বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রঙ্গভূমি
 

দ্বাদশ থিয়েলাইট নাট্যোৎসব 

থিয়েলাইট নাট্যদলের নাট্যোৎসব এবছর বারোয় পা দেবে। বিগত বছরগুলিতে এই উৎসব ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জেলায় করা হতো। এবছর সেই ধারায় ব্যতিক্রম ঘটতে চলেছে। এবছর উৎসব হবে কলকাতাতেই। এছাড়াও অভিনবত্ব আছে এবছরের উৎসবে। তা হল, প্রসেনিয়াম নাটক নয়, এবছর উৎসবে থাকছে অন্তরঙ্গ নাট্য। তাই স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে তৃপ্তি মিত্র নাট্যগৃহ।
আগামী ১৯ মার্চ উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্য সচিব ও মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আধিকারিক দেবকুমার হাজরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্য নির্দেশক ভর্গোনাথ ভট্টাচার্য। প্রতিদিন দুটি করে নাটক প্রদর্শিত হবে এবং দুটি নাটকের বিরতিতে থাকবে নাটকের গান। থাকছে সংলাপ কলকাতার ‘শ্যামাবাবুর ডায়েরি’, ইফটার ‘ঋতু সংহার’, যাদবপুর মন্থনের ‘ইলা’, হরিপাল নাট্যপ্রহরীর ‘বাঘু মামার বে’, রবীন্দ্রনগর নাট্যায়ুধের ‘স্ত্রীলিঙ্গ নির্মাণ’, অশোকনগর নাট্যমুখের ‘সময়যান’, বেলেঘাটা ঈক্ষণের ‘পিতৃপক্ষ’ ও থিয়েলাইটের ‘শয়তান’। নাটকের গান শোনাবেন লোপামুদ্রা গুহনিয়োগী, দেবযানী মুখোপাধ্যায়, স্যামসন মাথুর চক্রবর্তী ও দেবরাজ গঙ্গোপাধ্যায়।
নিজস্ব প্রতিনিধি 

7th     March,   2020
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ