কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
এই বেলুনওয়ালারও কিছু ভয় আছে। তার জীবনের সবচেয়ে বড় ভয় হল, সে ভাবে আর কোনওদিন বেলুন ফোলাতে পারবে না। তার বিশেষত্ব হল সে নিজেই বেলুন ফোলায়, কোন মেশিনের সাহায্য নেয় না। কিন্তু একটা সময় পর সত্যিই শরীর আর সায় দেয় না। তখন সে বাধ্য হয় বেলুন ফোলানো ছেড়ে দিতে। এই অবস্থায় সে যখন স্কুলের সামনে যায়, দেখে ওখানে কেউ আর তাকে চিনতে পারছে না। বেলুন ছাড়া তার কোনও অস্তিত্বই নেই। এভাবেই ধীরে ধীরে এগিয়ে চলে শর্টফিল্ম ‘বেলুনওয়ালা’। অভিনয়ে প্রীতম গঙ্গোপাধ্যায়, ছন্দক চৌধুরী, হিয়া মিত্র, উন্মেষ গঙ্গোপাধ্যায় ও রঞ্জিত দাস।