ভোপাল, ১৮ জানুয়ারি: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় আজ, শনিবার মধ্যপ্রদেশ এবং পরে ছত্তিশগড় থেকে মোট ২ ব্যক্তিকে আটক করে পুলিস। তবে মধ্যপ্রদেশ থেকে আটক হওয়া যুবকই সইফের উপর হামলা চালিয়েছিল কী না তা নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। প্রথমে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি পুলিসের তরফে। ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। পরে জানা যায় সইফের উপর হামলার ঘটনায় তার কোনও যোগ নেই। অন্যদিকে, আজ শনিবার ছত্তিশগড়ের দুর্গ স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় অপরজনকে। তাকে প্রথমে আটক করে রেল পুলিস। পরে তাকে গ্রেপ্তারও করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ছত্তিশগড় পৌঁছেছে মুম্বই পুলিস। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মুম্বই-হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে চেপেছিল। সূত্রের খবর, যুবকের নাম আকাশ। এদিন ওই সন্দেহভাজন যুবকের উপস্থিতির খবর পায় মুম্বই পুলিস। বিষয়টি জানানো হয় রেল পুলিসকেও। পাঠানো হয় অভিযুক্তের ছবিও। এরপর এদিন দুপুর ২টো নাগাদ রেল পুলিস তাকে আটক করে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই জানিয়েছেন, হামলার মূল অভিযুক্তকে দুর্গ থেকে গ্রেপ্তার করেছে আরপিএফ। চলছে জিজ্ঞাসাবাদ। মুম্বই পুলিস তাকে হেফাজতে নেবে।
প্রসঙ্গত, মুম্বইতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাত আড়াইটে নাগাদ এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে তাঁর বান্দ্রার বাড়িতে হানা দেয়। সেই সময় অভিনেতা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘুমোচ্ছিলেন। আওয়াজ পেয়ে সকলেই উঠে পড়েন। এরপরই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সইফ। তখন ওই দুষ্কৃতী তাঁকে একাধিকবার ধারাল অস্ত্রের কোপ মারে বলে খবর। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। আহত অবস্থায় অভিনেতাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।