বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

তরুণ গাথা

তরুণ মজুমদারের ছবি এককথায় বাঙালির নস্টালজিয়া। এমন ছবি যা পরিবারের সঙ্গে উপভোগ করা যায়। যা ভালো অভিনয়, ভালো গানের দুরন্ত সম্ভার। প্রথম দিকে নিজের একার নামে ছবি পরিচালনা করেননি তিনি। ‘যাত্রিক’-এর ছত্রছায়ায় ছবি পরিচালনা শুরু করেন উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘চাওয়া পাওয়া’ ছবি দিয়ে। শচীন মুখোপাধ্যায় এবং দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি পরিচালনার কাজ শুরু করেন ‘যাত্রিক’ নামে। পরে একক নামে পরিচালনার কাজ শুরু করেন। তাঁর কাজকে শ্রদ্ধা জানাতেই সম্প্রতি সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে ‘এক সন্ধ্যা বহু সুর’-এর আয়োজন হয়েছিল ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। ছিল গীতি আলেখ্য তরুণ গাথা। সমগ্র অনুষ্ঠানটি  পরিকল্পনা, গ্রন্থনা,  পরিচালনা এবং ভাষ্যপাঠে ছিলেন সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য্য । পরে সঙ্গীত পরিবেশন করেন লোকগানের জনপ্রিয় দল ‘দোহার’। এই অনুষ্ঠানে তরুণ মজুমদারের ছবির পোস্টার, বুকলেট কভার দিয়ে এক দৃষ্টিনন্দন ক্যালেন্ডারও প্রকাশ করা হয়।

3rd     May,   2024
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ