Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

অস্তরাগ
সোমনাথ বসু

সেই কবে মুকুল দত্ত লিখেছিলেন, ‘চোখের জলের হয় না কোনও রং, তবু কত রঙের ছবি আছে আঁকার...’। সত্যি, মনের কত ক্যানভাস ভিজেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। টিভির পর্দায় তাঁর কান্না দেখে চোখ ছলছল করে ওঠে ফুটবলপ্রিয় বাঙালির। এ তো সিআরসেভেনের নয়, মহামানবের কান্না। তিনিও আমাদের মতো। আনন্দে শিশুর মতো হেসে ওঠেন। আবার না পারার ব্যর্থতা তাঁকে ভাবায়। আমরা না হয় অনেক দূরে থাকি। কিন্তু গ্যালারিতে হাজির পঞ্চাশ হাজার দর্শক। তাঁদের কথা কি একবারের জন্য মনের কোণে এল না রোনাল্ডোর? 
অস্তরাগ এমনই। পারফরম্যান্সের সূর্য মধ্যাহ্ন পেরলেই অ্যালার্মের মতো বাজে। কানের সামনে অস্ফুটে কে বলে ওঠে, ওরে এবার থাম। কিন্তু মহামানবীয় পরিধি তা শুনবে কেন? সে তো সাফল্যের এক মিনার থেকে অপর মিনারে পৌঁছনোর স্বপ্ন দ্যাখে। আর যা নিষ্ঠুর বাস্তবের কাছে অধিকাংশ সময়েই ভেঙে খানখান হয়। ক’জনই বা চুনী গোস্বামী কিংবা সুনীল মনোহর গাভাসকর হতে পারেন? ১৯৬৭’তে চুনী ফুটবল ছাড়ার পর বছর তিনেক মোহন বাগান তাঁবুর আনাচেকানাচে অনেকেই আক্ষেপের সুরে বলেছেন, ‘আহা, ও যদি থাকত!’ আর সুনীল গাভাসকরের শেষ টেস্ট ইনিংসটা মনে করুন। সালটা ১৯৮৭। বেঙ্গালুরুর ভাঙা পিচে কপিবুক ৯৬ রান। সানির অবসরের পর ক্রিকেটপ্রেমীরা বলতেন, ‘আরও কিছুদিন আরামসে খেলতে পারত ও।’
কাতার বিশ্বকাপেই সেই বিদায়ঘণ্টা শুনতে পেয়েছিলেন রোনাল্ডো। পর্তুগালের প্রথম একাদশে তিনি অটোমেটিক চয়েস নন, বুঝতে পেরে কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গে তাঁর মতবিরোধ হয়। অজানা-অচেনা গনসালো র‌্যামোস হ্যাটট্রিক করে প্রচারের আলো শুষে নিয়ে চলে যাবেন আর তাঁকে থাকতে হবে রিজার্ভ বেঞ্চের আড়ালে, এ কি মেনে নেওয়া সম্ভব? কিন্তু কিছু করারও নেই। অনুশীলনে সময় বাড়ালেও বয়স তো আর থেমে নেই। ভাঁটা পড়েছে রিফ্লেক্সে। কোমরের দোলায় তাই নেই অতীতের ছন্দ। ফ্রি-কিকও কেমন যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় মত্ত। তাই বুটজোড়া তুলে রাখার ফিসফাস চারদিকে। এই আবহেই জার্মানিতে পা রাখেন পর্তুগিজ মহাতারকা। তাঁর সৌজন্যেই এবার কোচের দায়িত্বে রবার্তো মার্তিনেজ। প্রতিটি ম্যাচে তাই প্রথম একাদশে তিনি নিশ্চিত। রোনাল্ডো ভেবেছিলেন, চেষ্টায় তো কোনও ত্রুটি নেই। একটা ফিল্ড গোলই তাঁকে ফিরিয়ে দেবে যাবতীয় আত্মবিশ্বাস। কিন্তু না! ৩৯ বছরে ফিট থাকার রসায়ন রোনাল্ডোকে পুরনো ফর্মে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়। এখন বল ধরলে বিপক্ষ ডিফেন্ডাররা তাঁর চোখে চোখ রাখতে পারেন। কেড়ে নেন অবলীলায়। আর এখানেই নিজের উপর রাগ হয় রোনাল্ডোর। জীবনের পটচিত্রে তাই তাঁর কান্না দুর্বলতার নয়, অতীতকে ছুঁতে না পাওয়ার প্রতীক। 
জুভেন্তাস ছেড়ে সৌদি আরবে পাড়ি দেওয়ার সময় বোঝা গিয়েছিল, বুটজোড়া তুলে রাখার ডাক পেয়েছেন সিআরসেভেন। ইউরোপিয়ান লিগে না থাকলে কৌলিন্য ভেসে যায় নদীর জলে। কিন্তু তিনি তো হারতে শেখেননি। শোনেননি রবীন্দ্রনাথের সেই গান, ‘তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার’। 
শুধু রোনাল্ডোই নন, আমরা প্রত্যেকে জীবনের আলোর দিকগুলি দেখতে ভালোবাসি। অন্ধকারকে তখন মনে হয় অন্য গ্রহের প্রাণী। কিন্তু এ জীবন তো শুধুই প্রাপ্তির নয়, কিছু হারানোরও বটে। রোনাল্ডো চিরকালই এক্সটোভার্ট। ফুটবল মাঠে তাঁর অভিব্যক্তির মধ্যে কোনও ঢাকঢাক গুড়গুড় নেই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলতে পারেন, ‘আয়াম দ্য বেস্ট’। কিন্তু বেস্টকেও তো রেস্ট নিতে হয়। আমরা তো মানুষ। ভগবান নই। মনে কি পড়ে, অমিতাভ বচ্চনের সেই ডায়লগ, ‘মর্দ কো দর্দ নেহি হোতা’। কিন্তু সে তো সিনেমা। বাস্তবের সঙ্গে যার মিল নেই। তাই ‘কুলি’ শুটিংয়ের চোটের ব্যথা এখনও ভুলতে পারেননি বিগ বি।
মোদ্দা কথা হল, রোনাল্ডো চলে এসেছেন তাঁর কেরিয়ারের সায়াহ্নে। অতীতের সঙ্গে এখনও নিজেকে মেলাতে চাইছেন তিনি। কিন্তু জীবন খাতার হিসেবনিকেশ সবসময় মেলে না।
জাতীয় সঙ্গীতের সময় নাকি তাঁর ঠোঁট নড়ে না। সেরা পারফরম্যান্স তুলে রাখেন যৌবনের উপবন বার্সেলোনার জন্য। পান থেকে চুন খসলেই লিও মেসির দিকে ধেয়ে আসত এরকম সমালোচনা। কিন্তু কাতার বিশ্বকাপের পর সবাই চুপ। কিন্তু মেসি বুঝেছেন, কেরিয়ারে ইতি টানার সময় এসেছে। তাহলে এখনও খেলছেন কেন? প্রশ্নটা সহজ আর উত্তর ও তো জানা। ২০২২ বিশ্বকাপের আগে আকাশছোঁয়া চাপ নিয়ে মাঠে নেমেছেন বাঁ পায়ের জাদুকর। ডিয়েগো মারাদোনার উত্তরসূরির কাছে সবাই বিশ্বসেরা হওয়ার আব্দার করেছেন। ২০১৪’য় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলে তা প্রায় স্পর্শ করে ফেলেছিলেন লিও। কিন্তু গঞ্জালো ইগুয়েনের জন্য তা হয়নি। দোহায় তাই ট্রফি তোলার পর মেসিকে বলতে শুনেছি, ‘এবার তো ফুটবল উপভোগ করব। বিশ্বসেরা হয়ে মাঠে নামার আনন্দই আলাদা।’
তাহলে কি মেসির কেরিয়ারে শুধুই আলো? একেবারেই নয়। টাইম মেশিনে পিছিয়ে যান বছর আটেক। ২০১৬ সাল। কোপা আমেরিকার ফাইনালে ক্লদিও ব্র্যাভোর চিলির কাছে হারের পর তাঁকে কাদতে দেখেছিল গোটা বিশ্ব। দুম করে নিয়েছিলেন অবসরের সিদ্ধান্তও। হতাশ হয়েছিল আর্জেন্তিনাবাসী। অনেক দূরে থাকা বাঙালিরাও। কিন্তু এএফএ’র প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার পরামর্শে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন মেসি। ভাগ্যিস। না হলে তাঁর হাতে বিশ্বকাপ দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত থাকতে হতো আমাদের। 
রোনাল্ডোর জীবনে অন্তর্মুখী শব্দটাই নেই। বিশ্বকাপে প্র্যাকটিস সেশনেও টিমবাস থেকে নামার মুহূর্তে প্রসারিত থাকে তাঁর দু’কাধ। ব্যতিব্যস্ত নিরাপত্তারক্ষীরা। একঝাঁক স্নিফার ডগের চিৎকার। সেসব চিরেই এগিয়ে চলেন মহাতারকা। বান্ধবীর সঙ্গে নিভৃতেও একইরকম থাকে তাঁর শরীরীভাষা। মেসির আবার অনাড়ম্বর জীবনযাপনই পছন্দ। আবেগ থাকলেও তা বাঁধনহীন নয়। বার্সেলোনা ছেড়ে পিএসজি’তে গিয়ে ফুল ফুটিয়েছেন তিনি। কিন্তু অন্তরের সেই ডাক শুনতে পেয়েই প্যারিসে বেশিদিন থাকলেন না। মধ্যপ্রাচ্যের অত্যন্ত লোভনীয় অফার ছেড়ে যোগ দিলেন ইন্তার মায়ামিতে। বাকিটা সবারই জানা! 
চলতি কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্তিনা। ভারতীয় সময় সোমবার সকালে খেতাবি লড়াইয়ে স্কালোনি-ব্রিগেডের মুখোমুখি কলম্বিয়া। এই ম্যাচ মুক্তমনেই খেলবেন মেসি। জিতলে ভালো। আর উল্টোটা হলেও ক্ষতি কিছু নেই। অবসর নিয়ে ইতিমধ্যে একাধিকবার মুখ খুলেছেন। কিন্তু তাঁর বক্তব্য স্পষ্ট নয়। ইচ্ছে করেই বজায় রাখছেন ধোঁয়াশা। আসলে খেলা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া যে সহজ নয়। মেসি এখনও দ্বিধায়। ফুটবল থেকে তাঁর আর কিছুই পাওয়ার নেই। তা সত্ত্বেও প্রচারের আলো সরে যাওয়ার ভয় বাকিদের মতো লিওর’ও আছে। 
রোনাল্ডোর সঙ্গে এই ব্যাপারে মেসির অমিল প্রচুর। দু’টি বিশ্বকাপ কভার করার অভিজ্ঞতার ঝাঁপি বলছে, পর্তুগাল দলে রোনাল্ডো অজাতশত্রু নন। আড়ালে-আবডালে তাঁকে নিয়ে চর্চা হয়। নেতৃত্বে ব্রুনো ফার্নান্ডেজ। কিন্তু আর্জেন্তিনায় মেসি একেবারে আদর্শ নেতা। লাওতারো মার্তিনেজ-এমিলিয়ানো মার্তিনেজরা তাঁর জন্য মাঠে নিজেদের জীবন পর্যন্ত বাজি রাখতে পারেন। লিও মেসি এরকমই। মাঠে নামলেই তিনি মহাতারকা। কিন্তু বাকি সময়ে নিতান্ত সাদামাটা একজন মানুষ। 
এলএমটেনের বয়স এখন ৩৭। আগামী বিশ্বকাপ এখনও বছর দুয়েক দূরে। ছেলেবেলার বন্ধু তথা স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে এই ব্যাপারে আলোচনাও হয়েছে একান্তে। কিন্তু আরও একটু ভাবনাচিন্তা করতে চান মেসি। এটা ঠিক যে, বয়সের ভার তাঁর পারফরম্যান্সেও থাবা বসিয়েছে। কমেছে গতি, স্কিল। না হলে ইউরোপিয়ান সার্কিটে এখনও দেখা যেত তাঁকে। 
মেসির অন্তরঙ্গ বন্ধু সের্গিও আগুয়েরো মাসখানেক আগে স্প্যানিশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগামী বিশ্বকাপে ও নামতে পারে। শুধু প্রয়োজন ক্লাব স্তরে বেছে বেছে ম্যাচ খেলা। কেন জানি না, রোনাল্ডোর পাশাপাশি লিওর অবসর নিয়েও প্রশ্ন উঠছে। দু’জনের খেলার ধরন তো আলাদা। ফিটনেস ও রিফ্লেক্সে সামান্য ঘাটতি থাকলেই রোনাল্ডোর পারফরম্যান্সের গ্রাফ পড়বে। তাছাড়া ও এখন ৩৯। এটা ঠিক যে, মেসি এখন কেরিয়ারের সায়াহ্নে। তবে নিজের দিনে বিপক্ষকে শেষ করে দেওয়ার ক্ষমতা ওর রয়েছে। তাই আশা করব, ফুটবলপ্রেমীদের জন্যই আগামী বিশ্বকাপে খেলবে লিও।’
তাঁর অবসর নিয়ে অপেক্ষা ছাড়া আর অন্য কোনও উপায় নেই। কারণ, কোথায় থামতে হয় তা নিশ্চয়ই মেসি জানেন। এখন দেখার, তাঁর কেরিয়ারের গোধূলি কতটা দীর্ঘায়িত হয়? 
 গ্রাফিক্স : সোমনাথ পাল
 সহযোগিতায় : সত্যেন্দ্র পাত্র
14th  July, 2024
মলমাস
রোহিণী ধর্মপাল 

জিন্স পরিহিতা রীতিমতো আধুনিকা বললেন, ‘ঠাকুরমশাই, গৃহপ্রবেশে কোনও ত্রুটি রাখতে চাই না। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ হলে আমাদের খুব সুবিধা হয়।’ অফিসের ফোন আসায় একটু দূরে দাঁড়িয়ে কথা বলছিলেন সঙ্গী যুবক। এবার ফোনটা মিউট করে সুবেশ ছেলেটি বললেন, ‘তারপরেই আসলে আবার আমাদের অস্ট্রেলিয়া ফিরতে হবে তো! বিশদ

মলিন মানুষ
সন্দীপন বিশ্বাস

সারা বাড়ি আনন্দে গমগম করছে। আত্মীয়-স্বজনদের ভিড়ে যেন উৎসবের হাট বসেছে। বাড়ির একমাত্র ছেলে শুভদীপের বিয়ে। বিয়ের দিন সবাই সেজেগুজে প্রস্তুত। এখনই বর বেরবে। দেরি হয়ে যাচ্ছে। বাবা তাড়া দিচ্ছে শুভদীপকে। ‘তাড়াতাড়ি বেরো। এতটা পথ যেতে হবে। সময়মতো পৌঁছতে না পারলে সমস্যা হয়ে যাবে।’  বিশদ

যব ছোড় চলে...

আজ, ১ সেপ্টেম্বর নবাব ওয়াজেদ আলি শাহের মৃত্যুদিন। ১৩৭ বছর আগে নির্বাসিত নবাবের মৃত্যু ঘিরে আজও রয়েছে হাজারো প্রশ্ন। মেটিয়াবুরুজ ঘুরে সেই অতীতের অনুসন্ধান করলেন অনিরুদ্ধ সরকার।
বিশদ

01st  September, 2024
বর্ষামঙ্গল
শ্যামল চক্রবর্তী

কেশববাবু ছাতা কিনেছেন। প্রয়োজনে নয়, দুঃখে! হেড অফিসের ছোটবাবু কেশব দে রিটায়ার করার পর থেকেই দিনরাত স্ত্রীর গঞ্জনা শুনতে শুনতে, এক বর্ষার সকালে বেরিয়ে পড়েছেন। গণশার দোকানে পাউরুটি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে মেট্রোগামী অটোতে চেপে বসলেন। বিশদ

25th  August, 2024
কেন মেঘ আসে...
কলহার মুখোপাধ্যায়

‘মেঘের পরে মেঘ জমেছে...’, তবে এই তো আর ক’দিন। এক কী দেড় মাস! তার মধ্যেই দুগ্গা চলে আসবে। তখন আকাশ ফুঁড়ে রোদ্দুর। মেঘগুলোর রং যাবে সব পাল্টে। আইসক্রিম আইসক্রিম মেঘ চড়ে বেড়াবে আকাশে। তখন মালতির একটু স্বস্তি। বিশদ

25th  August, 2024
’৪২-এর কলকাতা

‘ব্রিটিশ ভারত ছাড়ো...’ গান্ধীজির ডাকে ১৯৪২ সালের আগস্টে রাস্তায় নেমেছিল কলকাতাও। আম বাঙালির প্রতিবাদের সেই ইতিহাস ফিরে দেখলেন সৌম্যব্রত দাশগুপ্ত। বিশদ

18th  August, 2024
মৃত্যুর মুখোমুখি

কারাগারের নিস্তব্ধতা চিরে ছুটে আসছে শব্দ। মুজফ্‌ফরপুর জেলের কোনায় কোনায় তখনও জমাট বাঁধা অন্ধকার। কনডেমড সেলের মেঝেয় চুঁইয়ে পড়েছে সামান্য আলোর রেখা। সেই আলোয় স্পষ্ট দূরের অন্ধকারে শক্ত কাঠের পাটাতনে দুলতে থাকা মরণ-রজ্জু। বিশদ

18th  August, 2024
বেগম, কন্যা ও রবীন্দ্রনাথ
সমৃদ্ধ দত্ত

‘ম্যাডাম, আমাদের সোর্স খুব কিন্তু কনফার্মড! খুব ডেলিকেটও। বাইরে এই খবরটা চলে গেলে সমস্যা হবে।’ বললেন আর এন কাও। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর প্রধান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে। কী করা উচিত? ম্যাডাম হলেন প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী চিন্তিত মুখে বললেন, ‘তাহলে আমাদের কোনও অফিসারকে এর মধ্যে ইনভলভ করার দরকার নেই। আপনি নিজেই যান।’ 
বিশদ

11th  August, 2024
পদ্মাপারে চীনের ফুটপ্রিন্ট

আমেরিকাকে ‘সবক’ শেখাতে শেখ হাসিনা জড়িয়ে ধরেছিলেন চীনকে। তাঁর শেষ চীন সফর—৮ জুলাই।বেজিংয়ের জন্য বাংলাদেশের দুয়ার হাট করে খুলে দিয়েছিলেন হাসিনা।
বিশদ

11th  August, 2024
অবন ঠাকুরের বাগানবাড়ি

কলকাতার খুব কাছেই কোন্নগরে গঙ্গার পশ্চিম তীরে ‘অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাগানবাড়ি’, যেন একটুকরো ছোট্ট শান্তিনিকেতন। ‘জোড়াসাঁকোর ধারে’ বইয়ে যে বাড়ির স্মৃতিচারণ করেছেন অবন ঠাকুর। সেই বাগান বাড়ি ঘুরে তার হারিয়ে যাওয়া ইতিহাসের অনুসন্ধান করলেন অনিরুদ্ধ সরকার বিশদ

04th  August, 2024
রং কই রং দাও? গুরুর আদেশ! রং তুলি নিয়ে বসলেন নন্দলাল। তারপর..? 
সুশোভন অধিকারী, প্রাক্তন কিউরেটর নন্দন, কলাভবন বিশ্বভারতী শান্তিনিকেতন 

শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের অনেক সত্ত্বা ছিল। তিনি যেমন কড়া শিক্ষক, তেমনই ছিলেন ছাত্র অন্তঃপ্রাণ। শিল্পের জন্যই তিনি নিবেদিত ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর কাকা-ভাইপোর সম্পর্ক। বয়সের ব্যবধান মাত্র ১০ বছর। কিন্তু, লেখায় রবীন্দ্রনাথ, আঁকায় অবন ঠাকুর, এ এক অদ্ভুত মেলবন্ধন। বিশদ

04th  August, 2024
উত্তমপুরুষ: সিঁড়ি থেকে নামার সময় মাথা ঘুরে পড়ে গেলেন উত্তমদা
রঞ্জিত মল্লিক

উত্তম কুমারের সঙ্গে আমার গোটা পাঁচেক ছবি করার সৌভাগ্য হয়েছিল। প্রথম ছবি ছিল ‘মৌচাক’। আর শেষ ছবি ‘ওগো বধু সুন্দরী’। প্রথমেই একটা কথা বলে রাখা ভালো, আমি এরকম সারা ভারতে দেখিনি। পৃথিবীতেও আর কোথাও আছে কিনা জানি না। বিশদ

28th  July, 2024
উত্তমপুরুষ: হাত নাড়তে নাড়তে ইডেনে নামলেন উত্তম জেঠু 
শাশ্বত চট্টোপাধ্যায়

বাবার (শুভেন্দু চট্টোপাধ্যায়) সঙ্গে যখন উত্তম কুমার কাজ করছেন, আমি তখন খুবই ছোট। কাজেই উত্তম কুমার কী, কেন, সেই বিষয়ে আমার কোনও আগ্রহই ছিল না। বিশদ

28th  July, 2024
ট্রাম্প ফিভার!
মৃণালকান্তি দাস

১৯৮১ সালের ৩০ মার্চ। আমি থেরাপিস্টের অফিসে বসে রয়েছি। একটু পরেই আমার শরীরে থেরাপি দেওয়া হবে। আচমকা এক সিক্রেট সার্ভিস এজেন্ট হুড়মুড় করে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। প্রথমে আমি খুবই রেগে গিয়েছিলাম। আমি ভাবলাম, ‘লোকটা আর সময় পেল না! আমার থেরাপি সেশনে ফট করে ঢুকে পড়ল?’ বিশদ

21st  July, 2024
একনজরে
হরিরামপুরে দু’মাস ধরে মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। কিশোরীর অভিযোগ পাওয়ার পর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি হরিরামপুর থানার গোকর্ণ এলাকায়। ...

লখনউয়ে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ...

সকালে ৩২টি ওয়ার্ডের রাস্তা পরিষ্কার করা হয়। পাশাপাশি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহও করে উলুবেড়িয়া পুরসভা। এবার রাতেও রাস্তা পরিষ্কার রাখার উদ্যোগ নিল তারা। শনিবার রাতে ...

রাতের বেলা দামোসের ধারে চলছিল আড্ডা। এমন সময় হঠাৎ আগমন কয়েকজন দুষ্কৃতীর। কিছু বোঝার আগেই এলোপাথাড়ি চলল তিন রাউন্ড গুলি। তাতেই গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে জখম হলেন এক তৃণমূল কর্মী ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
১৮৮৬: দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়
১৯২৬: সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার জন্ম
১৯৩৩: সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জন্ম
১৯৩৯:  হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা  স্বামী অভেদানন্দর  মৃত্যু
১৯৫৬: অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্ম
২০২২: দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি
২০২২: বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১৩ টাকা ৮৪.৮৭ টাকা
পাউন্ড ১০৮.৩২ টাকা ১১১.৮৭ টাকা
ইউরো ৯১.২৫ টাকা ৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  September, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ ভাদ্র, ১৪৩১, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪। পঞ্চমী ৩৬/৫ রাত্রি ৭/৫৯। স্বাতী নক্ষত্র ২৫/১৫ দিবা ৩/৩১। সূর্যোদয় ৫/২৪/৫১, সূর্যাস্ত ৫/৪৩/৪৯। অমৃতযোগ প্রাতঃ ৬/১৪ গতে ৯/৩০ মধ্যে। রাত্রি ৭/১৬ গতে ৮/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/১৪ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ১/৩৬ মধ্যে। রাত্রি ৬/২৯ গতে ৭/১৬ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ৩/৫ মধ্যে। বারবেলা ১০/১ গতে ১/৫ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/৩০ মধ্যে। 
২২ ভাদ্র, ১৪৩১, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪। পঞ্চমী দিবা ৩/৫৫। স্বাতী নক্ষত্র দিবা ১/৭। সূর্যোদয় ৫/২৪, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৬/১৩ গতে ৯/৩০ মধ্যে এবং রাত্রি ৭/১৬ গতে ৮/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৩ মধ্যে ও ১২/৪৭ গতে ১/৩৭ মধ্যে এবং রাত্রি ৬/৩০ গতে ৭/১৬ মধ্যে ও ১১/৫৭ গতে ৩/৪ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/৮ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/৩০ মধ্যে।
৪ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তুহিনকান্ত পান্ডেকে অর্থসচিবের পদে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার

07-09-2024 - 11:47:15 PM

মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

07-09-2024 - 11:21:33 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে সস্ত্রীক হাজির অভিনেতা সঞ্জয় দত্ত

07-09-2024 - 11:20:18 PM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কির সঙ্গে দেখা করলেন ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি

07-09-2024 - 11:18:42 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেতা সলমন খান

07-09-2024 - 11:15:13 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেত্রী মাধুরি দীক্ষিত

07-09-2024 - 10:44:53 PM