সপরিবারে অদূরবর্তী স্থানে ভ্রমণে আনন্দলাভ। কাজকর্মে কমবেশি ভালো। সাহিত্যচর্চায় আনন্দ। ... বিশদ
এই বিষয়ে বক্তব্য ও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন সিনিয়র কনসালটেন্ট, কার্ডিয়াক সার্জারি ডাঃ অতনু সাহা এবং ডাঃ ললিত কাপুর। ছিলেন চিফ সায়েন্টিফিক অফিসার ও সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জারি অ্যাডাল্ট ডাঃ প্রদীপ নারায়ণ, কার্ডিয়াক সার্জারির ডিরেক্টর ডাঃ শুভ্র এইচ রায় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের অর্গানাইজিং সেক্রেটারি ডাঃ অতনু সাহা বলেন, ‘হার্টের অসুখের ক্ষেত্রে মহাধমনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কার্ডিওভাসকুলার অসুখ হলে মহাধমনীকে সুরক্ষিত করাই প্রাথমিক কর্তব্য। তাই এই ধরনের অসুখে পেশাদারি চিকিৎসা, প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে আলোচনা হল। নারায়ণা হেলথের গ্রুপ সিওও আর ভেঙ্কটেশ জানান, ‘চিকিৎসার উন্নতি, চিকিৎসকের দক্ষতা ও আধুনিক প্রযুক্তি—তিনের মিশেল থাকে আমাদের চিকিৎসায়।