খেলা

জিতেও মন ভরাতে ব্যর্থ ইংল্যান্ড

জেলসেনকির্চেন: প্রতিটি মেগা টুর্নামেন্টের আগেই ইংল্যান্ডকে নিয়ে হাইপ তোলে ইংলিশ মিডিয়া। তবে মাঠের খেলায় সেই প্রতিফলন ঘটে না। এবার ইউরোর প্রথম ম্যাচেও তার অন্যথা হয়নি। রবিবার গ্রুপ সি’র ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিততে কালঘাম ছুটল গ্যারেথ সাউথগেটের তারকাখচিত দলের। ম্যাচের একমাত্র গোলদাতা জুড বেলিংহ্যামই হয়ে উঠলেন থ্রি-লায়ন্সদের উদ্ধারকর্তা।
মূল্যবান তিন পয়েন্ট এলেও ইংল্যান্ড শিবিরে উদ্বেগের মেঘ স্পষ্ট। কারণ, পুরো ম্যাচে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে মাত্র তিনটি শট নিতে পেরেছেন হ্যারি কেনরা। তাছাড়া রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে মাঝমাঠে খেলিয়েও সমালোচনার মুখে পড়েছেন কোচ সাউথগেট। রবিবার ৪-২-৩-১ ফর্মেশনে দল নামিয়েছেন তিনি। সিঙ্গল স্ট্রাইকারে হ্যারি কেনের পিছনে ফিল ফোডেন, বেলিংহ্যাম ও বুকায়ো সাকা। অন্যদিকে, সার্বিয়ার কোচ ড্রাগন স্টোজকোভিচ বেছে নিয়েছিলেন ৫-৪-১ রক্ষণাত্মক স্ট্র্যাটেজি। তবে ১৩ মিনিটেই দুরন্ত ডাইভিং হেডে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন বেলিংহ্যাম। ডানদিক থেকে সাকার ডিফ্লেক্টেড ক্রস মাথার বিষাক্ত ছোবলে জালে জড়ান তরুণ মিডিও। শুধু এই গোলই নয়, সার্বিয়ার বিরুদ্ধে পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন ডেকলান রাইসও। তবে ফিল ফোডেনকে একেবারে নিস্প্রভ দেখিয়েছে। আর হ্যারি কেনের কথা যত কম বলা যায় তত ভালো। প্রথমার্ধে মাত্র একবারই বল স্পর্শ করতে পেরেছেন তারকা স্ট্রাইকার।
সমতায় ফেরার লক্ষ্যে দ্বিতীয়ার্ধে ৫-৪-১ ছেড়ে ৫-৩-২ ফর্মেশন বেছে নেন সার্বিয়ান কোচ। এই পর্বে ইংল্যান্ডকে বেশ চাপেই রেখেছিলেন স্যাভিচরা। মাঝমাঠে আর্নল্ডের দুর্বলতা কাজে লাগিয়ে একাধিকবার ইংল্যান্ডের রক্ষণে ভয় ধরান ডুসান ভ্লাহোভিচ, মিত্রোভিচরা। তবে কাঙ্ক্ষিত গোল আসেনি। উল্টোদিকে, ৭৮ মিনিটে কেনের হেডও ক্রসবারে প্রতিহত হয়।

সার্বিয়া-০                         :                  ইংল্যান্ড-১
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা