বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা

ধর্ম

ধর্ম বলতে সাধারণ অর্থে বোঝায় স্বভাব বা প্রকৃতি। প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর, প্রত্যেক বস্তুর একটা নিজস্ব প্রকৃতি বা স্বভাব আছে, যার দ্বারা সে বিশেষরূপে পরিচিতি লাভ করে। এই স্বভাব বা স্বপ্রকৃতি হচ্ছে কতকগুলি গুণের সমন্বয়। যেমন অগ্নিশিখার স্বভাব হচ্ছে—দহন, ঊর্ধগমন, ঔজ্জ্বল্য; জলের স্বভাব হচ্ছে—তারল্য, নিম্নগমন, অগ্নি নির্বাপন ইত্যাদি। তেমনি পশুপাখী বা যে কোনও প্রাণীরই নিজ নিজ প্রকৃতি বা গুণ রয়েছে। এগুলিকে আমরা বলি সেই প্রাণী বা বস্তুর ধর্ম। মানুষের মধ্যেও রয়েছে স্বভাবজাত কিছু গুণের সমবস্থিতি, যার দ্বারা নির্ণীত হয় তার স্ব-প্রকৃতি। আত্যন্তিক অর্থে এই স্ব বা নিজস্ব ভাব বলতে বোঝায় শুদ্ধ আত্মার প্রকৃতি বা গুণ, অর্থাৎ স্ব-স্বরূপে যা সৎ-চিৎ-আনন্দেরই স্বরূপ। এই আত্মস্বরূপ বা স্বভাবকেই গীতায় ‘অধ্যাত্ম’ আখ্যা দেওয়া হয়েছে।
অথচ মহামায়ার লীলাক্ষেত্রে মানুষকে দেখি তার ঐ সর্বোচ্চ স্বভাব থেকে বিচ্যুত জীব রূপে, যার ভিতর ক্রমাগত চলছে তিনটি গুণের খেলা। সত্ত্ব রজঃ তমঃ—এই ত্রিগুণাত্মিকা প্রকৃতি মানুষের মধ্যে সৃষ্টি করেছে নানা গুণবৈচিত্র্যের ও ভাববৈচিত্র্যের। তাই সব মানুষের ধর্ম এক হয় না। বরং প্রত্যেক মানুষেরই নিজস্ব ধর্ম হ’য়ে যায় আলাদা। পশুপাখী ইত্যাদি প্রাণীর বা অন্যান্য বস্তুর ধর্মের সঙ্গে মানুষের ধর্মের একটা বিরাট পার্থক্য এখানেই দৃষ্ট হয়। মানুষের ভিতরে তার জন্ম জন্মান্তরের সংস্কারের প্রভাব, পারিপার্শ্বিক অবস্থার প্রভাব, ইচ্ছাশক্তি ও বুদ্ধিবৃত্তির প্রভাব ইত্যাদি বিশেষ ভাবে কাজ করে। ফলে ব্যক্তিগত ভাবেই নির্ধারিত হয় তার ধর্ম, তার প্রকৃতি, তার স্বভাব। কিন্তু এই ব্যক্তিধর্ম আবার ব্যক্তিমাত্রতেই ছড়িয়ে পড়ে এবং প্রভাব বিস্তার করে তার পরিবারে, সমাজে, গোষ্ঠীতে এবং বৃহত্তর দেশে। তাই ধর্মের পরিভাষা স্বভাব বা স্ব-প্রকৃতির গণ্ডী থেকে বেরিয়ে মানুষের সামগ্রিক মঙ্গলের দিগন্তকে স্পর্শ করে।
ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছেন—
“ধারণাদ্ধর্মমিত্যাহুর্ধর্মো ধারয়তে প্রজাঃ।
যৎস্যাৎ ধারণসংযুক্তং স ধর্ম ইতি নিশ্চয়ঃ।।
“মানুষকে যা ধারণ ক’রে রাখে বা ধরে রাখে তাই ধর্ম।” ধারণ করার তাৎপর্য এই যে, ধর্ম মানুষকে মনুষ্যত্বের অধিকারী ক’রে পশুত্বের ঊর্ধে ধরে রাখে; মানুষকে পশু থেকে আলাদা এবং উন্নততর জীবরূপে চিহ্নিত করে। ধর্মহীন হ’লে মানুষ আর পশুতে কোনও ভেদ থাকে না। ধর্ম মানুষকে সেই উচ্চাবস্থায় ধরে রাখে বলেই শাস্ত্রে বলা হয়েছে—“ধর্মো হি তেষাং অধিকো বিশেষো/ ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ”। মানুষ তার আদিম অবস্থার গণ্ডীতে আবদ্ধ থাকতে চায় না, একটা উন্নততর অবস্থার দিকে যাবার তাগিদ বা প্রেরণা অনুভব করে। পশুর জীবন জৈব ভোগের মধ্যেই সীমাবদ্ধ। মানুষ এই ভোগসর্বস্বতাকে অতিক্রম ক’রে, জৈব ভাবকে অতিক্রম ক’রে, দেবত্বে উন্নীত হ’তে চায়। ধর্ম সে-পথের দিশারী; তাই ধর্ম মানুষের বিশেষ অবলম্বন।
স্বামী মৃগানন্দের ‘ধর্মের রহস্য’ থেকে
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা