খেলা

জয় দিয়ে যাত্রা শুরু ফ্রান্স, রোমানিয়ার

মিউনিখ: আত্মঘাতী গোলে জিতলেও মন ভরল না ফ্রান্সের খেলায়। মনে হচ্ছিল, ইউরো কাপের আসরে সেরা পারফরম্যান্স মেলে ধরার জন্য এখনও পুরোপুরি তৈরি নন দেশঁর ছেলেরা। ৩৮ মিনিটে এমবাপের ক্রস অস্ট্রিয়ার সেন্টার ব্যাক উবেরের মাথায় লেগে গোলে ঢুকে যায় (১-০)।  তারপর সমতা ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায় অস্ট্রিয়া। কিন্তু প্রথমার্ধে লিড ধরে রাখতে সফল হয় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের গোলের জন্য ঝাঁপায় ‘লে ব্লুজ’। ৫৫ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করেন এমবাপে। প্রতিপক্ষ গোলরক্ষকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি রিয়াল তারকা। শেষ দিকে আক্রমণের ঝাঁঝ বাড়ায় অস্ট্রিয়া। তবে ফরাসি গোলরক্ষক দক্ষ হাতে তা প্রতিরোধ করেন। ৮৮ মিনিটে নাকে চোট পান এমবাপে। তাঁকে তুলে নেন ফরাসি কোচ। 
এদিকে, শুরুটা মধুর হল না ইউক্রেনের। সোমবার রোমানিয়ার কাছে ০-৩ ব্যবধানে বশ মানল তারা। তিন গোলদাতা নিকোলাই স্ট্যানসিউ, রাজভান মারিন ও ডেনিস ড্রাগাস। উল্লেখ্য, দীর্ঘ ২৪ বছর পর ইউরোতে জয় পেল রোমানিয়া। শেষবার ২০০০ সালে ইংল্যান্ডকে হারিয়েছিল তারা। ২৯ মিনিটে গোলরক্ষক লুনিনের ভুলে গোল হজম করে ইউক্রেন। সতীর্থদের ব্যাকপাস ধরে ভুলবশত প্রতিপক্ষ প্লেয়ারের পায়ে বল তুলে দেন রিয়াল মাদ্রিদের গোলকিপার। সুযোগের সদ্ব্যবহারে ভুল হয়নি রোমানিয়ার অধিনায়ক স্ট্যানসিউয়ের। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে জাল কাঁপান তিনি (১-০)। ৫৩ মিনিটে রোমানিয়ার দ্বিতীয় গোলেও দায় এড়াতে পারবেন না লুনিন। মারিনের শট ইউক্রেনের গোলরক্ষকের হাতের নীচ দিয়ে জালে আশ্রয় নেয় (২-০)। চার মিনিট পরেই রোমানিয়ার জয় নিশ্চিত করেন ড্রাগাস (৩-০)।
রোমানিয়া-৩                  :               ইউক্রেন-০
অস্ট্রিয়া-০                      :               ফ্রান্স-১
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা