বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

মঞ্চে বিনিকথা

তিনি স্বেচ্ছানির্বাসিত এক অভিনেত্রী। নিজের অভিনয় জীবনের ইতি টানেন মাত্র ২৪ বছর বয়সে। মারা যান ৭৯ বছর বয়সে। মাঝের ৫৫ বছরে আর কোনওদিন মঞ্চে পা দেননি। কিন্তু কেন? নটী বিনোদিনীর অভিনয় জীবন শুরু হয় মাত্র ১২ বছর বয়সে। গিরিশ ঘোষের শিক্ষায় এক বছরের মধ্যেই তাঁর অভিনয় খ্যাতি ছড়িয়ে পড়ে। শ্রীরামকৃষ্ণ তাঁর ‘চৈতন্যলীলা’ নাটক দেখে আপ্লুত হয়ে আশীর্বাদ করেন। তার ঠিক দু’ বছর পর অভিনয় ছেড়ে দেন বিনোদিনী। মোট ৫০টির মতো নাটক করেছিলেন। কিন্তু জীবনে অনেক বঞ্চনা তাঁকে সইতে হয়েছে। এহেন বিনোদিনী দাসীর জীবন কাহিনি ‘বিনিকথা’ রূপে ফের মঞ্চে। পরিচালক পার্থসারথি রাহা বললেন, ‘বিনোদিনীর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার প্রেক্ষাপট, তার অভিঘাত এবং বিনোদিনীর মনস্তত্ত্ব ধরা হবে নাটকে।’ এই নাটকে ২৬ বছরের বিনোদিনীর ভূমিকায় অভিনয় করছেন দেবযানী সিংহ। ৬৯ বছরের বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন ডঃ শক্তি রায়চৌধুরী। প্রযোজনায় অশোকনগর প্রতিবিম্ব’। বাংলার নতুন বছরের প্রথম দিনেই অ্যাকাডেমি অব ফাইন আর্টসে হবে নাটকটির প্রথম মঞ্চায়ন। 

24th     February,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ