Bartaman Patrika
গল্পের পাতা
 

চাবুক
কাকলি ঘোষ

ছেলেটাকে নিয়ে আর পারে না রঞ্জা। রোজ কিছু না কিছু অশান্তি বাড়িতে ডেকে নিয়ে আসে। এত বোঝায়! মাঝে মাঝে রাগও দেখায়। তবুও ছেলের সেই একই চাল। কী যে করে একে নিয়ে? এক এক সময় তো ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে ওর।
এই ক’দিন আগে স্কুল থেকে ফেরার পথে একটা আধমরা বেড়াল ছানা তুলে নিয়ে এল। দেখে তো বমি উঠে আসার জোগাড়। ম্যাগো! কী নোংরা আর তেমনি হাড় জিরজিরে। কোথায় কোন নর্দমায় পড়েছিল কে জানে! মহাপুরুষ ছেলে পরম মমতায় তাকে বুকে করে তুলে এনেছেন। দেখেই তো চেঁচিয়ে উঠেছে রঞ্জা, ‘ওরে ফ্যাল ফ্যাল! তোর কি ঘেন্না পিত্তি কিছু নেই রে! তুই ওটাকে হাতে ধরলি কী বলে ?’
—বাহ্! কী যে তুমি বল না মা! মুখটা গুঁজে কীভাবে নর্দমায় পড়েছিল জানো? না তুলে আনলে হয় দম বন্ধ হয়ে মরে যেত নয়তো কাক, চিল ঠুকরে মেরে ফেলত।
আর কী! তুমি আছ বিশ্বপরিত্রাতা! সকলকে উদ্ধার করে বেড়াবে! গায়ে জ্বালা ধরে এসব দেখলে। কিন্তু কিছু বলার উপায় নেই। এসব নিয়ে বেশি বকাবকি করলেই ছেলের মুখ গোমড়া হয়ে যাবে। খাওয়া-দাওয়া বন্ধ করে দেবে। অগত্যা জেনে বুঝেও চুপ করেই থাকতে হয়।
শুধু কি বেড়াল ? পাখির ছানা, গাছের চারা— মোদ্দা কথা লেগেই রয়েছে ওর। স্কুল থেকে ফেরার সময় হলেই বুক ধুকধুক করে রঞ্জার। আবার কী এনে হাজির করবে কে জানে? তবুও অন্য সব ম্যানেজ করা যায়। কিন্তু কালকে যে কাণ্ডখানা ঘটাল! এ যে একটা আস্ত মানুষের ছেলে! একে কী বলে বাড়ি এনে হাজির বিতান! হাঁ করে তাকিয়ে থেকেছে রঞ্জা ছেলের মুখের দিকে। বাক্যস্ফুর্তি হয়নি কিছুক্ষণ।
—মা, ওর নাম হরিয়া। আমার খুব বন্ধু। আমাদের ইশকুলের সামনের মুড়ি-ছোলা-বাদাম ভাজার দোকানটায় কাজ করে। 
ছোলা, বাদাম ভাজার দোকানের কাজের ছেলে কী করে বিতানের ‘খুব বন্ধু’ হয়ে উঠল বুঝে উঠতে পারেনি রঞ্জা।
—ওই দুর্গাপ্রসাদ নামে লোকটা! ওর মালিক গো। জানো পেট ভরে খেতে দেয় না ওকে! খালি খাটায়।
—তুই ওকে চিনিস কী করে? তুই দোকানে যাস?’ ছেলের দম নেওয়ার ফাঁকে কোনওক্রমে কথাগুলো বলেছিল রঞ্জা।
—বাহ্! যাওয়া আসার পথে দেখি তো। আমিই তো কথা বললাম একদিন ওর সঙ্গে। ব্যস। বন্ধুত্ব হয়ে গেল। জানো মা, ওর খুব লেখাপড়া করার শখ। আমি বললাম যে, আমার পুরনো ক্লাসের বইগুলো তো সব আছে। সেগুলো দিয়ে ও তো পড়তেই পারে। তাই না।
পুরোপুরি বিশ্বাস না হলেও তখন কিছুটা ধাতস্থ হয়েছে রঞ্জা। শুধু বইয়ের উপর দিয়ে হলে ঠিক আছে। যথারীতি এবার একটু কৌতূহলও হয়েছিল—
—কোন ক্লাস অবধি পড়েছে ও?

ছেলেটা কিছু উত্তর দেবার আগেই তড়বড় করে উঠল বিতান।
—ও তো ওর গ্রামে থাকতে ক্লাস ফাইভে পড়ত। তারপর আর পরীক্ষা দিতে পারেনি। ওর বাবা মরে গেল তো।
বাপ রে! ছেলে একেবারে ওর ঠিকুজি কুষ্ঠি মুখস্থ করে ফেলেছে। কী কাণ্ড!
‘আমি স্কুলের ড্রেস ছেড়ে আসছি। তুই এখানে বোস। মা আমাদের কিছু খাবার দাও।’ বলতে বলতে দুড়দাড় করে ওপরে উঠে গিয়েছিল বিতান।
‘আমাদের’ কথাটা কানে বেজেছে। কিন্তু বলার কিছু নেই। বিকেলের জলখাবারে একটু চিকেন চাউমিন করেছিল। ছেলেটা ভালোবাসে। সেটাই ভাগ করে দিতে হল। কিন্তু ছেলে তো বলেই খালাস খেতে দাও। দেয় কীসে? জানা নেই, শোনা নেই। তাছাড়া রাস্তার ছেলে। নিজেদের বাসনে তো আর খেতে দেওয়া যায় না। ছেলে তো আর এসব বুঝবে না। শেষে রান্নাঘরে ঢুকে এদিক ওদিক চোখ চালিয়ে কাজের মেয়ে মলিনার জলখাবার খাওয়ার থালাটাই খুঁজে বের করতে হল।
খাবার হাতে নিয়ে রান্নাঘরের বাইরে এসে দাঁড়িয়েই পিত্তি জ্বলে গেল আবার। আক্কেল দেখ ছেলের! একেবারে খাবার টেবিলে ওকে নিয়ে গিয়ে বসিয়েছে! উফফ! একটু যদি বুদ্ধি থাকত ঘটে। বেজার মুখে প্লেটগুলো সামনে রাখতেই চেঁচিয়ে উঠল বিতান, ‘ওয়াও! আজ চিকেন চাউমিন! গ্রেট মা!’
গ্রেট তো! কিন্তু পুরোটা তো আর পেটে গেল না। যেমন বাড়িতে এনে তুলেছ, তেমনি ভাগ দিয়ে খাও এখন! খাওয়ার পর পুরনো বইয়ের পাঁজা নিয়ে বসল ছেলেটার সামনে। নিজের কাজ পড়ে থাকলেও সামনে থেকে সরেনি রঞ্জা। বইপত্র গুছিয়ে বেঁধে দিয়ে দিব্যি ফতোয়া জারি করে দিল বিতান, ‘কাল থেকে দুপুরে তুই এখানে এসে ভাত খেয়ে যাবি বুঝলি? অসুবিধে হবে না। মা থাকবে তো। আমি স্কুল থেকে এসে তোকে পড়াগুলো বুঝিয়ে দেব।’
ঘটনাটা এতই আকস্মিক যে হাঁ করে বিতানের মুখের দিকে চেয়ে রইল রঞ্জা। খেয়ে যাবে মানে? একবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করল না ছেলে! বেমালুম বলে দিল ‘এখানে এসে খেয়ে যাবি!’ এই বাজারে খামোখা একটা বাইরের ছেলেকে রোজ ভাত খাওয়াতে হবে! এ কি মামার বাড়ির আবদার নাকি! ছেলেটা চলে যেতেই ঝাঁপিয়ে পড়েছে, ‘অ্যাই! খেয়ে যাবে মানে? কোনও জিজ্ঞাসা নেই যুক্তি নেই— তুই দুম করে ছেলেটাকে খেয়ে যেতে বললি? এসবের মানে কী রে?’
—ও পেট ভরে খেতে পায় না। আমার বন্ধু। আমার কষ্ট হয়। দিও না মা দুটো ভাত। কত আর খাবে?
আহত চোখে চেয়ে থেকেছে ছেলে। আর ওই চোখের দিকে তাকিয়ে আবার কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে রঞ্জা। রাতে সৌমেন বাড়ি ফিরতে খাবার টেবিলে কথাটা তুলেছে। ও শুনে শুধু হেসেছে।
 এমনিতেই মেজাজ খারাপ। আজ তিন দিন ধরে মলিনা কামাই করছে। ওর বরের অসুখ। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাই কিছু বলতেও পারছে না রঞ্জা। ঘর মোছা থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা, শুকোতে দেওয়া, তোলা, ভাঁজ করা সর্বস্ব করতে হচ্ছে একা হাতে। সঙ্গে আবার দু’বেলা রান্না। বাপ, ছেলে দু’জনেরই তো মুখের তার একেবারে সপ্তম সুরে বাঁধা। একটু এদিক ওদিক হবার জো নেই। একে এত রকম সমস্যা! তার মধ্যে ছেলে এনে জোটাল এই উটকো ঝামেলা! নাহ! এবার কড়া হাতে শাসন করতে হবে বিতানকে! বড্ড আস্পর্ধা। কোনও কিছুতে মায়ের অনুমতিটুকু নেবারও তোয়াক্কা করে না আজকাল। আর ওই হরিয়া না কী নাম যেন ছেলেটার—যদি আজ থেকে আসা শুরু করে! এলে যে কী করবে সেটা অবশ্য এখনও পর্যন্ত ভেবে উঠতে পারেনি ও।
দুই
দ্রুত হাতে বাসনগুলো মেজে নিচ্ছে হরিয়া। ত্রস্ত চোখে সেদিকেই চেয়ে আছে রঞ্জা। আজ বড্ড দেরি করে এল ও। খাবে, বাসনগুলো মাজবে। সময় তো লাগবেই। ওদিকে বিতানের স্কুল থেকে ফেরার সময় হয়ে এল। তার আগে সবটা সামাল দিতে না পারলে কেলেঙ্কারি। ছেলে বুঝবে তো না কিছু। শুনবেও না সবটা। শুধু চেঁচাবে। অথচ ঘটনাটা এতটাই আকস্মিক! রঞ্জা কি জানত? নাকি ঘুণাক্ষরেও ভেবেছিল এমন কথা! ওই হরিয়াই তো...।
শুরুটা অবশ্য সেভাবে হয়নি। সেদিন বিতান স্কুলে চলে যাবার পর কাজকর্ম সেরে দুপুরের খাওয়া-দাওয়া মিটিয়ে বাসনগুলো সবে মাজতে যাচ্ছে, তখনই ওই মূর্তিমান এসে হাজির। গ্রিলের ফাঁক দিয়ে দেখেই তো বিরক্তির একশেষ। কী বলে চলে এল ছেলেটা? বিতান নয় কথার কথা বলেইছে। তাই বলেই কি আসতে হয়? কী হ্যাপা রে বাবা! এদিকে নিজের কাজের অন্ত নেই, তার মধ্যে এখন একে পাত সাজিয়ে খেতে দাও। যত উটকো ঝামেলা! বেজার মুখেই গেট খুলে ছেলেটাকে ভেতরে ঢুকিয়েছে। ওকে ভাত বেড়ে দিয়ে বাসনগুলো ধুতে যাচ্ছে তখনই বলে উঠল ছেলেটা, ‘আমি মেজে দেব?’
এবার অবাক হবার পালা রঞ্জার।
—তুই বাসন মাজতে পারিস?
একদলা ভাত গিলে নিয়ে বড় করে ঘাড় নেড়েছে ছেলেটা।
—বাহ্! পারি না? আমার মালিকের ঘরের সব বাসন আমিই তো মাজি। তুমি রেখে দাও। আমি সব মেজে দেব।
তখনও মনে মনে ইতস্তত করেছে রঞ্জা। কিন্তু ছেলেটা যেন এক ফুৎকারে ওর সব আপত্তি উড়িয়ে দিয়েছে।
—তুমি আমাকে বাসন মাজার জায়গাটা দেখিয়ে দাও না কাকিমা। আমি ভাত ক’টা খেয়েই খুব তাড়াতাড়ি মেজে ফেলব।
রান্নাঘরের পাশের ছোট্ট চাতালটাতেই বাসন মাজে মলিনা। দেখাতে গিয়েও ভেতরে কেমন একটা অস্বস্তি বোধ করেছে রঞ্জা। ওর মুখ দেখে কী বুঝেছে কে জানে ছেলেটা। তাড়াতাড়ি বলে উঠেছে, ‘কেউ কিছু জানতে পারবে না। তুমি দেখ—’
মনে মনে লজ্জা পেলেও বুঝতে অসুবিধে হয়নি যে, বয়স ওইটুকু হলেও গিভ অ্যান্ড টেক ব্যাপারটা ছেলেটা ভালো বোঝে। কিন্তু নিজের ভেতরে অজান্তেই কামড় পড়েছে কুটুস কুটুস— দুটো ভাত দিচ্ছে বলে বাসন মাজিয়ে নেবে? বিতান জানলে কী ভাববে!
কিন্তু শেষ পর্যন্ত আর ‘না’টা বলে উঠতে পারেনি রঞ্জা। একটা ইচ্ছে-অনিচ্ছের দোলাচল চলছিল ভেতরে। খেয়ে উঠে বাসন মাজতে ভীষণ বিরক্ত লাগে! ছেলেটা অবশ্য রঞ্জার হ্যাঁ বলার অপেক্ষাও করেনি। ভাত কটা নিঃশেষে খেয়ে তাড়াতাড়ি উবু হয়ে বাসন মাজতে বসে পড়েছে।
সেই শুরু। চারদিন ধরে এই চলছে। যাবার সময় পই পই করে বলে যায় হরিয়া, ‘খেয়েদেয়ে বাসনগুলো ভিজিয়ে রেখে দেবে। আমি মেজে দেব। তোমাকে ভাবতে হবে না।’
শুধু কি বাসন? বেশ একটু বেলা করে আসে হরিয়া। ততক্ষণে জামাকাপড়গুলোও মেশিনে কাচা হয়ে যায়। ভাত খেয়ে বাসন ধুয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে ঘর-বারান্দা সব মুছে দেয় ও। কী সুন্দর কাজ! কে বলবে ওইটুকু ছেলে করেছে এসব! মলিনা না আসাতে ক’দিন ধরে বড্ড আতান্তরে পড়েছিল। এখন ওই ছেলের ওপর মনে মনে কৃতজ্ঞই রঞ্জা। দু’মুঠো ভাতের বিনিময়ে এত কাজ কে করে দেবে? অবশ্য দু’মুঠো মানে দু’মুঠোই দেয় না ও। যথেষ্ট পরিমাণ দেয়। সঙ্গে ডাল-মাছ-তরকারি সব। তার বিনিময়ে এটুকু কি খুব বেশি নেওয়া? মনে এলেও নিজেকে দমন করে রঞ্জা। ও তো আর নিজে থেকে বলেনি। হরিয়াই প্রস্তাব দিয়েছে। 
রোজ খেয়েদেয়ে কাজকর্ম করে নিঃশব্দে চলে যায় ছেলেটা। আবার বিতান স্কুল থেকে ফিরলে গুটি গুটি পায়ে এসে হাজির হয়। ওই বারান্দাতেই বইপত্র নিয়ে বসে দু’জন। প্রথম প্রথম একটা ভয় ছিল রঞ্জার। কিন্তু ক’দিন যেতেই নিঃশঙ্ক হয়েছে! নাহ! বিতান কিছু জানতে পারেনি। অবশ্য ক’টা দিনই। মলিনা এসে গেলে আর ওকে দিয়ে কাজ করাবেও না রঞ্জা। যে ক’দিন না আসে করছে করুক।
‘হল তোর ?’ ফোন থেকে চোখ তুলে তাকায় রঞ্জা।
‘আর মাত্তর এই ক’টা।’ হাত চালাতে চালাতেই হাসিমুখে উত্তর দেয় হরিয়া।
চেয়ে চেয়ে দেখে রঞ্জা। পরিপাটি করে ঘরদোর মুছে ফেলেছে ও। জামাকাপড় মেলে দিয়ে এসেছে ছাদে। এবার বাসন মেজে রান্নাঘরটা মুছে দিলেই কাজ শেষ। হঠাৎ ওর পরনের জামাটার দিকে নজর পড়ে যায়। এহে! জামাটা একদম ছেঁড়া যে! বিতানের বেশ কিছু পুরোনো জামা, প্যান্ট তো পড়েই রয়েছে। দিয়ে দিলেই হয়। পরে বাঁচবে ছেলেটা। ক’দিনে কেমন মায়াও পড়ে গিয়েছে যেন!
—মা, দরজা খোলা কেন? তুমি গেট দিতে ভুলে গেছ?
ধড়ফড় করে উঠে দাঁড়ায় রঞ্জা। দরজার সামনে বিতান! এখন কী করে এল ও? স্কুল ছুটি হয়ে গেল! ক’টা বাজে? ততক্ষণে বিতানের চোখ হরিয়ার দিকে।
—তুই? কী করছিস ওখানে?
‘ওই থালাটা— মানে—’ থতমত খেয়ে যায় হরিয়া।
‘বাসন মাজছিস?’
‘না, না। আমার খাওয়ার থালাটা ধুয়ে রাখছি।’ আর্তস্বরে বাধা দেবার চেষ্টা করে হরিয়া।
‘ওহ। আচ্ছা।’ বিতানের হাসিভরা চোখ সামনের মাজা বাসনগুলোর ওপর দিয়ে ঘুরে এসে হরিয়ার চোখে স্থির হয়।
‘রোজই মেজে দিচ্ছিস তো? আর ঘর মোছা, কাপড় কাচা—এগুলো ? করছিস না?’
‘না, না।’ সামাল দেবার চেষ্টা করে হরিয়া।
‘কেন? করে দে। কি মা? মলিনা মাসি আসছে না তো। করে দিক। ভাত খাচ্ছে তো! তাই না?’
হাসিমুখে মায়ের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকায় বিতান। সে চাউনির সামনে কেঁপে ওঠে রঞ্জা। কী অদ্ভুত চাউনি বিতানের চোখে! কী ওখানে? ঘৃণা নাকি বিদ্রুপ? ওই ঠোঁটের কোণে ও কী হাসি? কবে এমন তির্যক হাসি হাসতে শিখল ওর চোদ্দো বছরের ছেলে! স্তব্ধ হয়ে চেয়ে থাকে রঞ্জা। একটা শব্দও আর উচ্চারণ করতে পারে না ও। আত্মজের দৃষ্টির কশাঘাত কী ভীষণ! কী ভয়ঙ্কর নির্মম! 
অঙ্কন: সোমনাথ পাল
09th  June, 2024
গুপ্ত রাজধানী: মজনু কা টিলা
সমৃদ্ধ দত্ত

জাহাঙ্গির: হিন্দুদের আরাধ্য পরমেশ্বর আর ইসলামের সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে বলুন।  বিশদ

09th  June, 2024
আজও রহস্য: মৃত্যুর রাস্তা
সমুদ্র বসু

বৈচিত্র্যময় ভারতবর্ষের বিচিত্র সব জায়গা। যাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব  কিংবদন্তি। সত্যি মিথ্যার বিতর্ক সরিয়ে রাখলে এই কিংবদন্তি যে জায়গার আকর্ষণ বৃদ্ধি করে তা নিয়ে সন্দেহ নেই। আর সেই সব কিংবদন্তি যদি রহস্য ও অলৌকিক সম্পর্কিত হয় তাহলে কৌতূহলীর অভাব হয় না। বিশদ

09th  June, 2024
প্রেশার
মহুয়া সমাদ্দার

বাসে বসে প্রথমেই শিপ্রাদিকে ফোন করল মিত্রা। গতকাল থেকে ভীষণ ব্যস্ততায় আর ফোন করা হয়ে ওঠেনি তার। শিপ্রাদি ফোন ধরতেই মিত্রা বলল, ‘দিদি, আমি বাসে আছি। বাসস্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর মিনিট পনেরো-কুড়ি লাগবে।’ একটু ভয়ে ভয়েই বলল। বিশদ

26th  May, 2024
গুপ্ত রাজধানী: মখদম সাহিবের তাবিজ রহস্য
সমৃদ্ধ দত্ত

সেই তাবিজটা কোথায়? ওই তাবিজ যদি ইব্রাহিম লোধি পরে থাকতেন, তাহলে কি এত সহজে সমরখন্দ, ফরঘনা, তৈমুর লং আর চেঙ্গিজ খানের সম্মিলিত এক শক্তিশালী পেডিগ্রি থাকলেও জহিরউদ্দিন মহম্মদ বাবরের হাজার দশেক সেনার কাছে লোধি পরাস্ত হতেন? বিশদ

26th  May, 2024
অতীতের আয়না: তপ্ত দিনে তৃপ্তির স্নান
অমিতাভ পুরকায়স্থ

চৈত্রের শেষ থেকেই  ট্রেনে-বাসে, হাটে-বাজারে বা সমাজ মাধ্যমের দেওয়ালে উঠে আসে প্রতিদিন গরমের রেকর্ড ভাঙার আলোচনা। চল্লিশ ডিগ্রি পেরিয়েও আরও একটু উচ্চতা ছোঁয়ার জন্য যেন সকাল থেকেই প্রস্তুতি শুরু করেন সূয্যি মামা। বিশদ

26th  May, 2024
মহাপাপ
প্রদীপ আচার্য

 

দরদর করে ঘামছিলেন বিজন। প্রায় অন্ধকার ঘরে একা বসে আছেন তিনি। তাঁর মাথাটা নুইয়ে আছে। চিবুক ঠেকে আছে বুকে। চেয়ারে ওভাবে ভেঙেচুরে বসে বসেই একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। অপমানিত, লাঞ্ছিত আর কলঙ্কিত বিজনের সামনে এখন এই একটাই মুক্তির পথ খোলা। বিশদ

19th  May, 2024
আজও রহস্য আকাশবাণীর অশরীরী
সমুদ্র বসু

রহস্য, ভৌতিক-অলৌকিক চিরকালই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশ্বাস-অবিশ্বাস, সত্যি-মিথ্যার দ্বন্দ্ব সত্ত্বেও এর কৌতূহল অনস্বীকার্য। আজকে আমরা জানব খাস কলকাতায় অবস্থিত তেমনই এক জায়গার কথা, অতীত  হয়েও যা বর্তমান। বিশদ

12th  May, 2024
অসমাপ্ত
সায়ন্তনী বসু চৌধুরী

মাতৃসঙ্ঘ ক্লাবের সামনে পৌঁছে মার্জিত ও অভ্যস্ত কণ্ঠে ক্যাব ড্রাইভার বলল, ‘লোকেশন এসে গিয়েছে ম্যাডাম।’  বিশদ

12th  May, 2024
গুপ্ত রাজধানী রহস্যময় লৌহস্তম্ভ
সমৃদ্ধ দত্ত

একটি লৌহস্তম্ভ কতটা পথ অতিক্রম করেছে? একটি লৌহস্তম্ভ কীভাবে একটি শহরের জন্মবৃত্তান্তকে নিয়ন্ত্রণ করতে পারে? একটি লৌহস্তম্ভ মরচে লেগে কেন পুরনো হয় না? একটি লৌহস্তম্ভ কবে প্রথম প্রোথিত হল? কোথায় তার জন্মস্থান? বিশদ

12th  May, 2024
জীবন যখন অনলাইন
অনিন্দিতা বসু সান্যাল

বেণী-সমেত লম্বা চুলের ডগাটা কাটতে কাটতেই ফোনটা এল। সকাল সাতটা। খবরের কাগজ অনেকক্ষণ আগেই ফেলে গিয়েছে চারতলার ফ্ল্যাটের বারান্দার সামনে। ভোরেই ওঠার অভ্যেস মন্দিরার। বিশদ

28th  April, 2024
মেট্রোর দুপুর

সিঁড়ির শেষ ধাপে পৌঁছে দাঁড়িয়ে পড়ল দীপন। কারণ দুটো— এক, এতগুলো সিঁড়ি লাফিয়ে লাফিয়ে উঠে একটু না দাঁড়ালে আর পারা যাচ্ছিল না। দুই, সামনে মধ্য দুপুরের কলকাতা বৈশাখের রোদে ঝলসাচ্ছে। পা রাখার আগে এটাই শেষ সুযোগ। পকেট থেকে সেলফোনটা বের করল। বসে পড়ল মেট্রোর সিঁড়িতে। চোখ রাখল স্ক্রিনে। 
বিশদ

21st  April, 2024
অথ দাম্পত্যচরিতম
সোমজা দাস

যে লোকটা ফুলকুল্লি স্টেশনের লাগোয়া বিন্তিমাসির চায়ের দোকানে প্রতি সপ্তাহের মঙ্গল আর শুক্কুরবার বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি বসে থাকে, ওই যে যার মাথায় খড়খড়ে মরচে রঙের চুল, গালে চটামটা লালচে দাড়ি, উদাস চোখ, তার কথা বলছি। সে-ই দশানন দাস।    বিশদ

07th  April, 2024
ছোট গল্প: বন্ধনহীন গ্রন্থি
বিতস্তা ঘোষাল

—অনেকদিন তোমার পোস্ট আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে না। আজ একজন বললেন, তোমার হ্যাজব্যান্ড চলে গেলেন। তিনি তোমার পেজ শেয়ারও করলেন। আমি জানতাম না অনিকেত তোমার স্বামী। ওঁর সঙ্গে বহুদিন আগে আমার দেখা হয়েছিল। বিশদ

31st  March, 2024
গুপ্ত রাজধানী: দারা শিকোহের গ্রন্থাগার
সমৃদ্ধ দত্ত

রামায়ণকে বুঝতে হলে, হিন্দু শাস্ত্রের অন্তর্নিহিত দর্শনকে আত্মস্থ করতে হলে, যোগ বশিষ্ট পাঠ করা দরকার। আর শুধু পাঠ করা নয়, প্রজাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহকে একথা বলেছিলেন দরবারের অন্যতম হিন্দু পণ্ডিত চন্দ্রভান ব্রাহ্মণ। বিশদ

31st  March, 2024
একনজরে
রাজ্যে মোট কতগুলি শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। ভোট মেটার পর আদর্শ আচরণ বিধি উঠে গেলেও রাজ্যে রয়ে গিয়েছে ...

ভুয়ো চালান ব্যবহার করে নদী থেকে যেন বালি না ওঠে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের ডেকে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এভাবেই সতর্ক করেছেন। বৃহস্পতিবার বন ও ভূমি দপ্তরের স্থায়ী সমিতির বৈঠক ছিল। ...

ঘোলা জল ঘিরে রাজনীতি বালুরঘাটে। অভিযোগ, গত সাতদিন ধরে পুরসভা বাড়ি বাড়ি যে পানীয় জল সরবরাহ করছে তা ঘোলা। ট্যাপ থেকে বেরচ্ছে লাল জল। ...

আইএসএলের সর্বাধিক গোলদাতা দিমিত্রিয়াস ডায়ামান্টোকোসকে সই করিয়ে দলবদলের বাজার জমিয়ে দিল ইস্ট বেঙ্গল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সপরিবারে অদূরবর্তী স্থানে ভ্রমণে আনন্দলাভ। কাজকর্মে কমবেশি ভালো। সাহিত্যচর্চায় আনন্দ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বায়ু দিবস
১৭৫২: আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির সাহায্যে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করেন
১৭৫৯: ঔরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে আরোহণ করেন
১৮৪৮: বিখ্যাত ও ঐতিহাসিক বার্লিন শহরকে জার্মানির রাজধানী হিসাবে ঘোষণা করেন
১৮৫৪: কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়
১৮৫৫: ব্রিটেনে সংবাদপত্রের উপর থেকে কর তুলে দেওয়া হয়
১৮৯৬: জাপানে সুনামিতে ২২ হাজার মানুষের মৃত্যু
১৮৯৯: ভারতীয় ভাস্কর,চিত্রশিল্পী এবং ললিত কলা একাডেমীর প্রতিষ্ঠাতা-সভাপতি দেবীপ্রসাদ রায়চৌধুরীর জন্ম
১৯০৮: কলকাতা স্টক এক্সচেঞ্জ চালু হয়
১৯৫০: শিল্পপতি লক্ষ্মী মিত্তালের জন্ম
১৯৫৩: চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের জন্ম
১৯৬০: বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়
১৯৬৯: জার্মানির গোলকিপার অলিভার কানের জন্ম
১৯৭৭: দীর্ঘ ৪০ বছর পর স্পেনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়
১৯৮৬: ভারতে বিপ্লবী সমাজতন্ত্রী দলের (R.S.P.) অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য তারাপদ লাহিড়ীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৭২ টাকা ৮৪.৪৬ টাকা
পাউন্ড ১০৪.৮৬ টাকা ১০৮.৩৪ টাকা
ইউরো ৮৮.২০ টাকা ৯১.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১৫ জুন, ২০২৪। নবমী ৫৪/৩ রাত্রি ২/৩৩। উত্তরফাল্গুনী নক্ষত্র ৮/১৫ দিবা ৮/১৪। সূর্যোদয় ৪/৫৫/৩৮, সূর্যাস্ত ৬/১৮/১৬। অমৃতযোগ দিবা ৩/৩৮ গতে অস্তাবধি। রাত্রি ৭/১ গতে ৭/৪৩ মধ্যে পুনঃ ১১/১৫ গতে ১/২৪ মধ্যে পুনঃ ২/৪৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৫/৪৯ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১২/৩ মধ্যে। বারবেলা ৬/৩৬ মধ্যে পুনঃ ১/১৭ গতে ২/৫৭ মধ্যে পুনঃ ৪/৩৮ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৮ মধ্যে পুনঃ ৩/৩৬ গতে উদয়াবধি।   
৩২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১৫ জুন, ২০২৪। নবমী রাত্রি ১/১২। উত্তরফাল্গুনী নক্ষত্র দিবা ৭/৫২। সূর্যোদয় ৪/৫৫, সূর্যাস্ত ৬/২০। অমৃতযোগ দিবা ৩/৪২ গতে ৬/২০ মধ্যে এবং রাত্রি ৭/৫ গতে ৭/৪৭ মধ্যে ও ১১/২০ গতে ১/২৮ মধ্যে ও ২/৫৩ গতে ৪/৫৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৪ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৮ মধ্যে। কালবেলা ৬/৩৬ মধ্যে ও ১/১৮ গতে ২/৫৯ মধ্যে ও ৪/৪০ গতে ৬/২০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৫৫ মধ্যে। 
৮ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
এখন কেমন আছেন সন্ধ্যা রায়
হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। বুক ধড়পড় ও ...বিশদ

07:14:26 PM

ইউরো কাপ ২০২৪: ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারাল স্পেন

11:32:54 PM

ইউরো কাপ ২০২৪: স্পেন ৩ : ক্রোয়েশিয়া ০ (হাফটাইম)

10:25:41 PM

ইউরো কাপ ২০২৪: স্পেন ২ : ক্রোয়েশিয়া ০ (৩৩ মিনিট)

10:09:28 PM

ইউরো কাপ ২০২৪: স্পেন ১ : ক্রোয়েশিয়া ০ (৩০ মিনিট)

10:07:05 PM

টি-২০ বিশ্বকাপ: মাঠ ভিজে থাকার কারণে ভারত বনাম কানাডার ম্যাচ বাতিল

09:13:01 PM