোকসভার ফলাফলে দেখা গেল, বাগদায় সেই ধারা অব্যাহত রয়েছে। এই ভোটে বাগদা বিধানসভা এলাকায় ২০ হাজার ৬১৮ ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এই অবস্থায় জয়ের ধারা ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। কিন্তু প্রার্থী নিয়ে দলের অন্দরেই বিস্তর জলঘোলা হওয়ায় চাপ বেড়েছে পদ্ম-পার্টির। এদিকে, ভোট ঘোষণা হওয়ার পরই মতুয়াদের মধ্যে থেকে তৃণমূল প্রার্থী চেয়ে বাগদায় সভা করে মতুয়াদের একাংশ। তাদের দাবি মেনে নেয় তৃণমূল। ঠাকুরবাড়ির সদস্যাকে প্রার্থী করেই বাগদা পুনর্দখল করতে চাইছে তারা। এই আবহে বাগদায় তৃণমূলের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। একাধিক স্থানীয় তৃণমূল নেতা প্রার্থীপদের দাবিদার ছিলেন। তাঁদের কারও ভাগ্যে শিকে না ছেঁড়ায় তাঁরা দলের অন্দরে ও ঘনিষ্ঠ বৃত্তে ক্ষোভ উগরে দিচ্ছেন বলে খবর। সেই ক্ষোভ ভোটে কতটা প্রভাব ফেলবে বা আদৌ প্রভাব ফেলবে কি না, তা এখন লাখ টাকার প্রশ্ন। আপাতত মতুয়া ভোটব্যাঙ্ক নিশ্চিত করতেই তৎপর বিবদমান রাজনৈতিক দলগুলি।
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা