কলকাতা

‘ভয় দেখিয়েছি, মারতে হলে শোরুমে ঢুকে গুলি চালাতাম’, বেউড় জেল থেকে ব্যবসায়ীকে ফের হুমকি সুবোধের

নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রথমে গাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি। তারপর থানার মধ্যেই ব্যবসায়ীকে ফোন করে হুমকি। এর ২৪ ঘণ্টা পরও ব্যবসায়ী অজয় মণ্ডলের পিছু ছাড়েনি কুখ্যাত মাফিয়া ডন সুবোধ সিং। বেউড় জেল থেকে রবিবার ফের তার ফোন আসে অজয়বাবুর কাছে। ৬ মিনিটের সেই হোয়াটসঅ্যাপ কলে অবশ্য এদিন হুমকির থেকে নরমে-গরমে পরামর্শই ছিল বেশি। চুপচাপ ডিল সেরে নেওয়ার। তাতে অজয়বাবুর লাভের খতিয়ান সম্পর্কে সম্যক একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে। কী লাভ? স্থানীয় কোনও দাদাকে আর গুন্ডাট্যাক্স দিতে হবে না। সবকিছু সুবোধই সামলে নেবে। একেবারে একজানালা ব্যবস্থা। কিন্তু ডিল না করলে কী পরিণাম হবে, হিমশীতল গলায় তাও বুঝিয়ে দিয়েছে সুবোধ। বলেছে, ‘শনিবার শুধু ভয় দেখিয়েছি। মারার হলে শোরুমে ঢুকে ৫০ রাউন্ড গুলি চালিয়ে ফিনিশ করে দিতাম। তোমায় গুলি করা এমন কী বিষয়?’ চরম আতঙ্কে ওই ব্যবসায়ী পুলিসের কাছে নিরাপত্তা চেয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, পুলিসি নিরাপত্তা ছাড়া তিনি আর বাড়ি থেকে বের হবেন না।
শনিবারের ঘটনার আতঙ্কে রবিবার দিনভর বাড়িতেই ছিলেন অজয়বাবু। দুপুর দেড়টা নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে ফোন আসে সুবোধের। বলে, ‘আমি তোমাকে আগে ২০ বার ফোন করেছি। তুমি ফোন ধরোনি। তবে আমি বলছি, আজ থেকে ভয়ের কিছু নেই। বসে কথা বলে নাও। কোনও সমস্যা থাকবে না। ভালো করে ব্যবসা করো। তোমার সব দায়িত্ব আমার। কোনও ক্রিমিনাল কিছু করবে না। কোনও গুন্ডা তোমায় ফোন করলে আমাকে বলবে। আমি দেখে নেব সব। কেউ কিছু করতে পারবে না। পরে কথা হবে।’ এই কথোপকথনের পর অসুস্থ হয়ে পড়েন অজয়বাবু। তবে শুধু অজয়বাবু নন, শনিবারের পর রবিবার হুমকি ফোন এসেছে প্রোমোটার তাপস ভগতের কাছেও।
বিকেলে বারাকপুরের তালবাগানের বাড়িতে বসে অজয়বাবু বলেন, ‘চরম আতঙ্কে আছি। ব্যবসা করলে সবাইকে তুষ্ট করে চলতে হয়। প্রতিটি প্রোজেক্টে কত লাভ হতে পারে সেই অঙ্ক কষে ১০ শতাংশ হারে টাকা চাইত শাহজাদা। ২০০৫ সাল থেকে ওকে টাকা দিয়ে আসছি। থানায় যতবার অভিযোগ জানিয়েছি, প্রতিবার ওদের টাকার দাবি দ্বিগুণ হয়েছে। টিটাগড়ে সামান্য দোকান কিনতে হলেও ওদের টাকা না দিয়ে কেউ কিছু করতে পারে না। ব্যবসা করতে গেলে সব দাদাকে তুষ্ট রাখতে হয়। কিন্তু এভাবে হুমকি ও খুনের চেষ্টা হবে ভাবিনি। এদিনও সুবোধ সিংকে বলেছি, তোমার নম্বর আমি বুঝতে পারিনি। জানলে কথা বলতাম।’ 
পুলিস সূত্রের খবর, ঘটনার দিন দুষ্কৃতীদের ব্যবহার করা বাইকটি বেলঘরিয়া স্টেশনের পাশ থেকে এদিন উদ্ধার হয়েছে। সঙ্গে ছিল দু’টি হেলমেট। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অজয়বাবুর অভিযোগের তিরে থাকা শাহজাদার টিটাগড়ের তিনটি বাড়িই শনিবার থেকে তালাবন্ধ।  বারাকপুরের সিপি অলক রাজোরিয়া বলেন, ‘তদন্ত চলছে।’ 
9d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা