বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

প্রেমে আমি আনকোরা

‘মিথ্যে প্রেমের গান’ মুক্তির আগে খোলামেলা আড্ডায় অভিনেতা অর্জুন চক্রবর্তী। সঙ্গী স্বরলিপি ভট্টাচার্য।

কথা কম। কাজ বেশি। এই নীতিতে কেরিয়ারের শুরু থেকেই বিশ্বাসী তিনি। শুধু কথা নয়, হাসিও নাকি তাঁর বড্ড কম। তিনি নাকি অহংকারী! নিজের সম্পর্কে ইন্ডাস্ট্রিতে এমন কথাই শুনতে পান অভিনেতা অর্জুন চক্রবর্তী। এসব সত্যি নাকি? সোজা তাকিয়ে বললেন, ‘এরকম রটিয়েছেন অনেকে আমি নাকি অ্যারোগেন্ট। কম কথা বলে, কম হাসে— তার ট্রান্সলেশন, ও অ্যারোগেন্ট! নিজেকে অনেক কিছু মনে করে। যাঁদের সঙ্গে আমি প্রথমবার কাজ করছি তাঁরা বলেন হ্যাঁ আমরাও এটা শুনেছিলাম। কিন্তু তুমি তো এরকম নও। আমি তো গিয়ে সবার কাছে প্রমাণ করতে পারব না। অত এনার্জি বা সময় কোনওটাই আমার নেই।’

মিথ্যে প্রেমের গান
চেনা মেজাজে ব্যাটিং শুরু করলেন অর্জুন। পরমা নেওটিয়ার প্রথম ছবি ‘মিথ্যে প্রেমের গান’-এর মুক্তি আসন্ন। প্রেমের গান কি মিথ্যে হয়? মুচকি হেসে অভিনেতার জবাব, ‘প্রেম নিয়ে আমি আনকোরা। আমার সৌভাগ্য সৃজা (স্ত্রী) আমার সঙ্গে হাইস্কুল থেকেই রয়ে গিয়েছে। আর প্রেম খুঁজিনি। তবে এই ছবির প্রেক্ষাপটে নামটা যথাযথ।’এ ছবিতে এক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর চরিত্রে রয়েছেন অর্জুন। এই ধরনের চরিত্র কেরিয়ারে প্রথম। তাঁর কথায়, ‘ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টালই বেশি শুনি। বারবার গান শুনে লিপ মেলানো অভ্যেস করেছি। এটা সাধারণ রিহার্সালের মতো নয়। আমার কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। মনে হয় পরিচালক খুশিই হয়েছেন।’ 

টলিউডের লক্ষ্মীলাভ
‘পাঠান’ ঝড়ে গত কয়েকদিন ধরে বাংলা ছবির ব্যবসা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলা ছবি আদৌ ব্যবসা করছে কি? অর্জুনের জবাব, ‘কোভিডের পর আমরা যে এই জায়গায় আসব, সেটাই কেউ ভাবেনি। কিন্তু দর্শক প্রমাণ করে দিয়েছেন ভালো বিষয় হলে সিনেমা হলে যাবেন। ‘বল্লভপুর’ তার প্রমাণ।’ 

অন্য পেশা
বেশ কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি অন্য পেশাতেও প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছেন সিনে জগতের অনেকেই। অর্জুনও স্বীকার করলেন, ‘আমার নেশা ফিটনেস। হয়তো ফিটনেস বা খেলাধুলোর জগতে কিছু করব। তবে প্রাথমিক ভাবে সিনেমা নিয়েই কাজ করতে চাই।’ তাহলে কি পরবর্তী প্রজন্মকে অভিনয়ের পাঠ দেবেন? চেনা হাসি ছড়িয়ে পড়ল মুখে। বললেন, ‘শিক্ষক হওয়ার জন্য আরও অনেক শেখা বাকি।’ 

শখে রান্না
অভিনয়ের অবসরে বেড়ানো, ফিটনেস নিয়ে ব্যস্ত অর্জুনের ইদানীং শখ হয়েছে রান্নারও। হাতা-খুন্তির অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বললেন, ‘আজকাল রান্না করছি। যেমন ফ্রেঞ্চ টোস্ট...।’ মেয়েকে টিফিন করে দেন? মজা করে বললেন, ‘আমার তৈরি ফ্রেঞ্চ টোস্ট ওর ভালো লাগবে কি না, ওকে খাইয়ে দেখানো হয়নি। ওর অ্যাপ্রুভাল সার্টিফিকেট পেলাম কি না সেটা দেখতে হবে (হাসি)।’ 

মেয়ের বাবা
নিরাপত্তাহীনতা নেই অর্জুনের। শুধু একটাই চাওয়া, ‘কাছের মানুষরা যেন সুস্থ থাকে।’ মেয়ের বাবা হিসেবে কি চিন্তা বেশি? স্পষ্ট জবাব দিলেন, ‘খানিকটা ভয় লাগে ঠিকই। মানুষ যেভাবে ভাবে, সেজন্য ভয়। আমি একা তো ভাবনা বদলাতে পারব না। আমরা সেরাটা দেব। একটা সময়ের পর আমাদের হাতে অনেক কিছুই থাকবে না। যতদিন আছে, যতটুকু গাইড করা যায়, আমরা চেষ্টা করব।’

2nd     February,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ