সপরিবারে অদূরবর্তী স্থানে ভ্রমণে আনন্দলাভ। কাজকর্মে কমবেশি ভালো। সাহিত্যচর্চায় আনন্দ। ... বিশদ
নদীয়ার রানাঘাট (দক্ষিণ) বিধানসভায় সিপিএম প্রার্থী করেছে শিক্ষক তথা যুবনেতা অরিন্দম বিশ্বাস। কলকাতার মানিকতলা বিধানসভায় সিপিএম প্রার্থী হলেন রাজীব মজুমদার। তিনিই ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বামেদের প্রার্থী হয়েছিলেন। সেবার তৃণমূলের সাধন পান্ডের কাছে তিনি ২৫ হাজারের বেশি ভোটে হেরে যান। তারপর থেকেই এই কেন্দ্রে শক্তি হ্রাস হতে থাকে বামেদের। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস। তিনি এই কেন্দ্রের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক কমলাক্ষী বিশ্বাসের ছেলে। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। বাগদা ওই লোকসভার মধ্যে পড়ে। এক সময় বাম শরিক ফরওয়ার্ড ব্লকের একচ্ছত্র আধিপত্য ছিল এই এলাকায়। বাগদায় ২০০৬ সালে পালাবদল ঘটে। ওই বছর তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন দুলাল বর। অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে মোহিত সেনগুপ্তের নাম শোনা যাচ্ছে। তিনি এলাকার প্রাক্তন বিধায়ক। যদিও কংগ্রেসের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি।