উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
অনুষ্ঠানের সূচনা হয় শাঁওলি সাহা এবং শঙ্কর সাহার গানে। এরপর ‘বাড়ি’ কবিতাটি আবৃত্তি করেন সংস্থার সদস্য বুলবুল রায়। এরপর সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘প্রশ্ন’ নাটকটিতে অভিনয় করেন সুদীপ ভট্টাচার্য, হৈমন্তী দাস এবং রিনা দত্ত। অনুষ্ঠানে তিনটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শ্রেষ্ঠা চট্টোপাধ্যায়।
এদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দুটি। বাঙ্ময়-এর শিল্পীদের আবৃত্তি নৃত্যালেখ্য ‘আমার ভারতবর্ষ’ এবং বিজয়লক্ষ্মী বর্মনের নির্দেশনায় শ্রুতিনাটক ‘অনাম্নী অঙ্গনা’। ‘আমার ভারতবর্ষ’ অনুষ্ঠানে ‘লাল মে’, ‘প্রমিথিউসের ডাক’, ‘ইনি বলেন মানুষ হ’, ‘ভারতবর্ষ’, ‘যেদিন সুনীল জলধি হইতে’ প্রভৃতি কবিতার চমৎকার ব্যবহার ও উপস্থাপনা করেন সুদীপ ভট্টাচার্য, হৈমন্তী দাস, পূর্ণিমা পাল, অনমিত্র মণ্ডল এবং রিনা দত্ত। নৃত্যে অংশ নেন পরীক্ষিত চক্রবর্তী, সায়ন্তনী, সায়ন্তিকা, স্নেহাশ্রী, অন্বেষা, গুনগুন, আর্যা।
‘অনাম্নী অঙ্গনা’ শ্রুতি নাটকের নির্দেশনায় ছিলেন বিজয়লক্ষ্মী বর্মন। নাটকের আবহ করেন হিমাংশু ও প্রদীপ দত্ত। অভিনয়ে ছিলেন পাপিয়া বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতা রায় ও বিজয়লক্ষ্মী নিজে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্চিতা ভট্টাচার্য।