অমৃতকথা

বৈধী ভক্তি

জ্ঞান-মিশ্রা ভক্তিতে ঈশ্বর যেমন অনন্ত, তাঁহার নাম রূপ ও ভাব এবং তাঁহাকে লাভ করিবার উপায়ও তেমন অসংখ্য। ভক্ত কূপমণ্ডুকের ন্যায় অনন্তভাবময় ভগবান্‌঩কে কোন বিষয়ে সান্ত করেন না। তাঁহার মতে ইহা অভক্তের লক্ষণ। হিন্দুধর্মের উৎস বেদে আছে, ‘ঈশ্বর এক হইয়াও বহু রূপ।’ ঈশ্বরকে লাভ করিবার বহু উপায় আছে এবং সকল উপায়ই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, ‘‘যে যেভাবে আমার উপাসনা করে, আমি সেই ভাবেই তাহাকে কৃপা করি। হে পার্থ, মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে। যাহারা ইন্দ্রাদি দেবতার উপাসক, তাহারাও আমারই ভজনমার্গ অনুবর্তন করে; কারণ, ইন্দ্রাদি রূপেও আমিই উপাস্য।’’ এই কারণে ভক্ত বিশ্বাস করেন যে, বিভিন্ন নদীসমূহ যেমন একই সমুদ্রগামী, বিভিন্ন ধর্ম তেমন একই ঈশ্বর লাভের বিভিন্ন পথ। 
ভক্ত ভগবানের কোন নাম রূপ বা ভাব এবং তাঁহাকে লাভ করিবার কোন উপায়ের প্রতি অবস্থা প্রকাশ করেন না। তবে, কোন মানুষের পক্ষেই অনন্ত ঈশ্বরকে অনন্ত নামে, অনন্ত রূপে, অনন্ত ভাবে, অনন্ত পথে একই সময়ে উপাসনা করা সম্ভব নয়। কারণ, মানুষ তাহার একটি মনকে সমকালে একাধিক বিষয়ে নিযুক্ত করিতে সম্পূর্ণ অসমর্থ। এই জন্য অভিজ্ঞ গুরু প্রত্যেক শিষ্যের প্রকৃতি অনুযায়ী এক দেবতা বা একজন অবতার এবং তাঁহাকে লাভ করিবার একটি মাত্র পথ নির্দেশ করেন। 
ভক্ত-সাধক গুরুর নির্দেশ অনুসারে তাঁহার সমগ্র শক্তি এক লক্ষ্যে নিয়োজিত করিয়া সাধন-সমুদ্রে নিমগ্ন হন। শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছেন, ‘‘সমুদ্রে এক রকম ঝিনুক আছে, তারা সর্বদা হাঁ করে জলের উপর ভাসে; কিন্তু স্বাতি নক্ষত্রের এক ফোঁটা জল মুখে পড়লে তারা মুখ বন্ধ করে একেবারে জলের নীচে চলে যায়, আর ওপরে আসে না। তত্ত্বপিপাসু বিশ্বাসী সাধকও সেই রকম গুরুমন্তরূপ এক ফোঁটা জল পেয়ে সাধনার অগাধ জলে একেবারে ডুবে যায়, আর অন্য দিকে চেয়ে দেখে না।’ 
ভক্তিশাস্ত্রে ইহারই নাম অব্যভিচারিণী ভক্তি। ইহার অর্থ—বিভিন্ন সম্প্রদায়ভুক্ত বিভিন্ন শ্রেণীর ভক্তের বিভিন্ন ইষ্ট এবং তাঁহাদিগকে লাভ করিবার বিভিন্ন প্রণালীর প্রতি অবজ্ঞা প্রদর্শন করিয়া কেবল স্বীয় ইষ্ট ও স্বীয় সাধন-প্রণালীর প্রতি শ্রদ্ধাসম্পন্ন হওয়া নয়। পরন্তু, আপনার ইষ্ট ও আপনার প্রণালীর প্রতি অত্যন্ত নিষ্ঠাযুক্ত থাকিয়াও অপরের ইষ্ট ও সাধন প্রণালীর প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রদর্শনই ইহার তাৎপর্য। ইহা কিরূপে সম্ভব তাহা বুঝাইতে যাইয়া শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছেন, ‘‘কি রকম জান? যেমন বাড়ীর বউ! দেওর, ভাসুর, স্বামী, সকলের সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিঁড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই তার অন্য রকম সম্বন্ধ।’’ 
স্বামী সুন্দরানন্দের ‘যোগচতুষ্টয়’ থেকে
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা