বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রঙ্গভূমি
 

যুদ্ধের ন্যায় ও ন্যায়ের যুদ্ধ 

ন্যায় কোনটা? আর অন্যায়টাই বা কী? এ নিরূপণ করা খুবই দুরূহ। যুদ্ধের প্রাক্কালে উভয়পক্ষই দাবি করে তাঁরাই ন্যায়ের জন্য যুদ্ধ করছে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ দাবি করেছিলেন তিনি ন্যায়ের পক্ষে লড়াই করছেন, তাই পাণ্ডবদের সহায়তা করছেন। কিন্তু কতটা যুক্তিযুক্ত ছিল সেই দাবি? কুরুক্ষেত্রের যুদ্ধে কি সত্যিই ন্যায় রক্ষিত হয়েছিল সদাসর্বদা? দ্রোণের নিধন, ভীষ্মের শরশয্যা সব কি ন্যায় মেনে হয়েছিল? রথের চাকা মাটিতে বসে যাওয়ায় অসহায় কর্ণকে মেরে ফেলা কি ন্যায় ছিল? দুর্যোধনের ঊরুভঙ্গের সময়ে কি ভীম কোমরের নীচে আঘাত করে ন্যায় উলঙ্ঘন করেননি? দুর্যোধন বারাঙ্গনা মাধবীকে ব্যবহার করে অর্জুনকে দুর্বল করে দেওয়ার যে চক্রান্ত করেছিলেন তা কি ন্যায় ছিল?
কুরুক্ষেত্রে যুদ্ধে ন্যায়কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছিল পাণ্ডব কৌরব উভয়পক্ষই।
এই বিষয়ভাবনা নিয়েই দৌবারিক নাট্যদলের নতুন নাটক ‘অজেয়’। নাট্যরচনা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের। আলোর পরিকল্পনা করেছেন শুভঙ্কর দে, মঞ্চ নির্মাণে নীল কৌশিক, আবহ ভাবনায় দেবরাজ ভট্টাচার্য, কোরিওগ্রাফি প্রিয়া সাহা রায়ের, নাটকটির সম্পাদনা ও সামগ্রিক পরিচালনায় প্রসেনজিৎ বর্ধন। একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন প্রসেনজিৎ।
নিজস্ব প্রতিনিধি

22nd     February,   2020
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ