উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
চন্দন রায়চৌধুরী স্বয়ং এবং মুম্বইয়ের সঙ্গীত পরিচালক ঋজু রায় নিটোলের থিম সং গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তী পর্যায়ে মুম্বইয়ের রিমা নাথানি ও সা রে গা মা পা’র তন্ময় বিশ্বাস সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীর জীবনের নানা টুকরো টুকরো মুহূর্ত শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন উপস্থিত শিল্পীরা। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ইন্দ্রাণী সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শম্পা কুণ্ডু এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়ের নিবেদনের মধ্য দিয়ে। ই জেড সি সি’র ডিরেক্টর গৌরী বসু, অরোরা ফিল্ম কর্পোরেশনের ডিরেক্টর অঞ্জন বসু, সঙ্গীত পরিচালক মিতুল ঘোষ ছিলেন বিশিষ্ট অতিথি।