মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
বাটার চিকেন ইন জ্যাকেট পোট্যাটো
উপকরণ: মাখনির জন্য: টম্যাটো ৩ কেজি, কাজু বাদাম ৫০০ গ্রাম, আদা ৬০ গ্রাম, রসুন ১০০ গ্রাম, ধনে পাতা ১৫০ গ্রাম, শুকনো লঙ্কা ৩০ গ্রাম, চিনি ৩০ গ্রাম, খোয়া ৩০০ গ্রাম, ফ্রেশ ক্রিম ১০০ গ্রাম, শুকনো লঙ্কার গুঁড়ো ৩০ গ্রাম, গোটা গরম মশলা ৮০ গ্রাম, গরম মশলা গুঁড়ো ৬০ গ্রাম, ধনেগুঁড়ো ১৫০ গ্রাম, জিরেগুঁড়ো ৬০ গ্রাম, নুন স্বাদ মতো, বেসুরি মেথি ১৫ গ্রাম।
মাখনি তৈরির পদ্ধতি: একটা অ্যালুমিনিয়ামের বড় হাঁড়িতে টম্যাটো, কাজুবাদাম, আদা, রসুন, ধনেপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা নিয়ে জল দিয়ে তা একসঙ্গে ফোটান। সবটা ফুটে একটা থকথকে মিশ্রণ তৈরি হলে তা মিহি করে বেটে নিন। এবার এই মিশ্রণ ছাকনিতে ছেঁকে নিন। এরপর একটা পাত্রে মাখন গলিয়ে নিন। তাতে লাল লঙ্কার গুঁড়ো দিন। ১ মিনিট নেড়ে তাতে টম্যাটোর মিশ্রণ দিন। মিশে গেলে ধনে, জিরে গরম মশলাগুঁড়ো ও নুন মেশান। গ্রেভিটা ঘন হলে তাতে খোগা মেশান। ওপর থেকে ক্রিম মিশিয়ে নামানোর আগে কেসুরি মেথি ছড়িয়ে দিন।
চিকেন টিক্কা বানানোর উপকরণ: চিকেন লেগ বোনলেস ২৪০ গ্রাম, কাজুবাদাম বাটা ২০ গ্রাম, গরম মশলা গুঁড়ো ২ গ্রাম, ধনে গুঁড়ো ২ গ্রাম, জিরে গুঁড়ো ১ গ্রাম, লাল লঙ্কা গুঁড়ো ১ গ্রাম, লঙ্কা গুঁড়ো ২ গ্রাম, মাখন ৩০ গ্রাম, ব্ল্যাক সল্ট ১ গ্রাম, সর্ষের তেল ১৫ গ্রাম, নুন সামান্য, চাট মশলা ২ গ্রাম, জল ঝরানো টক দই ৪০ গ্রাম।
চিকেন টিক্কা বানানোর পদ্ধতি: চিকেন থেকে ফ্যাট বাদ দিয়ে দিন। একটা পাত্রে দই, কাজুবাটা, সর্ষের তেল, ক্রিম সব একসঙ্গে নিয়ে ফেটিয়ে নিন। তারপর সব গুঁড়ো ও শুকনো মশলা নিয়ে তাতে মিশান। নুন দিন। এবার এই ব্যাটারে চিকেন ম্যারিনেট করে নিন। এরপর তা শিকে গেঁথে তন্দুর আভেনে দিয়ে তন্দুর করুন যতক্ষণ পর্যন্ত মাংস সেদ্ধ না হচ্ছে।
বাটার চিকেনের উপকরণ: চিকেন টিক্কা ১২০ গ্রাম, মাটনি গ্রেভি ১৫০ গ্রাম।
বাটার চিকেন বানানোর পদ্ধতি: চিকেন টিক্কা সরু স্লাইস করে কেটে নিন। একটা পাত্র আঁচে বসিয়ে মাখনি গ্রেভির সঙ্গে চিকেন টিক্কা নেড়ে মিশিয়ে দিন।
জ্যাকেট পোট্যাটো বানানোর জন্য: উপকরণ: মাঝারি থেকে বড় আলু ৬টা, তেল ৬০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম।
পদ্ধতি: আলু ধুয়ে নিন। তারপর তা অর্ধেক করে কেটে নিন। খোসা ছাড়াবেন না। এরপর আলুর ভেতর থেকে খানিকটা স্কুপ করে ফেলে দিন। একটা মিক্সিং বোলে কর্নফ্লাওয়া ও জল দিয়ে মোটা একটা ব্যাটার বানান। আলুর গায়ে নুন মাখিয়ে নিন। তারপর আলু এই ব্যাটারে মাখিয়ে ছাঁকা তেলে মুচমুচে করে ভেজে নিন। এই আলুর ভেতর বাটার চিকেন ভরে গরম গরম পরিবেশন করুন।
ব্ল্যাক ট্যাংগো
উপকরণ: আঙুর ৫টা, লেবুর রস ১০ মিলি, কালা খাট্টা সিরাপ ৩০ মিলি, চাট মশলা ১ চা চামচ, ব্ল্যাক সল্ট অল্প, জিরে গুঁড়োঅল্প, ক্র্যানবেরি জুস ১২০ মিলি, প্লাম টুকরো করে কাটা ১টা, পুদিনা পাতা সামান্য।
পদ্ধতি: একটা বড় কাপে বরফের টুকরো দিন। তার পর একে একে ক্র্যানবেরি জুস, লেবুর রস, ও কালা খাট্টা সিরাপ মেশান। তাতে বাকি সব গুঁড়ো মশলা ও নুন মেশান। ওপর থেকে আঙুর ও প্লাম টুকরো করে কেটে সাজিয়ে দিন। ঠান্ডা পরিবেশন করুন।