উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
কেন এই উদ্যোগ? এ প্রসঙ্গে সংস্থার তরফে রূপক সাহা জানালেন, তাঁর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গৌরচন্দ্র সেনের জন্মদিন ৫ নভেম্বর। তাই চলতি বছরের ওই তারিখ থেকে শুরু করে এক বছর ব্যাপী হীরকজয়ন্তী অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক কাজে ব্যাপৃত থাকার লক্ষ্যেই এই সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে সুবর্ণজয়ন্তী বর্ষে ত্রিপুরা সরকারের মধ্যে ২০০৯ সালে আদিবাসী গ্রাম ওয়ারেংবাড়ির উন্নয়নের দায়িত্ব নিয়েছিল তাঁদের সংস্থা। সেই কাজ এখনও চলছে। ওই গ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও স্বরোজগারের উপর জোর দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে ওই গ্রাম থেকে প্রথম স্নাতক হয়েছেন আনন্দমণি রিয়াং নামে এক আদিবাসী যুবতী। তিনি ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেছেন। এছাড়া কলকাতাতেও তাঁরা সামাজিক কাজে যুক্ত থেকেছেন। ‘দুর্গা অ্যান্ড ফ্রেন্ড’ নামে একটি প্রকল্পে ২০জন অনাথ বালিকার ভরণপোষণের দায়িত্ব তাঁরা পালন করছেন। শনিবারের অনুষ্ঠান শুরু হবে রবীন্দ্রনৃত্যের মাধ্যমে। থাকবে শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়ের গান।