উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
মেডিকা হাসপাতাল গোষ্ঠীর চেয়ারম্যান ডাঃ অলোক রায় বলেন, সকলের কাছে সমান চিকিৎসা পৌঁছে দিতে প্রযুক্তিই হল প্রধান মন্ত্র। আমরা চাই প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা আরও উন্নত হয়ে উঠুক। আর চিকিৎসা হোক সাধ্যের মধ্যে। নীতি আয়োগের পরামর্শদাতা অ্যানা রায় কেন্দ্রীয় সরকারের ডিজিটাল হেলথকেয়ার-এর ধারণা সম্পর্কে কথা বলেন। লাল প্যাথল্যাবস-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান ডাঃ অরবিন্দ লাল বলেন, টেলিমেডিসিন ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সাহায্যে কাজ করা বিভিন্ন যন্ত্রের ব্যবহার এবং ব্লক চেইন বেসড হেলথ রেকর্ড রাখা হল দেশের স্বাস্থ্যক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের প্রকৃষ্ট উদাহরণ।