নানারকম

মূকাভিনয়ে মূল্যবোধের বার্তা

গুমট অন্ধকার মঞ্চে। আচমকা বিকট শব্দ। তীব্র আলো। দরজা খুলে লাফিয়ে পড়ল এক চরিত্র। ভাইরাস। করোনা ভাইরাস। সঙ্গে আরও বেশ কয়েকজন ভাইরাস ছড়িয়ে পড়ছে এদিক ওদিক। কয়েক বছর আগে ঠিক যেভাবে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। সম্প্রতি মডার্ন মাইম সেন্টার প্রযোজিত মাইম শো ‘ভাইরাস’-এ ফিরে এল চার বছর আগের সেই ভয়াবহ স্মৃতি। মানুষের মূল্যবোধ, গণমৃত্যু, বন্দিদশা, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম, বিজ্ঞানীদের নিরন্তর প্রয়াস— সবই ফুটে উঠল কেবল অভিব্যক্তিতে। শিশির মঞ্চে আয়োজিত এই শো মনে করিয়ে দিল মানুষের শুভবুদ্ধির কাছে ‘ভাইরাসরূপী’ শয়তানের পরাজয় নিশ্চিত। ওই অনুষ্ঠানে টুকরো কয়েকটি নিবেদনের মাধ্যমে চারবছর আগের সেই অনভিপ্রেত অধ্যায় ফিরে এসেছিল। প্রথম প্রয়াস ছিল ‘জীবাণুর পদার্পণ’। মঞ্চ সেখানে হয়ে উঠল সমগ্র পৃথিবী। ভাইরাসের আগমন, ছড়িয়ে পড়া, শরীরচর্চার মাধ্যমে সুরক্ষিত থাকা— দৃশ্যকল্পে উঠে এল সবটা। পরবর্তী অধ্যায়ে এল শিশুজীবনের কাহিনি। ‘স্বাধীনতার খোঁজে’। এই পর্যায়ে শিশুশিল্পীদের অভিনয় অপূর্ব। বন্দিদশার আবহে বন্ধুদের জন্য ছটফটানি তুলে ধরা হয়েছে সুচারু ভঙ্গিতে। পাশাপাশি মানুষ ‘বন্দি’ আর পশুপাখিরা ‘মুক্ত’— উঠে এসেছে এই রূপকও। কষ্ট হয় তৃতীয় নিবেদন ‘যোদ্ধার পুরস্কার’ দেখে। দিনরাত এক করে রুগীর সেবার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন চিকিৎসকরা। কিন্তু তাদেরই আবার জনতার রোষের শিকার হতে হয়। এই বিশেষ অংশটি মোচড় দেয় দর্শক মননে। প্রশ্ন তোলে, মানুষের মূল্যবোধ নিয়েই। চতুর্থ নিবেদন ‘গণমৃত্যু’ আবেগে পরিপূর্ণ। মৃত্যুমিছিল, উপচে পড়া শবদেহের স্তুপ, সংক্রমণের ভয়াল পরিবেশ, মানুষের প্রতি মানুষের অবিশ্বাস— সমাজের ভয়াল বাস্তবরূপ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নির্মাতারা। এই অংশটির জন্য প্রত্যেক শিল্পীকে কুর্নিশ। শেষ নিবেদন ‘জীবাণুর পুনর্জন্ম’ দেখায়, প্রতিরোধ করা সম্ভব ঠিকই। কিন্তু ভাইরাসের অন্ত নেই। তবে সব অন্ধকার কেটে আলো একদিন আসবেই, এই বিশ্বাসকেই প্রাধান্য দেওয়া হয়েছে নিবেদনে। 
মূকাভিনয়ের গল্প রচনা, অভিনয় ও পরিচালনায় ছিলেন শিল্পী কমল নস্কর। বিষয় ভাবনায় সমগ্র প্রযোজনাটি অভিনব। ভালো লাগে জীবাণুর চরিত্রে দেবাশীষ পোদ্দারের অভিনয়। এছাড়াও বৃষ্টিকণা নস্কর, শুভ্রা সান্যালের অভিনয় অতুলনীয়। সমগ্র প্রযোজনা মাতিয়ে রেখেছিল বাকসারা হাইস্কুল ও নেতাজি নগর বালিকা বিদ্যমন্দিরের ছাত্রছাত্রীরা। ভালো লাগে তাদের প্রয়াস। 
শান্তনু দত্ত
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা