খেলা

আজ ফ্রান্সকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি নেদারল্যান্ডস

লিপজিগ: নাকের উপর সাদা টেপ দিয়ে আটকানো মোটা ব্যান্ডেজ। মাঝেমধ্যেই হাত দিয়ে তা স্পর্শ করার চেষ্টা করছেন। যাবতীয় ব্যথাকে উপেক্ষা করে হাসিমুখেই নেদারল্যান্ডস ম্যাচের জন্য প্রস্তুতিতে নেমে পড়লেন কিলিয়ান এমবাপে। দেখে কে বলবে, গত ম্যাচেই প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাকের হাড় ভেঙেছে। করাতে হবে অস্ত্রোপচার। তবে অনুশীলনে বেশ চনমনে দেখাল ফরাসি তারকাকে। সতীর্থদের সঙ্গে মজা করেছেন। কোচের সঙ্গে সারছেন আলাপচারিতা। আর এমবাপেকে রেখেই ডাচ বধের ব্লু-প্রিন্ট সাজাচ্ছেন দিদিয়ের দেশঁ।
ইউরোর গ্রুপ পর্বে প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে কোনওক্রমে জয় দিয়ে মাঠ ছাড়ে ফরাসি ব্রিগেড। প্রতিপক্ষ ফুটবলারের আত্মঘাতী গোলে তিন পয়েন্ট নিশ্চিত করেন কান্তে-গ্রিজম্যানরা। জিতলেও ফ্রান্সের খেলা অনুরাগীদের মন ভরাতে পারেনি। তারউপর ম্যাচের শেষলগ্নে এমবাপের চোট চিন্তা বাড়িয়েছিল কোচ দেশঁর। চোট এতটাই গুরুতর যে একটা সময় ফরাসি তারকার বাকি টুর্নামেন্টে খেলা নিয়ে দেখা দেয় প্রশ্নচিহ্ন। তবে কিছুটা ঝুঁকি নিয়েও অস্ত্রোপচারের পথে না হেঁটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এমবাপে। তবে মাঠে নামার জন্য বিশেষ মাস্ক ব্যবহার করতে হবে তাঁকে। উল্লেখ্য, ইউরোর বাছাই পর্বে দু’টি ম্যাচেই ডাচদের বিরুদ্ধে জোড়া গোল রয়েছে এমবাপের। কোচ দেশঁ অবশ্য দলের সেরা অস্ত্রকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। তাঁর কথায়, ‘এমবাপে দলের সেরা অস্ত্র। তাই ওকে আগলে রাখা আমার কর্তব্য। গত ম্যাচের চোটের পর কিছুটা হলেও ভয় পেয়েছিলাম। তবে এখন ও অনেকটাই সুস্থ। ডাক্তারের পরামর্শ মেনেই আমরা এগব।’ শুক্রবার সম্ভবত এমবাপেকে বেঞ্চে রেখেই দল সাজাতে পারেন দেশঁ। সেক্ষেত্রে প্রথম একাদশে ফিরতে পারেন বর্ষীয়ান অলিভার জিরু।
গত কয়েক বছরে মুখোমুখি সাক্ষাতে নেদারল্যান্ডসকে বারবার টেক্কা দিয়েছে ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ছ’বারের মধ্যে পাঁচবার শেষ হাসি হেসেছে দেশঁ ব্রিগেড। শুক্রবার ইউরোর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাই কিছুটা হলেও এগিয়ে ফ্রান্স। তবে রোনাল্ড কোম্যানের প্রশিক্ষণে এবারের ইউরোতে ভালো কিছু করতে মরিয়া ডাচ-ব্রিগেড। প্রথম ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। তবে দলের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ কোম্যান। বিশেষত সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে আরও বেশি নিখুঁত হতে হবে বলেই মত তাঁর। শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে ডাচ কোচ জানান, ‘গত ম্যাচে আমাদের ৪-১ ব্যবধানে জেতা উচিত ছিল। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছি। তবে পিছিয়ে পড়েও ছেলেরা যেভাবে লড়াইয়ে ফিরেছে তাতে আমি সন্তুষ্ট। ফ্রান্সের বিরুদ্ধে গত কয়েকটি ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে যে কোনও প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে।’ উল্লেখ্য, গত ম্যাচে অস্ট্রিয়ার ‘রাফ অ্যান্ড টাফ’ ফুটবলের সামনে বেশ বেসামাল দেখায় গ্রিজম্যানদের। তাই প্রতিপক্ষকে টেক্কা দিতে ডাচ কোচ কোম্যানও সেই পন্থাই অবলম্বন করতে পারেন।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা