খেলা

অভিজ্ঞ লোকেশের উপরই আস্থা ভারতের

নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দামামা বেজে গিয়েছে। ১৯ সেপ্টেম্বর চিপকে শুরু প্রথম টেস্ট। তার প্রস্তুতির জন্য বৃহস্পতিবার চেন্নাইয়ে জড় হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। শুক্রবার শুরু প্রস্তুতি শিবির। ঘোষিত স্কোয়াডে থাকা যে ক্রিকেটাররা দলীপ ট্রফিতে অংশ নিয়েছিলেন, তাঁরা অবশ্য এর মধ্যেই প্রস্তুতির মধ্যে রয়েছেন। চেন্নাই টেস্টের পর দুই দল উড়ে যাবে কানপুর। সেখানেই দ্বিতীয় টেস্ট। তারপর রয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
পাকিস্তানে গিয়ে সদ্য হোমটিমকে ২-০ করে এসেছেন বেঙ্গল টাইগার্সরা। নিজেদের দেশে এরমধ্যেই প্রস্তুতি শুরু করেও দিয়েছে তারা। মিরপুরের ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। ভারতকে এর আগে কখনও টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ। তবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সাকিব আল হাসানদের হাল্কাভাবে নেওয়া বোকামি হবে। যশপ্রীত বুমরাহর বিশ্রাম কাটছাঁট করে তাঁকে প্রথম টেস্টের দলে নিয়ে আসাতেই পরিষ্কার, জাতীয় নির্বাচকরা সেরা দলই নামাতে চাইছেন মাঠে। 
প্রশ্ন উঠছে ভারতের সম্ভাব্য প্রথম এগারো নিয়ে। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী যশস্বী জয়সওয়াল। তিনে শুভমান গিল, চারে বিরাট কোহলি। কিপার হিসেবে খেলবেন ঋষভ পন্থ। চর্চা চলছে মিডল অর্ডারে আর একজন ব্যাটসম্যান হিসেবে কার পাল্লা ভারি তা নিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কেড়েছিলেন মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান। অভিষেক টেস্টের দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেন তিনি। আক্রমণাত্মক মেজাজে পাঁচ ইনিংসে ৫০ গড়ে তাঁর সংগ্রহ ২০০ রান। তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে ব্যাট হাতে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। বরং লোকেশ রাহুলের উপরই আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। দলীপ ট্রফিতে কয়েকদিন আগেই অর্ধশতরান করেছেন তিনি। সেখানে সরফরাজ পঞ্চাশের গণ্ডি পেরতে ব্যর্থ। স্কোয়াডে থাকা সত্ত্বেও তাঁকে দলীপ ট্রফির পরের রাউন্ডের ম্যাচ খেলতে পাঠানো হয়েছে। অন্যদিকে, চেন্নাইয়ের শিবিরে যোগ দেবেন লোকেশ। কে খেলবেন বাংলাদেশের বিরুদ্ধে, তা এতেই পরিষ্কার।
ভারতীয় দল আসলে মাথায় রাখছে বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। গত দু’বার ব্র্যাডম্যানের দেশে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে ভারত। তার হ্যাটট্রিক করাই এবার লক্ষ্য। অন্যদিকে, প্যাট কামিন্সের দল ঘরের মাঠে এবার জবাব দিতে মরিয়া। এই সিরিজে অভিজ্ঞতার প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে। আর তাই লোকেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০১৫ সালে সিডনি টেস্টে শতরান করেছিলেন তিনি। শেষ তিন টেস্টের মধ্যে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি রয়েছে তাঁর। চোট পাওয়ার ঠিক আগে হায়দরাবাদ টেস্টে করেন ৮৬। আর তাঁকে বাদ দেওয়া হয়নি। চোটের জন্য তিনি খেলার পরিস্থিতিতে ছিলেন না। ঘরোয়া ক্রিকেট খেলে তাঁর দলে ফেরা তাই বোর্ডের নীতিকেই প্রতিষ্ঠা করছে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে আরও দুটো জায়গা নিয়ে ভাবনা রয়েছে। তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদব নাকি অক্ষর প্যাটেল, কে খেলবেন তা পরিষ্কার নয়। দ্বিতীয় পেসার হিসেবে মহম্মদ সিরাজ নাকি আকাশ দীপ, তা নিয়েও পক্ষে-বিপক্ষে যুক্তি জোরদার।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা