Bartaman Patrika
 

গরমে বাঘের দেশে

উত্তরা গঙ্গোপাধ্যায়: বিকেলের জঙ্গল সাফারি সবে শুরু হয়েছে। মোহরলি থেকে পিচ রাস্তা সোজা চলে গিয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে। কপালে কী আছে ভাবছি, এমন সময় দেখি সামনে মহারাষ্ট্র রাজ্য পরিবহনের বাস দাঁড়িয়ে রাস্তা জুড়ে। যাত্রীদের অনেকেই চেঁচামেচি করছেন। সাফারির আরও দু’একটি গাড়িও দাঁড়িয়ে পড়েছে। দেখি, আমাদের ডান দিকে একটা ওয়াটার-হোল, সেখানে দিব্যি বসে বাঘমামা। মে মাস, প্রচণ্ড গরম। তাই দেহের অর্ধেক জলে ডুবিয়ে বসে আছে। এ তো কোলাহলেও কোনও হেলদোল নেই। দেখলাম বাঘটির একটি চোখ নষ্ট। পরে জেনেছিলাম এর নাম ‘ওয়াগদো মেল’, তাড়োবা -আন্ধারি টাইগার রিজার্ভের অন্যতম বড় বাঘ। ইতিমধ্যে আরও জিপসি এসে হাজির। টপাটপ ছবি উঠছে। বাসের গায়ে কেউ পেটাচ্ছে যাতে বাঘটি একটু ওঠে, চলে। ভাগ্য ভালো, কাছেই ছিলেন বন দপ্তরের দুই কর্মী। তারা এসে পরিস্থিতি সামাল দিলেন। বাসকে রওনা করিয়ে দিলেন। জিপসিগুলিও তাদের নির্দিষ্ট পথ ধরল। কিন্তু বাস এল কোথা থেকে? নাগপুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের অন্যতম বিখ্যাত ন্যাশনাল পার্ক, তাড়োবা -আন্ধারি। চন্দ্রপুর বা গণ্ডিয়া হয়ে পৌঁছতে হয়। পার্কের গা ঘেঁষে এখনও কয়েকটি গ্রাম আছে, যার মধ্যে অন্যতম হলো চিমুর। চন্দ্রপুর ও চিমুরের মধ্যে রোজ একটি বাস যাতায়াত করে। মাঝে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে পর্যটকদের কোর এরিয়াতে ভ্রমণ নিষিদ্ধ হয়, তখন নাকি অনেকেই এই বাসে চেপে জঙ্গল ভ্রমণ করছিলেন এবং বাঘ, লেপার্ডও দেখেছেন। বিগিনার্স লাক কি না জানি না, পরে আরও বেশ কয়েকবার তাড়োবা গিয়ে কিন্তু জঙ্গলে প্রবেশমাত্র বাঘ দেখার সৌভাগ্য আর হয়নি।
জঙ্গল ভ্রমণে বেরনোর সময় সবাই বেশ কাহিল ছিলাম, কারণ প্রায় ৪৫ ডিগ্রি তাপমাত্রা আর রোদের তাপ সাংঘাতিক। সানস্ক্রিন মেখে, চোখ ছাড়া বাকি মাথা, মুখ ঢেকে চড়ে বসেছি জিপসিতে। আমাদের অনলাইন পারমিট অনুযায়ী, মোহারলি গেট ধরে আমাদের এগতে হবে। গেটের বাইরে বন বিভাগের অফিস থেকে রুট নম্বর নিয়ে আমাদের গাড়িতে গাইড উঠলেন। চট জলদি ড্রাইভারের সঙ্গে রুট ছকে নিলেন তিনি। তবে বললেন যে পরিস্থিতি অনুযায়ী অদলবদল হতেও পারে। যদিও শীতকাল জঙ্গল দেখার ভালো সময়, অভিজ্ঞ প্রকৃতি-প্রেমিকরা বলেন গরমকালে গেলে বাঘের দেখা পাওয়ার সুযোগ বেশি। কারণ জলের সন্ধানে তারা বেরিয়ে পড়ে, খুঁজে নেয় ওয়াটার হোল। আর তাড়োবার মতো জঙ্গলে রাস্তার পাশে বা কাছেই আছে একাধিক ওয়াটার হোল। তাই বছর বছর ধরে বাড়ছে পর্যটকের সংখ্যা যাদের বেশির ভাগ আসছেন বাঘ দেখতে আর ছবি তুলতে। প্রকৃতি বা অন্যান্য পশু জগৎ গৌণ।
বাঘ দেখার আনন্দে গাড়ির ছয় সওয়ারি আমরা বেশ খুশি। মনে হচ্ছে যেন গরম বোধটাও আর হচ্ছে না। রাস্তা ধরে যেতে যেতে পিলার মতো দেখতে পেলাম। এক সময় নাকি গোণ্ড উপজাতি এখানে বাস করতেন। তারাই এই পিলারগুলো বসায়। কেউ বলে উপজাতি রাজার লোকলস্কর সহ যাতায়াতের সুবিধার জন্যে এর ওপর নাকি আলো জ্বালানো হতো, কেউ বলেন পিলারে বাঁধা ঘণ্টার সাহায্যে খবর পৌঁছনো ছিল উদ্দেশ্য। এখন বন দপ্তরের নানা বাণী নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে প্রাচীন পাথুরে পিলার। যেতে যেতে অবাক হয়ে দেখছি জঙ্গলের রূপ —কোথাও হলুদ, কোথাও ধূসর। এর মধ্যে প্রায়ই দেখা দিচ্ছিল ময়ূর আর চিতল হরিণের দল। জঙ্গলের সঙ্গে প্রায় মিশে থাকা এক সম্বর পরিবারের দেখাও পেলাম। সামনে দাঁড়ানো ডালপালার মতো শিংওলা পুরুষ, পেছনে একাধিক স্ত্রী-সম্বর।
ইতিমধ্যে গাইড জানালেন ৬০০ বর্গ কিলোমিটারের কিছু বেশি এলাকা জুড়ে তাড়োবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প, যার মধ্যে রয়েছে তাড়োবা ন্যাশনাল পার্ক এবং আন্ধারি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি। শুষ্ক পর্ণমোচী জঙ্গলে সেগুন গাছের আধিক্য। তাছাড়াও আছে আইন, বিজা, তেন্দু, হলদু, বহেড়া, মহুয়া, বাঁশ ইত্যাদি। জন্তু-জানোয়ারের মধ্যে বাঘ ছাড়াও রয়েছে লেপার্ড, ভল্লুক, গাউর, নীলগাই, ঢোল বা জংলি কুকুর, সম্বর, চিতল, বার্কিং ডিয়ার, ইত্যাদি। পাখিও আছে বহু প্রজাতির। কোথাও কোথাও জলের ব্যবস্থা করা হয়েছে জঙ্গলের প্রাণীদের জন্য। সিমেন্টের বাঁধানো চৌবাচ্চা - সেখানে হরিণ থেকে গাউর থেকে ক্রেস্টেড, সার্পেন্ট ঈগল থেকে হনুমান, অনেককেই দেখলাম গলা ভিজিয়ে নিচ্ছে। ইতিমধ্যে সাফারির সময় শেষ। ঘরমুখো পথ ধরল জিপসি। পরদিন ভোরবেলা বেরিয়ে ইতিউতি ঘুরে তেলিয়া লেকের পারে হাজির হলাম। পৌঁছে দেখি জিপসির মেলা। বিশাল লেকের এক ধারে আমরা, অন্য ধারে এক বাঘিনী তার দুই সন্তান নিয়ে। তিনজনেই আধশোয়া হয়ে বিশ্রামে। শাবকদুটি তখনও মানুষ দেখায় সড়গড় হয়নি বোধ হয়, মাঝে মধ্যেই মাথা তুলে দেখছে আমাদের দিকে। মা নির্বিকার। গাড়ি ভর্তি লোক দেখা তার কাছে নতুন নয়।
আমার প্রথম তাড়োবা ভ্রমণ ছিল দেড় দিনের। তারপর আরও বেশ কয়েকবার গিয়েছি সেখানে। কখনওই নিরাশ করেনি এই জঙ্গল। বাঘ দেখার পাশাপাশি দেখেছি ভল্লুক, গাউর, এমনকি জলপানে ব্যস্ত লেপার্ডেরও দেখা মিলেছে। প্রচণ্ড গরমে জঙ্গল ঢুঁড়ে ফেলেছি কিন্তু ময়ূর আর হরিণের বেশি কিছু দেখছি না। এমন সময় একটি গাড়ি জানিয়ে গেল সামনে এক দল ঢোল অর্থাৎ জংলি কুকুর হরিণ তাড়া করেছে। বলা হয়, বাঘের চেয়েও সাংঘাতিক এই ঢোল। এমনকি বাঘও সতর্ক থাকে এদের থেকে। দলবদ্ধ ভাবে থাকে ঢোল, শিকারকে তাড়া করে ধরতে ওস্তাদ এরা, কিছুতেই ভয় পায় না। যতক্ষনে আমরা পৌঁছলাম সেখানে, ততক্ষণে তারা একটি চিতল হরিণ শিকার করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে তার ওপর। হৃদয়বিদারক সেই দৃশ্য। হরিণটি তখন মারা যায়নি- ছটফট করছে, চেষ্টা করছে যদি ছাড়ানো যায় নিজেকে, কিন্তু ঢোলদের ভ্রূক্ষেপ নেই। ওই অর্ধমৃত শিকারকে তারা কামড়ে খেতে ব্যস্ত, তারা মরা পর্যন্ত অপেক্ষা করার সময় নেই। কষ্ট লাগলেও উপায় নেই। জঙ্গলের নিয়মের ওপর আমাদের নিয়ম খাটে না।
প্রয়োজনীয় তথ্য: তাড়োবা খোলা থাকে প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩০ জুন পর্যন্ত। এই সময় মঙ্গলবার ও বিশেষ কিছু ছুটির দিন বন্ধ থাকে জঙ্গলের দরজা। মার্চ থেকে জুন - সকালের সাফারির সময় সকাল ৬টা থেকে ১০টা আর বিকেলের সাফারির সময় দুপুর আড়াইটে থেকে সন্ধ্যে সাড়ে ৬টা। তবে এই টাইমের অদলবদলও হয়, যেমন এখন সকালের সময় আধঘণ্টা করে এগিয়ে গিয়েছে আর বিকেলের সময় আধ ঘণ্টা করে পিছিয়ে গিয়েছে। বুকিংয়ের সময় সর্বশেষ সময় ও পার্কে প্রবেশের মূল্য যাচাই করে নেবেন। পার্কে প্রবেশের জন্য এখন ৬টি গেট নির্দিষ্ট করা আছে। এবং নির্দিষ্ট সংখ্যক গাড়িই প্রবেশ করতে পারবে প্রতি বেলা। অবশ্যই অনলাইন বুকিং করে যাবেন। আগাম বুকিংয়ের পাশাপাশি অনলাইনে তৎকালে বুকিং ও করা যায়। বিশদ জানতে দেখুন www.mahaecotourism.gov.in
ছবি: সঞ্জয় গঙ্গোপাধ্যায়
19th  May, 2019
গরমের ছুটিতে ঠিকানা হোক মধ্যপ্রদেশের কাশ্মীর

ভোট মিটলেই গরমের ছুটি। কাশ্মীর যাওয়া এখন প্রায় অসম্ভব। তাহলে কোথায় যাওয়া যেতে পারে। মধ্যপ্রদেশের কাশ্মীর গেলে কেমন হয়? ভাবছেন তো মধ্যপ্রদেশের কাশ্মীর? সেটা আবার কোথায়? তাহলে বলেই ফেলি।
বিশদ

19th  May, 2019
একশৃঙ্গদের নতুন আবাস হচ্ছে রসমতী 

এক সময় কোচরাজাদের মৃগয়া ক্ষেত্র ছিল রসমতী বনাঞ্চল। তাঁরা নিজেদের শক্তির প্রমাণ দিয়েছেন বাঘ, হাতি, গণ্ডার শিকার করে। কালে কালে এই বনাঞ্চল চোড়াশিকারীদের হাতযশে শুধুই জঙ্গলে পরিণত হয়।  
বিশদ

05th  May, 2019
দার্জিলিংয়ে অস্ট্রেলিয়ার রেডপান্ডা 
 

অস্ট্রেলিয়ায় আবার রেডপান্ডা আছে নাকি? সম্প্রতি দার্জিলিংয়ে এক আন্তর্জাতিক সেমিনারে ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও নেপালের বন্যপ্রাণ বিশেষজ্ঞরা অংশ নিয়েছিলেন।  
বিশদ

05th  May, 2019
দূষণের কোপে অযোধ্যা  

লালমাটির দেশ পুরুলিয়ার অন্যতম পর্যটন স্থল অযোধ্যা। সাম্প্রতিক কালে পর্যটকদের আনাগোনাও অনেক বেড়েছে। আর সেই কারণেই দূষণের মাত্রা সীমা ছাড়িয়েছে। সবুজে ছাওয়া ঝর্ণা, ড্যামের জলে বা সবুজের অযোধ্যায় যত্রতত্র উঁকি মারে সাদা থার্মোকলের থালা, কাগজের কাপ, প্লেট, প্লাস্টিক।  
বিশদ

05th  May, 2019
জলদাপাড়ায় সাফারির খরচ  বাড়ল 

এক শৃঙ্গ গণ্ডারের আবাস ভূমি জলদাপাড়া। এখানে জঙ্গল সাফারিতে পরিবর্তন হচ্ছে ভ্রমণের সময়। পাশাপাশি বাড়ছে খরচও।  জঙ্গল ভ্রমণ মহার্ঘ্য হলে হাতি ও জিপ সাফারির সময় কমছে আধ ঘণ্টা করে।  
বিশদ

05th  May, 2019
মন্দারমণির হাতছানি 

‘To one who has been long in city pent’
— John Keats
কবি জন কিটস তার কবিতায় সেই সমস্ত মানুষের কাছে আর্জি জানিয়েছিলেন, যাঁরা দীর্ঘদিন এই শহরের খাঁচায় আবদ্ধ, শহরের কোলাহলপূর্ণ ব্যস্ত সময় আর বিষবাষ্পে নিমজ্জিত হয়ে যাঁদের জর্জরিত প্রাণ, ক্লান্ত হৃদয় এক মুহূর্তের জন্য খুঁজে নিতে চায় এক সুনীল আকাশ, কলুষতাহীন নির্মল বাতাস, সবুজ পৃথিবী— তাঁদের কাছেই কবির আবেদন, একবার যাওয়ার জন্য শহরের শেষ প্রান্তে, কোনও সবুজের গালিচায় মোড়া গ্রামে।  
বিশদ

05th  May, 2019
কুমায়ুনের ৩ ঠিকানা 

অয়ন গঙ্গোপাধ্যায়: গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে বাঁচতে চলুন কয়েকদিন পাহাড়ের কোলে কাটিয়ে আসি। ভাবছেন কোথায় যাবেন? হ্রদ, পাহাড়, অরণ্যে সাজানো নিরালা প্রকৃতির সান্নিধ্য পেতে কুমায়ুন হিমালয়ে যাওয়াই যেতে পারে। এই পর্বের বেড়ানো শুরু হোক নৈনিতাল থেকে।  
বিশদ

05th  May, 2019
হর-কি-দুন 

এ পথটি গাড়োয়ালের মাঝে খুবই জনপ্রিয় ট্রেকরুট। সান্দাকাফু ও পিণ্ডারি জিরো পয়েন্টে যাওয়ার মতো এপথেও প্রতিবছর বহু পর্বত পদযাত্রীর সমাগম হয়। থাকা ও খাওয়ার সামান্য ব্যবস্থাসহ রয়েছে সুন্দর পথঘাট। গ্রাম, জঙ্গল, বুগিয়াল, হিমবাহ, আবার হিমবাহ ছাড়িয়ে তুষারাবৃত পর্বতচূড়ার হাতছানি সবই আছে এই অল্পদিনের সহজ ট্রেকিং প্রোগ্রামে। এছাড়াও ওসলা গ্রামে দুর্যোধনের মন্দির দর্শন এক বাড়তি পাওনা হবে। ট্রেনে দেরাদুন। দেরাদুন থেকে বাসে শাঁকরি (দূরত্ব ২১২ কিমি)। শাঁকরি থেকে সেদিনই জিপে তালুকা পৌঁছে যাবেন (দূরত্ব ১১ কিমি)। 
 
বিশদ

21st  April, 2019
আল্পসের পাহাড়চূড়ায় 

পার্বত্য প্রাচীরের ফাঁকফোঁকড় দিয়ে উঁকি মারছে শ্বেতশুভ্র হিমশৃঙ্গ। এর মাঝখানে বিস্তৃত সমতল ক্ষেত্র। যার বুকে জেগে রয়েছে দুই যমজ হ্রদ ব্রিয়েনজ আর সুন। 
বিশদ

21st  April, 2019
বিনোদনের দুনিয়া সেন্তোসা দ্বীপ 

দ্বীপের নাম সেন্তোসা। সেখানে পা দিলেই বয়স বাঁধা পড়ে যায় বিনোদনের মায়াজালে। সিঙ্গাপুর শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে সাগরজলে ঘেরা এই সবুজ দ্বীপ। কলকাতা থেকে সরাসরি বিমান যাচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে। 
বিশদ

07th  April, 2019
সড়ক পথে সরাসরি বকখালি 

বাংলার সমুদ্র সৈকতের মধ্যে দিঘার জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আর এক সমুদ্র সৈকত বকখালি সুন্দর হলেও পর্যটকের আনাগোনাটা আশানুরূপ নয়। এবার বোধহয় সেই আফশোস ঘুচতে চলেছে। 
বিশদ

07th  April, 2019
 জঙ্গল সাফারির বুকিং অনলাইনে  

উত্তর-পূর্ব ভারতে প্রথম অনলাই নে সাফারির টিকিট বুকিং চালু হচ্ছে জলদাপাড়ায়।খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে বলে জানান ডিএফও।  
বিশদ

07th  April, 2019
চিলির প্রাচীন ভাস্কর্য ধ্বংসের মুখে  

চিলি ভ্রমণে গিয়ে সার সার বিশালাকার পাথরের মূর্তিগুলি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। কিন্তু এই ভাস্কর্যগুলি নষ্ট হয়ে যেতে বসেছে। চিলির ইস্টার আইল্যান্ডে পাথর খোদাই ভাস্কর্যগুলি সাগর পাড়ে লাইন দিয়ে দাঁড়িয়ে।  
বিশদ

07th  April, 2019
এই গরমে কুল ডেস্টিনেশন
সাংলা 

গরমে পালাই পালাই মন। ৩৮/৪০ ডিগ্রির অসহনীয় দহন থেকে বাঁচতে শুধু এসির সান্নিধ্যে থাকা নয়, মনেরও মুক্তি দরকার। এই গ্রীষ্মে মনের মুক্তিতে হিমাচল হতে পারে আপনার ‘কুল ডেস্টিনেশন’। 
বিশদ

07th  April, 2019

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালানোর খরচের ৯০ শতাংশ আগে কেন্দ্রীয় সরকার দিত। এখন দিচ্ছে ৪০ শতাংশ। ফলে রাজ্য সরকারকে দিতে হচ্ছে বাকি ৬০ শতাংশ টাকা। পরিস্থিতি এরকম হলেও রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালিয়ে যাবে বলে সোমবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ...

 নয়াদিল্লি, ২ ডিসেম্বর (পিটিআই): কমিশন এজেন্টের কাছ থেকে ১০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ভিত্তিতে ডাক বিভাগের সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে মামলা রুজু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ঘটনাটি উত্তপ্রদেশের প্রতাপগড় জেলার কুন্দা সাব পোস্ট অফিসের। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ অর্থ বৃদ্ধির দাবি উঠল বিধানসভায়। সোমবার প্রশ্নোত্তর পর্বে বিরোধী কংগ্রেস এবং সিপিএমের কয়েকজন বিধায়ক এই প্রসঙ্গটি তোলেন। সেই সময় টেবিল চাপড়িয়ে অর্থ বরাদ্দ বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন ...

 নয়াদিল্লি, ২ ডিসেম্বর (পিটিআই): পশ্চিম জর্ডনের খামারে একটি অস্থায়ী ধাতব বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আট শিশু সহ ১৩ জন পাকিস্তানির মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে তিনজন। উদ্ধারকারীদের পক্ষে জানানো হয়েছে যে, এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ শোনার (পশ্চিম আম্মান থেকে ৫০ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। শেয়ার বা ফাটকায় চিন্তা করে বিনিয়োগ করুন। ব্যবসায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব এইডস দিবস
১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণে চূড়ান্ত অনুমোদন দিলেন জাপানের সম্রাট হিরোহিতো
১৯৫৪: সমাজকর্মী মেধা পাটেকরের জন্ম
১৯৬৩: ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষিত হল নাগাল্যাণ্ড
১৯৬৫: প্রতিষ্ঠিত হল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)
১৯৭৪: স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপালিনীর মৃত্যু
১৯৮০: ক্রিকেটার মহম্মদ কাইফের জন্ম
১৯৯৭: বিহারের লক্ষ্মণপুর-বাথে অঞ্চলে ৬৩জন নিম্নবর্গীয়কে খুন করল রণবীর সেনা
১৯৯৯: গায়ক শান্তিদেব ঘোষের মৃত্যু

01st  December, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৯৪ টাকা ৭২.৬৫ টাকা
পাউন্ড ৯১.০৫ টাকা ৯৪.৩৪ টাকা
ইউরো ৭৭.৬১ টাকা ৮০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৪৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৫১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,০৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ অগ্রহায়ণ ১৪২৬, ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ৪২/৫৩ রাত্রি ১১/১৪। ধনিষ্ঠা ২০/২৯ দিবা ২/১৭। সূ উ ৬/৪/৫৩, অ ৪/৪৭/২৯, অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ৭/২৯ গতে ১১/৪ মধ্যে। রাত্রি ৭/২৭ গতে ৮/২০ মধ্যে পুনঃ ৯/১৩ গতে ১১/৫২ মধ্যে পুনঃ ১/৩৯ গতে ৩/২৫ মধ্যে পুনঃ ৫/৫২ গতে উদয়াবধি, বারবেলা ৭/২৫ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৭ মধ্যে, কালরাত্রি ৬/২৭ গতে ৮/৬ মধ্যে। 
১৬ অগ্রহায়ণ ১৪২৬, ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ৪২/৪৮/৩২ রাত্রি ১১/১৩/৪৯। ধনিষ্ঠা ২২/৪৯/২৩ দিবা ৩/১৪/৯, সূ উ ৬/৬/২৪, অ ৪/৪৭/৫২, অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে ও ৭/৪২ গতে ১১/১৩ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৮/২৬ মধ্যে ও ৯/২০ গতে ১২/১ মধ্যে ও ১/৪৯ গতে ৩/৩৬ মধ্যে ও ৫/২৪ গতে ৬/৭ মধ্যে, কালবেলা ১২/৪৭/১৯ গতে ২/৭/৩০ মধ্যে, কালরাত্রি ৬/২৭/৪১ গতে ৮/৭/৩০ মধ্যে। 
৫ রবিয়স সানি  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। বৃষ: বন্ধুস্থানীয় কোনও ব্যক্তির সাহায্যে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব প্রতিবন্ধী দিবস১৮৮২: চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম১৮৮৯: বিপ্লবী ক্ষুদিরাম বসুর ...বিশদ

07:03:20 PM

শহরে এটিএম জালিয়াতি, আরও ১৪টি অভিযোগ দায়ের 
যাদবপুরের পর এবার চারু মার্কেট থানা এলাকা। শহরে ফের জাঁকিয়ে ...বিশদ

05:13:00 PM

বাংলায় এনআরসি হবে না, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা যাবে না: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

04:06:10 PM

বুলবুল: রাজ্যকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র
বুলবুল-এ ক্ষতিগ্রস্ত রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র। রাজ্যকে ...বিশদ

03:42:00 PM

আগামী ২ দিন বসবে না বিধানসভা অধিবেশন
রাজভবনে আটকে রয়েছে বিল । সেখান থেকে বিল না আসায় ...বিশদ

03:36:00 PM